Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - subrata.te

Pages: 1 [2] 3 4 ... 10
16
Textile Engineering / Re: Criticism: Part-II
« on: March 05, 2019, 06:33:32 PM »
Thank you, Sir.

17
Thanks for your encouragement. :)

18
Textile Engineering / Self Cleaning Textiles
« on: March 05, 2019, 02:06:17 PM »
Self cleaning textile means the textile surface which can be cleaned itself without using any laundering action. Now a days peoples are very busy in their work that they do not have time for clean their daily wear cloths also people who are working in kitchens having headache to wash their garments. Also military peoples have to survive in such drastic condition that they cannot wash their cloths.
Nano technology provides a new concept self cleaning textiles which gives self cleaning as well as fresh cloths every day, this not only technically benefited but techno economically also benefited.

Functionality:
In the technological implementation, various methods have been used to avoid the adhesion of dirt and to improve the release of dirt. Smooth surfaces without specific hydrophilicity or hydrophobicity Extremely smooth surfaces show a reduced soiling behaviour because particles have only low mechanical hold and can be removed by air or liquids. However, the adhesion of residues from drying of liquids or filming cannot be prevented. To remove them, detergents (surfactants) and mechanical support are necessary.
Therefore, the self-cleaning effect of smooth hydrophilic surfaces is low. With extremely smooth surfaces low soiling is sufficient to impair the aesthetic impression crucially, long before the function is limited (e.g. paints and panes).
Water drop on super-hydrophobic textile surface
Rebounding droplet from a super-hydrophobic surface
Application of self cleaning textile:
    — Medical textiles e.g. Hospital garments
    — Sport tech e.g. Athletic wear
    — Defense textile e.g. Military uniforms
    — Smart textiles
    — Upholstery
    — Undergarments

Mechanism of self cleaning
    — The Lotus effect
    — Photocatalytic coatings
    — Easy to clean finishing

19
Textile Engineering / Development of Medical Textile Market
« on: February 23, 2019, 03:24:40 PM »
Technical textiles are one of the faster growing  sectors  of  the  global  textile industry.  The  world  textile  industry  is moving rapidly toward the manufacture of high-added value textile structures and products such as medical textiles, protective  textiles  and  smart  textiles.  Textile materials used in the medical and applied healthcare  and  hygiene  sectors  are  an important and growing part of the textile industry.
In 2004, the number of people aged over 60 amounts to 40% of the entire population. In 1980, only 22% of the Europeans belonged  to  this  group  age.  Textiles represent  an  absolutely  ideal  interface between man and medical treatment facilities, and it would be a loss not to make use of the possibilities they offer.
Technical textiles will find many different kinds of application with medical and hygiene products in the healthcare sector. The diversity of applications encountered in  medical  and  healthcare  products  is quite remarkable, e.g. simple bandages, bio-compatible implants and tissues, antibacterial  wound  treatment  material, prosthetic, and intelligent textiles. Each of these categories covers a broad range of applications, and the many end-uses  with  their  disparate  requirements create opportunities for all kinds of textile such as fibers, mono- and multi-filament yarns, woven, knitted, non-woven, braiding and composite fabrics.

20
Lean Manufacturing / Re: Lean Manufacturing
« on: February 22, 2019, 12:54:21 PM »
Informative one Sir. Thanks for sharing.

21
Thanks for sharing.

 :)

