Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Solar => Topic started by: maruppharm on April 21, 2014, 03:50:05 PM

Title: মহাশূন্যে লেটুস!
Post by: maruppharm on April 21, 2014, 03:50:05 PM
মহাশূন্যে বাগান তৈরি করে লেটুসপাতা চাষ করা হবে। এ জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নতুন একটি প্রকোষ্ঠ যুক্ত করা হবে। মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) বরাত দিয়ে দ্য ভার্জ সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মহাকাশে চাষাবাদের জন্য নির্মিত সবচেয়ে বড় প্রকোষ্ঠটি স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে যুক্ত করে আজ সোমবার আইএসএসে পাঠানোর কথা। নাসার গবেষক জিওইয়া মাসা বলেন, মহাকাশের ওজনহীন পরিবেশে লেটুসের বৃদ্ধি নিশ্চিত করতে লাল, নীল, বেগুনি এলইডি আলোর সরবরাহসহ বিশেষ ব্যবস্থা থাকবে। লেটুস উৎপাদনের এই উদ্যোগের সাফল্যে আইএসএসে অবস্থানকারী নভোচারীদের জন্য খাবার সরবরাহে একটি দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। পিটিআই।