Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Shahrear.ns on March 02, 2020, 03:57:26 PM

Title: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: Shahrear.ns on March 02, 2020, 03:57:26 PM
প্রথমে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রবাড়ী পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যেই সারাদেশে চালু হবে এই পাসপোর্ট সেবা। প্রতিদিন প্রায় ২৫ হাজার ই-পাসপোর্ট ইস্যু করা হবে। নতুন প্রযুক্তির এই পাসপোর্ট কিভাবে পাওয়া যাবে? আসুন জেনে আসি।

ই-পাসপোর্টের আবেদন: অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে নতুন পাসপোর্টের জন্য। সেক্ষেত্রে আগেই ব্যাংকের অনলাইন মাধ্যমে টাকা জমা দিয়ে ব্যাংক থেকে সরবরাহ করা রেফারেল নম্বর কোডটি ব্যবহার করতে হবে অনলাইন আবেদন ফরমে। আবার কেউ চাইলে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করার পর প্রিন্ট কপি নিতে হবে। সেই কপি স্ব-শরীরে গিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আবেদন ফরমে ছবি ও সত্যায়ন করা না লাগলেও পুলিশ ভেরিফিকেশন লাগবে।


 
অনলাইনে পূরণ না করে PDF ফরম ডাউনলোড করে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি সত্যায়ন করতে হবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার সময় ই-পাসপোর্টের জন্য ডেমোগ্রাফিক তথ্য, ১০ আঙুলের ছাপ, চোখের কর্নিয়ার ছবি ও ডিজিটাল সই সংগ্রহ করবে পাসপোর্ট অফিস। এসব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে কেন্দ্রীয় ডাটা সেন্টার ও ডিজ্যাস্টার রিকভারি সেন্টারের সার্ভারে সংরক্ষণ করা হবে। পাশাপাশি পাসপোর্টের আবেদনকারীদের পাসপোর্ট দেওয়ার জন্য পার্সোনালাইজেশন সেন্টারে পাসপোর্ট প্রিন্টিংয়ের পর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও দূতাবাসগুলোয় পাসপোর্ট বিতরণ করা হবে। সব তথ্য চিপে যুক্ত থাকবে। ইমিগ্রেশন পুলিশ বিশেষ যন্ত্রের সামনে পাসপোর্টের পাতাটি ধরতেই সব তথ্য বেরিয়ে আসবে।

কত টাকা ও কত দিনে পাবেন ই-পাসপোর্ট? নিম্নোক্ত হারে পাসপোর্ট ফি প্রযোজ্য হবে (ভ্যাটসহ) : ৫ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্ট বইঃ সাধারণ (২১ কর্মদিবস), ৪০২৫/- টাকা জরুরী (১০ কর্মদিবস) ৬৩২৫/- টাকা অতি-জরুরী (২ কর্মদিবস) ৮৬২৫/- টাকা ১০ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্ট বইঃ সাধারণ (২১ কর্মদিবস), ৫,৭৫০/- টাকা জরুরী (১০ কর্মদিবস) ৮,০৫০/- টাকা অতি-জরুরী (২ কর্মদিবস) ১০,৩৫০/- টাকা ৫ বছর মেয়াদী ৬৪ পাতার পাসপোর্ট বইঃ সাধারণ (২১ কর্মদিবস), ৬৩২৫/- টাকা জরুরী (১০ কর্মদিবস) ৮৬২৫/- টাকা অতি-জরুরী (২ কর্মদিবস) ১২০৭৫/- টাকা ১০ বছর মেয়াদী ৬৪ পাতার পাসপোর্ট বইঃ সাধারণ (২১ কর্মদিবস), ৮,০৫০/- টাকা জরুরী (১০ কর্মদিবস) ১০,৩৫০/- টাকা অতি-জরুরী (২ কর্মদিবস) ১৩,৮০০/- টাকা।


 
তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতি জরুরি পাসপোর্ট দু’দিনে, জরুরি পাসপোর্ট তিন দিনে ও সাধারণ পাসপোর্ট সাত দিনের মধ্যে পাওয়া যাবে।
Title: Re: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: Raihana Zannat on March 03, 2020, 11:55:34 AM
Good post
Title: Re: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: Dipty Rahman on March 06, 2020, 11:14:03 PM
Essential Information.
Title: Re: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: mosfiqur.ns on March 07, 2020, 02:26:29 PM
Essential Information
Title: Re: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: nusratjahan on March 09, 2020, 12:27:51 PM
Thanks for sharing
Title: Re: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: kamrulislam.te on March 10, 2020, 10:56:11 PM
যুগোপযোগী পোস্ট। ধন্যবাদ স্যার।   
Title: Re: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: anika.cse on March 14, 2020, 11:49:16 PM
Very informative post.
Title: Re: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: Anuz on March 15, 2020, 01:39:58 PM
Thanks for sharing.
Title: Re: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: mushfiqur.cse on September 05, 2020, 01:08:59 AM
 Thanks for sharing... Very helpful.. :) :)
Title: Re: যেভাবে পাবেন ই-পাসপোর্ট
Post by: Anta on June 01, 2021, 09:19:30 PM
Thanks for sharing  :)