22
অহংকার পতনের মূল এবং ভালো মানুষের দাম নেই, এই দুটো সাংঘর্ষিক কথা আমাদের সমাজে বেশ প্রচলিত। যারা সবসময় অহংকার করে কথা বলে, তাদের যেমন আমরা খুব একটা পছন্দ করি না, আবার যারা সবসময় আমাদের সাথে ভদ্রতা দেখিয়ে কথা বলে তাদেরকেও আমরা তেমন হিসেবে রাখতে চাই না। কিন্তু তাই বলে কি একেবারেই অহংকার করা যাবে না, আবার একেবারেই বিনয়ী হওয়া যাবে না? তাহলে হবেনটা কী? সমাজ আপনাকে কীভাবে দেখছে সেটা জানার চেয়ে জরুরি হলো নিজেকে যেভাবে সবার সামনে উপস্থাপন করছেন সেই ব্যাপারে আপনি সম্পূর্ণ অবগত কি না। কজন অহংকারী ব্যক্তি এবং একজন বিনয়ী ব্যক্তিকে সমাজ কীভাবে দেখে থাকে এবং অহংকার বা বিনয় কীভাবে সবার সামনে তুলে ধরা উচিত?
ভালোর দিকটি দিয়ে আগে শুরু করা যাক। অর্থাৎ প্রথমেই আসা যাক বিনয়ীদের ব্যাপারে। বিনয়ী হওয়া ভালো। সবাই এমন ব্যক্তিত্বকে পছন্দ করে, তাদেরকে বিশ্বাস করে, তাদের সাথে মিশতে চায়। সমাজের আদর্শ ব্যক্তির রোল মডেল হলেন তারাই। এই কথাগুলো যেমন সত্য, তেমনই এই কথাও সত্য যে, অতিরিক্ত বিনয়ী ব্যক্তিরা সমাজের অনেকক্ষেত্রেই বঞ্চিত হয়ে থাকেন, অথবা তাদের তেমন কোনো গুরুত্ব থাকে না কারো কাছে। তারা আবার নিজেদেরই অনেক সময় গুরুত্বহীন মনে করে থাকেন। একজন ব্যক্তি কতটুকু বিনয়ী সেটি তার সাথে কথা বলতে গেলেই বোঝা যায়। আপনি যদি নিজেই নিজেকে গুরুত্ব না দিয়ে থাকেন, তাহলে অন্যরা আপনাকে গুরুত্ব দিতে যাবে কেন? আপনার অবশ্যই নিজের ব্যাপারে একটি আত্মসম্মানবোধ থাকা উচিত।

এবার আসি অহংকারীদের নিয়ে। আগে জেনে নিই অহংকার বলতে আমরা কী বুঝি। ধরুন, আপনি কোনো একটি কাজে বড় রকমের সাফল্য লাভ করলেন, কিংবা আপনার কাছের কেউ আপনার সহযোগীতায় কোনো কাজে সাফল্য পেলো। এর ফলে আপনাকে সবাই বাহবা দিচ্ছে। এখানে আপনার মধ্যে একটি ভালো লাগা বা নিজেকে অন্য সবার থেকে আলাদা করে দেখার মতো অনুভূতি কাজ করতে পারে। এই অনুভূতির কাজটিই হলো অহংকার।
এখন কথা হলো অহংকারের অনুভূতি থেকে কী হয়? অহংকার করা ভালো, নাকি খারাপ? অহংকার দুই রকমের হতে পারে। একটি ধরণ হলো যেটি আপনার নিজের বা দলগত বড় কোনো সাফল্যের ফলে নিজের মধ্যে সাময়িক ভালো লাগা তৈরি করবে। হতে পারে এটি কোনো পরীক্ষায় আপনার ভালো ফলাফল কিংবা দেশের জন্য দলগতভাবে বড় কোনো কাজ করলেন। এর ফলে আপনার মধ্যে যে অহংকার কাজ করবে তা স্বল্পস্থায়ী। ক্ষণিক পরেই সেই অহংকার চলে যায়। এই অহংকার সাধারণত কেউ মুখে প্রকাশ করে না। আরেকটি ধরন হলো নিজের কাজ গর্ব করে সবাইকে বলে বেড়ানো। আপনার সাফল্যের কথা সবাই জেনে থাকলেও নিজে গিয়ে তাদের সামনে অহংকার করা। অহংকারের দ্বিতীয় উদাহরণের ব্যক্তিকে নিয়েই যত সমস্যা।
তবে অহংকার করাকে অনেকে নিজের সাফল্যের প্রচারণা হিসেবে দেখেন। আপনি কী সাফল্য পেয়েছেন তা যদি প্রচার না-ই করেন, তাহলে এত কষ্ট করে সাফল্য অর্জন করছেন কীসের জন্য? মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেনিয়েল স্নাইসারের মতে, “আপনি যদি আপনার সাফল্য নিয়ে অহংকার না করতেন, তাহলে আপনার সাফল্য আমি দেখতে পেতাম না।” অপরদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেডা কসমেডিসের মতে, অহংকার হলো সমাজ গড়ার একটি উপাদান। মানুষের মাঝে অহংকার কাজ না করলে এই আধুনিক সমাজব্যবস্থা আমরা পেতাম না। একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতাই এখানে মূখ্য ভূমিকা হিসেবে কাজ করেছে।

