Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: Samsul Alam on March 15, 2017, 10:52:34 PM
-
আসিতেছে নবযুগ,ডাকিতেছে পাখি, গাহিতেছে গান
তাকে জানাও সম্মান।
হে নবীন, তুমি জেগে ওঠো জাতির কল্যাণে,
তুমি ফিরে এসো ঐ অন্ধকার থেকে আলোকের পথে।
তোমার পথ ধরেইতো চলিবে অনাগত ভবিষ্যৎ
তুমি জেগে ওঠো, দাও আলোকের সন্ধান।
তোমাকে নিয়েই স্বপ্ন দেখিতেছে মহাকাল।
হে বাংলার সন্তান, তুমি চালাও অভিযান।
তোমার ছোঁয়ায় আজ ধুলি হইবে সোনা,
জরাজীর্ণ ধরনীতে দেখা দিবে স্বর্গের কোণা
তুমি দাও জেগে উঠিবার প্রেরণা।
তুমি কল্যাণের মুক্তিদূত হয়ে ফিরে এসো
নবযুগের ডাকে।
-
:)