Daffodil International University

Famous => Books => Topic started by: Rubaida Easmin on April 22, 2017, 09:46:49 AM

Title: পৃথিবীর পথে পথে (Prithibir Pothe Pothe)
Post by: Rubaida Easmin on April 22, 2017, 09:46:49 AM
“এই ছেলেটার নাম কি জানো?
-এই ছেলেটা তারেক।
একসঙ্গে কাজ করে সে
মাত্র গোটা চারেক!”

জনপ্রিয় ছড়াকার লুৎফুর রহমান রিটনের লেখা এই ছড়াটি “পৃথিবীর পথে পথে” বইয়ের ফ্লাপে শোভা পাচ্ছে। পুরো ছড়াটি পড়ে পাঠক আলোচ্য বইয়ের লেখক তারেক অণু’র ঠিকুজি জেনে যাবেন। সব্যসাচী তারেক অণু ‘পর্বত শিখর জয় করতে ভালোবাসেন, ডুব দেন সাগরতলে, তার চেয়েও বেশি উপভোগ করেন পাখির পিছনে দৌড়ে সকালকে বিকেল করে দিতে’। পর্যটক ও অভিযাত্রী তারেক অণু তাঁর বিভিন্ন ভ্রমণ এবং অভিযাত্রা নিয়ে লিখেছেন নানা পত্রিকায় এবং অনলাইন ব্লগে। বাংলা সাইবার জগতে বেশ জনপ্রিয় ব্লগার উনি। তাঁর লিখিত সমস্ত ভ্রমণ-গল্প এবং এডভেঞ্চার স্থান করে নিয়েছে “পৃথিবীর পথে পথে” বইতে।

পৃথিবীর পথে পথে- তারেক অণু
প্রকাশক- ছায়াবীথি
প্রচ্ছদ - স্যাম
৪৫টি ভ্রমণকাহিনীতে আছে ৫ মহাদেশ + উত্তর মেরুর গল্প
৩৩৫ পৃষ্ঠা (২১ ফর্মা), ২২২টি আলোকচিত্র, ৪ ফর্মা রঙিন ছাপা
মূল্য- ৩৫০ টাকা
Title: Re: পৃথিবীর পথে পথে (Prithibir Pothe Pothe)
Post by: fahad.faisal on January 29, 2018, 11:36:17 PM
Thanks for the review.