তাহলে আসলে হবেনটা কী?
সবচেয়ে ভালো পরামর্শ হলো মধ্যমপন্থা অবলম্বন করা। আপনি বিনয়ী হতে পারেন, কিন্তু বিনয়ী হতে গিয়ে নিজের সম্মান বিক্রি করে আসবেন না। নিজের আত্মসম্মান ধরে রাখুন, নিজের যা প্রাপ্য সেটি ঠিকমতো বুঝে নিন। আর অহংকারের বেলায় নিজেকে সামলিয়ে চলুন। আপনার সাফল্য সবার সামনে তুলে ধরুন। তবে সেটা যাতে বাড়াবাড়ি পর্যায়ের না হয় সেদিকে লক্ষ্য রাখুন। নিজেকে সবার সামনে ভালো উপস্থাপন করার জন্য আপনাকে অবশ্যই অন্যকে সম্মান দিতে শিখতে হবে। আপনি নিজে যদি অন্যের থেকে সম্মান পেতে চান, তাহলে অন্যকে সম্মান করাও আপনার দায়িত্বের মধ্যে পরে। তাই অহংকার এবং বিনয়ের সংঘর্ষে না জড়িয়ে নিজেকে সঠিকভাবে সবার সামনে উপস্থাপন করুন এবং অন্যের মতামতকে সম্মান করুন।

23
Textile Engineering / Criticism: Part-II
« on: February 19, 2019, 08:44:33 PM »
কিভাবে যৌক্তিক সমালোচনা করবেন?
Criticism must be respectful. সর্বদা বিরক্তিকর ধারণাগুলোরই সমালোচনা করুন । ধারণা বা মতামতের সমালোচনা করুণ, ব্যক্তির নয় । It's okay to say, "Your idea is boring." rather than saying, "You are boring." কোন লেখা বা মতামতের সমালোচনা করার পরে আপনাকে চুপ থাকতে হবে এবং লেখক/সত্বাধীকারীর বা সমগোত্রীয় অন্য কাউকে তার ধারণার স্বপক্ষে বলার সুযোগ দিতে হবে ।
কখনোই ব্যক্তিগত সম্পর্কের ভিত্তি টানবেন না । মূল বিষয় দূরে রেখে বা এর সাথে কোন মিল না রেখে কোন মন্তব্য করবেন না । সময় নিন । মন্তব্য বা সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করুন আপনিই প্রকৃত ব্যক্তি কি না । সময় ও স্থানের ব্যাপারটা ভুলে যাবেন না । আবেগ দূরে রাখুন । Be rational. পৃথিবী জয় করা যায় হাসি দিয়ে । তাই মুখে হাসি রাখবেন ।
ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে সবচেয়ে ভালো পন্থা হলো প্রশংসা দিয়ে সমালোচনা শুরু করা । সবাই প্রশংসিত হতে পছন্দ করে । এরপর সমালোচনা হওয়া উচিত যতোটা সম্ভব রক্ষণাত্মক এবং সর্বশেষ হচ্ছে উৎসাহ প্রদান করা । অনেককেই বলতে শুনবেন যে সমালোচনা সৃজনশীলতার জন্য ক্ষতিকর । কিন্তু আমি বলবো তারা ভুল । আসলে সমালোচনা হলো সৃজনশীলতার খোরাক ।

কিভাবে গ্রহণ করবেন সমালোচনা? সেটা হোক ভালো কিংবা খারাপ !
তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করবেন না । মনে করুন, প্রতিক্রিয়া গ্রহণের সুবিধা কি । এখন আপনার কাছে কিছু সময় আছে যে যৌক্তিক ও গঠনমূলক সমালোচনার কি সুবিধা তা ভাবার । বোঝার জন্য হলেও শুনুন । এরপর যিনি আপনার কাজের সমালোচনা করলেন তাকে তার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানান ।

পরিশেষে বলা যায়, সবকিছুরই কোন না কোনভাবে সমালোচনা থাকবেই । সমালোচনার ক্ষেত্রে অবস্যই গঠনমূলক ও বন্ধুভাবাপন্ন মনোভাব নিয়ে করা উচিত ।

