Daffodil International University

Science & Information Technology => Artificial Intelligence (AI) => Topic started by: Shahana Parvin on February 07, 2022, 12:42:54 PM

Title: রোবট যখন কৃষক
Post by: Shahana Parvin on February 07, 2022, 12:42:54 PM
বাঁয়ে থাকা রোবটের নাম টম। ডানে আছে ডিক। কারও সাহায্য ছাড়াই ব্যস্তভাবে কাজ করে চলেছে ফসলের মাঠে। ফসল লাগানোর আগে জমি প্রস্তুত করার জন্য কৃষকের মতোই মাঠ থেকে খুঁজে খুঁজে আগাছা তুলছে রোবট দুটি। দুজনের মধ্যে কোনো কথা না হলেও একটি বিষয়ে মিল রয়েছে বেশ। আগাছা ঠেকাতে রাসায়নিক ব্যবহারে রাজি নয় কেউ। তারা প্রতিদিন প্রায় ৪৯ একর জমি থেকে আগাছা তুলতে পারে। শুনতে অবাক লাগলেও কৃষক রোবটদুটির দেখা মিলেছে যুক্তরাজ্যে। রোবট দুটি তৈরি করেছে ‘স্মল রোবট’ নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। আগামী বছর থেকে রোবট দুটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

সূত্র: সিএনএন
Title: Re: রোবট যখন কৃষক
Post by: dulal.lib on March 22, 2022, 06:36:51 PM
Nice Information....