Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Badshah Mamun on August 11, 2012, 04:43:07 PM

Title: মেট্রো বদলে হলো ‘উইন্ডোজ ৮’
Post by: Badshah Mamun on August 11, 2012, 04:43:07 PM

মেট্রো বদলে হলো ‘উইন্ডোজ ৮’

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ‘মেট্রো’ ইউজার ইন্টারফেসটির নাম বদলে ফেলতে বাধ্য হয়েছে মাইক্রোসফট। মেট্রো নাম বিসর্জন দিয়ে এই ব্র্যান্ডকে ‘উইন্ডোজ ৮’ ব্র্যান্ড নাম দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এর আগে জার্মানির ‘মেট্রো এজি’ নামের প্রতিষ্ঠানটির সঙ্গে নাম নিয়ে মামলায় জড়িয়ে পড়ায় মাইক্রোসফটকে ‘মেট্রো’ ব্র্যান্ড নাম ছেড়ে দিতে হয়েছে। ২০১০ সালে উইন্ডোজ ফোন ৭ তৈরির সময়ই ইন্টারফেসভিত্তিক নকশার ক্ষেত্রে ‘মেট্রো’ নামটি ব্যবহার করতে শুরু করেছিল মাইক্রোসফট। পরে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্য টাইলসসদৃশ ‘মেট্রো’ নামের আলাদা একটি ইন্টারফেস তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এ নামটি মেট্রো এজির ‘ট্রেডমার্ক’ বিধায় মাইক্রোসফটকে এ নামটি ছেড়ে দিতে হয়েছে।
মেট্রোর পরিবর্তে কী নাম দেওয়া হবে, সে বিষয়টি নিয়ে মাইক্রোসফট দ্বিধান্বিত ছিল। তবে মাইক্রোসফটের কাজের সঙ্গে পরিচিত সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডিনেট জানিয়েছে, মেট্রো বাদ নিয়ে উইন্ডোজ ৮ ব্র্যান্ড নামটি নিয়েই প্রচারণা চালাবে মাইক্রোসফট। মেট্রোর পরিবর্তে ইউজার ইন্টারফেসটির পরিচিতি হিসেবে ‘উইন্ডোজ ৮ ইন্টারফেস’ ও অ্যাপসের ক্ষেত্রে ‘উইন্ডোজ ৮ অ্যাপ্লিকেশন’ নাম ব্যবহার করবে মাইক্রোসফট।

Source: http://prothom-alo.com/detail/date/2012-08-11/news/281066