Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Topic started by: maruppharm on August 03, 2014, 01:11:29 PM

Title: কমনওয়েলথ গেমসে বোল্টের প্রথম পদক
Post by: maruppharm on August 03, 2014, 01:11:29 PM
অলিম্পিক ও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মতো আসর বহুবার মাতিয়েছেন উসাইন বোল্ট। সে তুলনায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো অংশ নিয়ে জ্যামাইকাকে সোনা এনে দিয়েছেন বিশ্বের দ্রুততম মানব।


 Print Friendly and PDF
0
 
 
 
0
 
 
54
 
 
 
ছয়টি অলিম্পিক সোনার মালিক বোল্টের দল শনিবার রাতে সহজেই ৪*১০০ মিটার রিলে দৌড়ের সোনা জিতে নেয়।

   গ্লাসগোতে বৃষ্টিভেজা রাতে ৩৭.৫৮ সেকেন্ড সময় নিয়ে নতুন গেমস রেকর্ড গড়ে জ্যামাইকা দল। প্রথম তিনটি লেগ দৌড়ান জ্যাসন লিভারমোর, কেমার বেইলি-কোল ও নিকেল অ্যাশমিড। তবে সবার চোখ ছিল সব শেষে ব্যাটন হাতে নেয়া বোল্টের ওপর। ১০০ ও ২০০ মিটারের বিশ্বরেকর্ডধারী বোল্ট দর্শকদের হতাশ করেননি; বড় পদক্ষেপে সহজেই ইংল্যান্ড ও ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিযোগীদের পেছনে ফেলেন তিনি।
দৌড় শেষে প্রায় আধঘণ্টা মাঠে চক্কর দেন বোল্ট; আমোদিত করেন স্টেডিয়ামভর্তি দর্শকদের।

পদক জেতার পর বিবিসিকে ২৭ বছর বয়সী বোল্ট বলেন, “এটা আমার কাছে অনেক কিছু। আমার সংগ্রহে কেবল কমনওলেথ সোনাটাই ছিল না।”
Title: Re: কমনওয়েলথ গেমসে বোল্টের প্রথম পদক
Post by: monirulenam on March 02, 2016, 01:26:52 PM
thanks for post