Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Quran => Topic started by: masud.ged on May 07, 2020, 01:58:42 AM

Title: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:58:42 AM
১। এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর ছিলেন, তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে আর কে পিঠটান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্যে নয়, যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ, মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুনাময়। - (সূরা আল বাক্বারাহ - ১৪৩)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:58:52 AM
২। যেমন, আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্যে একজন রসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমুহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন; আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তাঁর তত্ত্বজ্ঞান এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না। হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন। - (সূরা বাক্বারাহ - ১৫১-১৫৩)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:59:03 AM
৩। যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। - (সূরা বাক্বারাহ - ২৬১)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:59:12 AM
৪। তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাক! আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞ। - (সূরা আন নিসা - ১৪৭)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:59:24 AM
৫। অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন, বরং স্বীয় অনুগ্রহে আরো বেশী দেবেন। পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহঙ্কার করেছে তিনি তাদেরকে দেবেন বেদনাদায়ক আযাব। আল্লাহকে ছাড়া তারা কোন সাহায্যকারী ও সমর্থক পাবে না। - (সূরা আন নিসা - ১৭৩)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:59:33 AM
৬। যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না।  - (সূরা আন'আম - ১৬০)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:59:45 AM
৭। যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশী। আর তাদের মুখমন্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হল জান্নাতবাসী, এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল। - (সূরা ইউনুস - ২৬)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 01:59:55 AM
৮। যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমাণদার, পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরষ্কার দেব যা তারা করত। - (সূরা নাহল - ৯৭)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 02:00:05 AM
৯। যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত। - (সূরা আম্বিয়া ৯৫)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 02:00:15 AM
১০। আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে; এমন লোকেরা, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। - (সূরা আন-নূর - ৩৬-৩৭)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 02:00:25 AM
১১। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব। - (সূরা আনকাবুত - ৭)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 02:00:36 AM
১২। যে সৎকর্ম করে, সে নিজের উপকারের জন্যেই করে, আর যে অসৎকর্ম করে, তা তার উপরই বর্তাবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেই যুলুম করেন না। - (সূরা হা-মীম সেজদাহ - ৪৬)
Title: Re: বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে
Post by: masud.ged on May 07, 2020, 02:00:47 AM
১৩। এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। বলুন, আমি আমার দাওয়াতের জন্যে তোমাদের কাছে কেবল আত্নীয়তাজনিত সৌহার্দ চাই। যে কেউ উত্তম কাজ করে, আমি তার জন্যে তাতে পুণ্য বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, গুণগ্রাহী। - (সূরা আশ-শুরা - ২৩)