Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Quran => Topic started by: masud.ged on May 26, 2020, 12:55:13 AM

Title: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:55:13 AM
১। তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে; যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমুহের। - (সূরা আল ইমরান - ৩)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:55:25 AM
২। এই হলো মানুষের জন্য বর্ণনা। আর যারা ভয় করে তাদের জন্য উপদেশবাণী। - (সূরা আল ইমরান - ১৩৮)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:55:35 AM
৩। হে আহলে-কিতাবগণ! তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছেন! কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মার্জনা করেন। তোমাদের কাছে একটি উজ্জল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জল গ্রন্থ। - (সূরা আল মায়েদাহ - ১৫)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:55:47 AM
৪। ইঞ্জিলের অধিকারীদের উচিত, আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন। তদানুযায়ী ফয়সালা করা। যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না, তারাই পাপাচারী। - (সূরা আল মায়েদাহ - ৪৭)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:55:59 AM
৫। আপনি জিজ্ঞেস করুনঃ সর্ববৃহৎ সাক্ষ্যদাতা কে ? বলে দিনঃ আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আমার প্রতি এ কোরআন অবর্তীর্ণ হয়েছে-যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি। তোমরা কি সাক্ষ্য দাও যে, আল্লাহর সাথে অন্যান্য উপাস্যও রয়েছে ? আপনি বলে দিনঃ আমি এরূপ সাক্ষ্য দেব না। বলে দিনঃ তিনিই একমাত্র উপাস্য; আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত। - (সূরা আল আন-আম - ১৯)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:56:11 AM
৬। এটি এমন একটি গ্রন্থ, যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, অতএব, এর অনুসরণ কর এবং ভয় কর-যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। এ জন্যে যে, কখনও তোমরা বলতে শুরু করঃ গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দু'সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। কিংবা বলতে শুরু করঃ যদি আমাদের প্রতি কোন গ্রন্থ অবতীর্ণ হত, আমরা এদের চাইতে অধিক পথপ্রাপ্ত হতাম। অতএব, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুষ্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত এসে গেছে। অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে, যে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অতি সত্ত্বর আমি তাদেরকে শাস্তি দেব। যারা আমার আয়াত সমূহ থেকে গা বাঁচিয়ে চলে-জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে। - (সূরা আল আন-আম - ১৫৫-১৫৭)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:56:29 AM
৭। হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। বল, আল্লাহর দয়া ও মেহেরবাণীতে। সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিৎ। এটিই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছ। - (সূরা ইউনুস - ৫৭-৫৮)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:56:38 AM
৮। আর আমি রসূলগণের সব বৃত্তান্তই তোমাকে বলছি, যদ্দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি। আর এভাবে তোমার নিকট মহাসত্য এবং ঈমানদারদের জন্য নসীহত ও স্বরণীয় বিষয়বস্তু এসেছে। - (সূরা হুদ - ১২০)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:56:50 AM
৯। এগুলো অদৃশ্যের খবর, আমি আপনার কাছে প্রেরণ করি। আপনি তাদের কাছে ছিলেন না, যখন তারা স্বীয় কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল। - (সূরা ইউসুফ - ১০২)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:57:01 AM
১০। তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়, এটা কোন মনগড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত। - (সূরা ইউসুফ - ১১১)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:57:11 AM
১১। আলিফ-লাম-রা; এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল করেছি-যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন-পরাক্রান্ত, প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে। - (সূরা ইব্রাহীম - ১ )
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:57:30 AM
১২। আমি আপনার প্রতি এ জন্যেই গ্রন্থ নাযিল করেছি, যাতে আপনি সরল পথ প্রদর্শনের জন্যে তাদের কে পরিষ্কার বর্ণনা করে দেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছে এবং ঈমানদারকে ক্ষমা করার জন্যে। - (সূরা নাহল - ৬৪)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:57:41 AM
১৩। সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। আমি আপনার প্রতি গ্রন্থ নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ। - (সূরা নাহল - ৮৯)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:57:50 AM
১৪। এই কোরআন এমন পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্যে মহা পুরস্কার রয়েছে। - (সূরা বনী ইসরাঈল - ৯)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:58:01 AM
১৫। আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। গোনাহগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায়। - (সূরা বনী ইসরাঈল - ৮২)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:58:11 AM
১৬। নিশ্চয় আমি এ কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়। - (সূরা কাহফ - ৫৪)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:58:23 AM
১৭। এমনিভাবে আমি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়। সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না এবং বলুনঃ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। - (সূরা ত্বোয়া-হা - ১১৩-১১৪)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:58:33 AM