24
Textile Engineering / Criticism: Part-I
« on: February 19, 2019, 08:08:24 PM »
ইংরেজিতে একটা কথা প্রচলিত আছে, "If it ain't broke, don't fix it". কিন্তু তাই বলে কি এটাকে ঘষামাজা করে আরো সুন্দর করা যায় না? অবশ্যই যায় । কোন কিছু সম্পর্কে বলতে গেলে আমরা প্রথমেই চিন্তা করি এর ভালো দিক কি? বা কোন কাজে লাগবে? যদি এর কমতি দেখা যায় তাহলে আমরা দূরে থাকি । কিন্তু এমনটা কি ঠিক? অবশ্যই না । এর জন্য আপনাকে মহাপণ্ডিত বা বিজ্ঞজন হবার দরকার নেই । আমরা সবাই কোন না কোন বিষয় সম্পর্কে ভালভাবে জানি । মোটামুটি সে বিসয় সম্পর্কে কমবেশি ভালো জ্ঞানও রাখি । কিন্তু সেই বিষয়ে কেউ ভুলত্রুটি ধরিয়ে দিলে তা থেকে দূরে সরে যাই বা পালিয়ে যেতে চাই ।
আমাদের উচিত নিজের চেনা জগতের ভুলগুলো বা তথ্যগত ত্রুটিগুলো শুধরে নিতে সাহায্য করা । ভুল ব্যাখ্যা থাকলে তা শুধরে নেয়া । নইলে একদিন আপনার নিরবতা হাজারটা ভুলকে শক্ত খুঁটি বানিয়ে দিবে আপনারই সমাজে, আপনি না হয় পার পেয়ে গেলেন, কিন্তু এর দায় এড়াবেন কি করে? পরবর্তী প্রজন্ম কি এই ভুলের স্তূপের মধ্য থেকে বের হবার রাস্তা পাবে?
তো বিষয় হলো, এই যে কেউ একজন আপনার ভুল ধরিয়ে দিলো, বা আপনার জানা জিনিসটাকে অস্বীকার করলো বা এর প্রতিবাদ জানালো, যাকে এক কথায় আমরা সমালোচণা বলি, এই সমালোচনা বা Criticism ব্যাপারটা আমরা সহজে হজম করে পারি না বা positively  নিতে পারি না । অথচ জীবনে চলার পথে এই সমালোচনাকেই সঙ্গী করে এগিয়ে যেতে হবে । প্রতিটি পদক্ষেপেই আমাদেরকে সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়, তা সে হোক কর্মক্ষেত্র, বন্ধুসমাজ কিংবা পরিবার ।
তাই কারা আপনার সমালোচক? কিধরনের লোক কেমন সমালোচনা করবেন? আপনিই বা কিভাবে যৌক্তিক সমালোচনা করবেন? কিভাবে সমালোচনা গ্রহন করবেন? এসব বিষয় নিয়ে আপনার একটা দর্শন থাকা দরকার ।

25
Textile Engineering / Re: Helpless and humble people.
« on: February 19, 2019, 06:59:07 PM »
বিণয়ী হওয়াকে আমাদের সমাজে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয় । যেন কার কতোটুকু জ্ঞান বা কে কতোটা জ্ঞানী, তা বোঝার একমাত্র মাপকাঠি হল কে কতোটা aggressive. বিনয়ী লোককে সাধারণত ধরেই নেয়া হয় যে সে কোন দুর্বলতা ঢাকার চেষ্টা করছে । অথবা তার কোন মতলব আছে । তবে আমার মতে বিনয়ী হওয়াটা অনেকাংশে জন্মগত/বংশগত/জ্বীনগত অথবা বলা যায় পারিবারিক শিক্ষার ফল । অবশ্য চাহিদা, প্রয়োজন বা অবস্থা ও অবস্থানের প্রেক্ষিতেও অনেককে বিনয়ী হতে দেখা যায় ।

26
Textile Engineering / Re: Wastage of precious minds.
« on: February 19, 2019, 06:51:28 PM »
Good one, Sir. Thanks for sharing.

27
Beautifully different thinking, Sir.

28
Textile Engineering / Re: Memory can reward or can punish.
« on: February 19, 2019, 06:49:13 PM »
অসাধারন স্যার  :)

29
Textile Engineering / Re: Expression of our thoughts.
« on: February 19, 2019, 06:48:30 PM »
Excellent write - up of the expression, Sir

30
Thanks for sharing  :)

Pages: 1 [2] 3 4 ... 10