Daffodil International University

Famous => Speech => Presidential Speeches => Topic started by: Sultan Mahmud Sujon on December 02, 2019, 10:28:52 AM

Title: তরুণদের প্রতি আহ্বান - বান কি মুন
Post by: Sultan Mahmud Sujon on December 02, 2019, 10:28:52 AM
প্রিয় শিক্ষার্থীরা,

আমাদের প্রতিবন্ধকতাগুলোর ব্যাপ্তি এতই বিশাল যে এর সমাধানের দায়িত্ব কয়েকজন নেতার হাতে ছেড়ে দিলে হবে না। একটি সমতাপূর্ণ পৃথিবী গড়তে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বর্তমানের তরুণ প্রজন্মের ওপর আমার অগাধ আস্থা। তোমাদের ভূমিকা এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। যতটা অধিকারের ধারক হিসেবে, ততটাই ভবিষ্যৎ নেতা হিসেবে। দিনবদলের প্রতিনিধি এবং আগামী দিনের প্রগতিশীল বিশ্বনাগরিক হিসেবে সাহসের সঙ্গে নিজের ভবিষ্যৎ এবং এই বিশ্বের ভবিষ্যতের জন্য আওয়াজ তুলতে আমি তোমাদের আহ্বান জানাই।

বৈশ্বিক বিষয়ে সক্রিয় থাকার জন্য তোমরা নিজেদের লক্ষ্য, ভবিষ্যৎ কাজ ও বর্তমান পড়াশোনাকে আরও জোরদার করো। নিজের চারপাশ, নিজের শহর ও দেশের বাইরে গিয়ে দৃষ্টিসীমাকে প্রসারিত করো। ভাবো নিজেকে ছাড়িয়ে।

জাতিসংঘের বৈশ্বিক লক্ষ্যমাত্রা যেন স্থানীয়দের কাছে পৌঁছায়, এটা নিশ্চিত করা খুব জরুরি। আমাদের পৃথিবী একটাই, আর একে টিকিয়ে রাখার প্রচেষ্টাই আমাদের সামগ্রিক ভবিষ্যৎকে নিরাপদ করবে।

তোমাদের হাতেই টেকসই, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পৃথিবী গড়ার চাবিকাঠি। তোমাদের কণ্ঠের কতটা শক্তি, তা তোমরা জানো না।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতকেরা; তোমরা আমাদের সবার জন্য একটি সুন্দর ভবিষ্যতের দ্বার খুলে দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

অভিনন্দন! তোমাদের সময়ের জন্য ধন্যবাদ।


Source: https://www.prothomalo.com/we-are/article/1627139/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8B-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8