১৮। এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।  বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে। আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন, সুস্পষ্ট আরবী ভাষায়। নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে। তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে? যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম, অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না। - (সূরা আশ শো'আরা - ১৯২-১৯৯)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:58:42 AM
১৯। এ কিতাবের অবতরণ বিশ্বপালনকর্তার নিকট থেকে এতে কোন সন্দেহ নেই। তারা কি বলে, এটা সে মিথ্যা রচনা করেছে? বরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন, যাদের কাছে আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি। সম্ভবতঃ এরা সুপথ প্রাপ্ত হবে।   - (সূরা সেজদাহ - ২-৩)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:58:53 AM
২০। আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাযিল করেছেন, যা সামঞ্জস্যপূর্ণ, পূনঃ পূনঃ পঠিত। এতে তাদের লোম কাঁটা দিয়ে উঠে চামড়ার উপর, যারা তাদের পালনকর্তাকে ভয় করে, এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ, এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। আর আল্লাহ যাকে গোমরাহ করেন, তার কোন পথপ্রদর্শক নেই। যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখ দ্বারা অশুভ আযাব ঠেকাবে এবং এরূপ জালেমদেরকে বলা হবে, তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন কর,-সে কি তার সমান, যে এরূপ নয়? তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, ফলে তাদের কাছে আযাব এমনভাবে আসল, যা তারা কল্পনাও করত না। অতঃপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালেন, আর পরকালের আযাব হবে আরও গুরুতর, যদি তারা জানত! আমি এ কোরআনে মানুষের জন্যে সব দৃষ্টান্তই বর্ণনা করেছি, যাতে তারা অনুধাবন করে; আরবী ভাষায় এ কোরআন বক্রতামুক্ত, যাতে তারা সাবধান হয়ে চলে। - (সূরা আল-যুমার - ২৩-২৮)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:59:04 AM
২১। এটা অবতীর্ণ পরম করুণাময়, দয়ালুর পক্ষ থেকে। এটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবী কোরআনরূপে জ্ঞানী লোকদের জন্য। সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না। - (সূরা হা-মীম সেজদাহ - ২-৪)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:59:16 AM
২২। নিশ্চয় যারা কোরআন আসার পর তা অস্বীকার করে, তাদের মধ্যে চিন্তা-ভাবনার অভাব রয়েছে। এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ। এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আপনাকে তো তাই বলা হয়, যা বলা হত পূর্ববর্তী রসূলগনকে। নিশ্চয় আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম, তবে অবশ্যই তারা বলত, এর আয়াতসমূহ পরিস্কার ভাষায় বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য যে, কিতাব অনারব ভাষায় আর রসূল আরবী ভাষী! বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয়, তাদের কানে আছে ছিপি, আর কোরআন তাদের জন্যে অন্ধত্ব। তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহবান করা হয়। - (সূরা হা-মীম সেজদাহ - ৪১-৪৪))
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:59:30 AM
২৩। এমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। - (সূরা আশ শুরা - ৭)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:59:40 AM
২৪। আমি একে করেছি কোরআন, আরবী ভাষায়, যাতে তোমরা বুঝ। নিশ্চয় এ কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লওহে মাহফুযে। তোমরা সীমাতিক্রমকারী সম্প্রদায়-এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব? - (সুরা যুখ্রুফ - ৩-৫)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 12:59:51 AM
২৫। শপথ সুস্পষ্ট কিতাবের। আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী। আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। - (সূরা আদ দোখান - ২-৬)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 01:00:03 AM
২৬। এর আগে মূসার কিতাব ছিল পথপ্রদর্শক ও রহমতস্বরূপ। আর এই কিতাব তার সমর্থক আরবী ভাষায়, যাতে যালেমদেরকে সতর্ক করে এবং সৎকর্মপরায়ণদেরকে সুসংবাদ দেয়। - (সূরা আল আহক্বাফ - ১২)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 01:00:12 AM
২৭। যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ তা’আলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে। - (সূরা হাশর - ২১)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 01:00:22 AM
২৮। নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত। এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর। এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর। এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোন কথা রচনা করত, তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ। আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ। নিশ্চয় এটা নিশ্চিত সত্য। - (সূরা আল হাক্বক্বাহ - ৪০-৫১)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 01:00:34 AM
২৯। তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না। এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। - (সূরা আল ক্বিয়ামাহ - ১৬-১৮)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - কোরআন মাজীদ ও তাঁর অবতীর্ণ হওয়ার রহস্য সম্পর্কে
Post by: masud.ged on May 26, 2020, 01:00:46 AM
৩০। আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাযিল করেছি। অতএব, আপনি আপনার পালনকর্তার আদেশের জন্যে ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না। এবং সকাল-সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন। রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন। নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে। - (সূরা আদ-দাহর - ২৩-২৭)