Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Khandoker Samaher Salem on December 26, 2013, 06:33:50 PM

Title: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: Khandoker Samaher Salem on December 26, 2013, 06:33:50 PM
ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী শহরই নয়, সামাজিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক-রাজনৈতিক বিভিন্ন দিক থেকে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। এর রয়েছে প্রায় চারশ’ বছরের পুরনো ইতিহাস! প্রাচীন ঢাকার রয়েছে হরেক রকম এলাকা-মহল্লা, অলি-গলি-তস্য গলি। সাথে রয়েছে তাদের বাহারি সব নাম।

আচ্ছা, জায়গাটার নাম ফার্মগেট কেন? এখানে কি এককালে মুরগীর ফার্ম ছিল? কাকরাইল, পিলখানা, তোপখানা, টিকাটুলি, সুক্কাটুলি- এসব অদ্ভুত নামেরই বা কি অর্থ! ধানমন্ডিতে কি এককালে প্রচুর ধানক্ষেত ছিল? পানিটোলায় কি ছিল? এলিফ্যানট রোডে কি এককালে এলিফ্যানট মানে হাতিরা ঘুরে বেড়াত? আর স্বামীবাগে বুঝি স্ত্রী হারা স্বামীরা বাস করতেন?

এখন আমাদের কাছে মজার মনে হলেও, আসলে ঢাকার বিভিন্ন এলাকার নাম সুপ্রাচীন ঢাকারই ইতিহাস ও ঐতিহ্যকে সযত্নে বহন করে চলছে। আসুন, আজ জেনে নেই ঢাকার তেমন কিছু এলাকার নামকরনের ইতিহাস-

ইন্দিরা রোডঃ
বেশীর ভাগ মানুষের ধারণা ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে নামকরণ করা হয়েছে রাস্তাটির। আসলে তা নয়। এককালে এ এলাকায় দ্বিজদাস বাবু নামে এক বিত্তশালী ব্যক্তি বসবাস করতেন। তার ছিল বিশাল বাড়ি। বাড়ির কাছের এই রাস্তাটি তার বড় মেয়ে ইন্দিরার নামে নামকরণ করা হয় ইন্দিরা রোড।

পিলখানাঃ

ইংরেজ শাসনামলে যাতায়াত, মালামাল পরিবহন ও যুদ্ধের কাজে প্রচুর হাতি ব্যবহার করা হত। বন্য হাতিকে পোষ মানানো হত যেসব জায়গায় তাকে বলা হত পিলখানা। সে সময় ঢাকায় একটি বড় সরকারি পিলখানা ছিল। সরকারি কাজের বাইরেও ধনাঢ্য ঢাকাবাসীরা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তাদের হাতিগুলোকে এখানে পোষ মানানোর জন্য পাঠাতে পারতেন।

এলিফ্যানট রোডঃ
সে সময়ে রমনা এলাকায় মানুষজন তেমন বাস করত না। ছিল বিস্তৃর্ণ ফাঁকা এলাকা। এখানে পিলখানার হাতিগুলোকে চড়ানো হত। আর আশেপাশের খালে হাতিগুলোকে গোসল করানো হত। যে রাস্তা দিয়ে পিলখানার হাতিগুলোকে রমনার মাঠে আনানেয়া করা হত সে রাস্তাটাই আজকের এলিফ্যানট রোড।

কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল। সম্ভবত তার নামে সে এলাকায় কোন রাস্তা ছিল। সে সময় ইংরেজ কমিশনারদের নামে রাস্তার নামকরণ করার রেওয়াজ ছিলো। সেই ককরেল রোড থেকে কালক্রমে এলাকার নাম হয়ে যায় কাকরাইল।

কাগজীটোলাঃ
ইংরেজ শাসনামলে ঢাকায় কাগজ তৈরি করা হত। যারা কাগজ তৈরি করতেন তাদের বলা হত ‘কাগজী’। কাগজীরা যে এলাকায় বাস করতেন আর যেখানে কাগজ উৎপাদন ও বিক্রি করতেন সে এলাকাই কাগজীটোলা নামে পরিচিতি লাভ করে।

গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী এই এলাকার মালিক ছিলেন। তিনি স্থাপন করেছিলেন ‘গোপীনাথ জিউর মন্দির’। তখন থেকেই এই এলাকার নাম গোপীবাগ।

চাঁদনী ঘাটঃ
সুবাদার ইসলাম খাঁর একটা বিলাশবহুল প্রমোদতরী ছিল। প্রমোদতরীর নাম ছিল – চাঁদনী। ‘চাঁদনী’ ঘাটে বাধা থাকত। অন্য কোন নৌকা এই ঘাটে আসতে পারত না। সেখান থেকে এলাকার নাম চাঁদনী ঘাট।

টিকাটুলিঃ
এক সময় হুক্কা টানার বেশ চল ছিল বাংলা মুল্লুকে। আর ঢাকার এই এলাকা ছিল হুক্কার ‘টিকা’ তৈরির জন্য বিখ্যাত। ‘টিকা’ তৈরিকারকরা এই এলাকায় বাস করতেন ও ব্যবসা করতেন।

তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

পুরানা পল্টন, নয়া পল্টনঃ
এ এলাকা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাস।

ধানমন্ডিঃ

এখানে এককালে বড় একটি হাট বসত। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ।

পাগলাপুলঃ ১৭
শতকে এখানে একটি নদী ছিল, নাম – পাগলা। মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন। অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম পাগলাপুল।

পানিটোলাঃ
যারা টিন-ফয়েল তৈরি করতেন তাদের বলা হত পান্নিঅলা। পান্নিঅলারা যেখানে বাস করতেন সে এলাকাকে বলা হত পান্নিটোলা। পান্নিটোলা থেকে পানিটোলা।

ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম ফার্মগেট।

শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম দেন শ্যামলী।

সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর। এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো।

সুক্কাটুলিঃ
১৮৭৮ সালে ঢাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু হয়। এর আগে কিছু লোক টাকার বিনিময়ে চামড়ার ব্যাগে করে শহরের বাসায় বাসায় বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দিতেন। এ পেশাজীবিদেরকে বলা হত ‘ভিস্তি’ বা ‘সুক্কা’। ভিস্তি বা সুক্কারা যে এলাকায় বাস করতেন সেটাই কালক্রমে সিক্কাটুলি নামে পরিচিত হয়।

স্বামীবাগঃ

ত্রিপুরালিংগ স্বামী নামে এক ধনী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী এক ব্যক্তি এ এলাকায় বাস করতেন। তিনি সবার কাছে স্বামীজি নামে পরিচিত ছিলেন। তার নামেই এলাকার নাম হয় স্বামীবাগ।

মালিবাগঃ
ঢাকা একসময় ছিল বাগানের শহর। বাগানের মালিদের ছিল দারুণ কদর। বাড়িতে বাড়িতে তো বাগান ছিলই, বিত্তশালীরা এমনিতেও সৌন্দর্য্য পিপাসু হয়ে বিশাল বিশাল সব ফুলের বাগান করতেন। ঢাকার বিভিন্ন জায়গার নামের শেষে ‘বাগ’ শব্দ সেই চিহ্ন বহন করে। সে সময় মালিরা তাদের পরিবার নিয়ে যে এলাকায় বাস করতেন সেটাই আজকের মালিবাগ।

[তথ্যসূত্রঃ ঢাকাঃ স্মৃতি-বিস্মৃতির শহর – মুনতাসীর মামুন]
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: R B Habib on December 28, 2013, 11:23:42 AM
Interesting. Thanks for sharing.
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: irina on December 28, 2013, 11:47:06 AM
Good to know.
Thank you.
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: nadimhaider on December 28, 2013, 07:26:14 PM
thank u.
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: shan_chydiu on January 01, 2014, 10:07:09 AM
Interesting. good post.
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: A.S. Rafi on January 01, 2014, 03:26:59 PM
Really interesting information. Loved this post!
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: sadique on January 01, 2014, 05:12:34 PM
দারুণ তো....অনেক অজানা বিষয় জানা হলো।
.................ধন্যবাদ
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: Mostakima Mafruha Lubna on January 30, 2014, 06:45:10 PM
Very Informative indeed.
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: susmita on February 01, 2014, 08:05:11 PM
দারুন পোস্ট...
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: moonmoon on March 29, 2014, 11:36:31 PM
Interesting!

Moonmoon Huq
Lecturer
Dept. of NFE
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: Md. Al-Amin on March 30, 2014, 09:33:07 AM
An interesting topic.
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: taslima on March 30, 2014, 12:35:54 PM
very interesting topic
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: sabrina on March 30, 2014, 12:36:53 PM
wow, very interesting.
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: sayma on March 30, 2014, 01:01:22 PM
thanks for sharing such type of interesting post...
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: drkamruzzaman on May 18, 2014, 02:37:48 PM
Very interesting information. Thanks for sharing.
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: sadia_haque on May 18, 2014, 06:05:49 PM
amazing post  :)
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: mahzuba on May 21, 2014, 09:28:27 AM
Really Its very interesting ...Good to know that...
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: Shampa Iftakhar on June 05, 2014, 02:41:20 PM
Very funny and interesting!!! :)
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: Mohammad Salek Parvez on June 09, 2014, 11:31:22 AM
Thanks for sharing.
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: Ishtiaque Ahmad on June 17, 2014, 01:29:42 PM
an informative post. thanks for sharing
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: Naznin.Tania on June 18, 2014, 10:26:33 AM
Nice post.... Get the opportunity to know some interesting matters... :)
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: Debangshu Paul on July 14, 2014, 06:58:20 PM
Interesting :)
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: habib.cse on July 14, 2014, 08:38:29 PM
pretty good information
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: sadia.ns on July 15, 2014, 11:24:27 AM
This is indeed very interesting and informative
Title: Re: ঢাকার অলি-গলির অদ্ভুতুড়ে নামগুলোর মজার কাহিনী
Post by: kwnafi on July 16, 2014, 09:14:32 PM
Excellent post