Daffodil International University

Educational => Online Education => Topic started by: Sultan Mahmud Sujon on May 07, 2012, 05:06:25 AM

Title: SSC/Dhakil/Equivalent result 2012 willএস.এস.সি ২০১২ এর ফলাফল জানুন – ৭ মে সোমব&
Post by: Sultan Mahmud Sujon on May 07, 2012, 05:06:25 AM
মোবাইল ও ইন্টারনেটে  ২০১২ সালের এস.এস.সি/সমমান পরীক্ষার ফলাফল

    যে কোন মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ফলাফলঃ Massage অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> রোল নম্বর <Space> পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে।

    SSC<Space>Dha<Space>123456<Space>2012 send to 16222

    Dakhil<Space>Mad<Space>123456<Space>2012 send to 16222

    SSC<Space>Tec<Space>123456<Space>2012 send to 16222

ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক ফলাফল জানতেঃ

Browse করুন  -  SSC/SDC – এস.এস.সি এর ফলাফল (http://www.educationboardresults.gov.bd/)

    শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Massage অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে <Space> দিয়ে Subject Code লিখে send করুন 16222 নম্বরে। এক্ষেত্রে প্রতি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফী প্রযোজ্য হবে।
    ফিরতি SMS- এ আবেদন ফী বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Massage অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে send করুন 16222 নম্বরে।
    যে সকল বিষয়ের ২টি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সে সকল বিষয়ে একটি Subject Code (বাংলার জন্য 101, ইংরেজির জন্য 107) এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসাবে গণ্য হবে এবং আবেদন ফী হিসাবে ২৫০ টাকা প্রযোজ্য হবে।
    একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।