Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Mst. Eshita Khatun

Pages: 1 2 3 [4]
46
বিদ্যুতের জন্য সৌর প্যানেল এখন যদিও বেশ উন্নত, তবু এসব দিয়ে সুচারুভাবে পুরো কাজ সম্পন্ন করা যায় না। নতুন এক গবেষণা বলছে, ভিন্ন ধরনের সৌর প্যানেল ব্যবহার করে কম খরচে মহাকাশ যাত্রায় পাওয়া যাবে অনেক শক্তি।

বিজ্ঞানীরা বলছেন, এখনো অনেক কিছু করার আছে। এত দিন সেসব সৌর প্যানেল চলে আসছে, তার ভেতর মানসম্মত সোলার প্যানেলে সিলিকনের তৈরি সৌর কোষ ব্যবহার করা হয়। এই প্যানেল মাত্র ১৭-১৯ শতাংশ সৌর শক্তিকে বিদ্যুৎ–শক্তিতে রূপান্তর করতে পারে।

এক গবেষণায় বলা হচ্ছে, সোলার প্যানেলের কর্মক্ষমতা ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। কিন্তু এর ফলে আবার মাত্র এক ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ পড়বে ৩০০ ডলার! যেখানে সিলিকন কোষে এক ওয়াটের জন্য খরচ পড়ত মাত্র ১ ডলার। এ ধরনের সৌর প্যানেল মহাকাশ অভিযানে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে।

Eprothom Aloএই গবেষণাকেও আরও এক ধাপ সামনে নিয়ে গেল নতুন আরেক গবেষণা।

সম্প্রতি কর্মদক্ষতা ও ব্যয়ের সঙ্গে সমন্বয় করে একটি নতুন ধরনের সৌর প্যানেল পরীক্ষা করে দেখা হয়েছে। সুইস ইনস্টিটিউট অব টেকনোলজির এই নতুন গবেষণায় গবেষকেরা নতুন এক বুদ্ধি বের করেছেন। তাঁরা সম্প্রতি এমন একটি ব্যবস্থা পরীক্ষা করেছেন, সেটাতে খরচ পড়বে সিলিকন প্যানেলের মতো, কিন্তু কর্মদক্ষতা হবে ২৯ শতাংশ! আবার তা বাসার ছাদ থেকে শুরু করে ব্যবহার করা যাবে মহাকাশেও।

গ্যালিয়াম আর্সেনাইড ও গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইডের সমন্বয়ে গঠিত এই সেলগুলো ব্যাপক পরিসরে সৌরশক্তি শোষণ করতে পারে। আগে মহাকাশে যে ধরনের সেল ব্যবহার করা হতো, সেগুলোর গঠন জটিল ও ব্যয়সাপেক্ষ। সে তুলনায় এই সেল হবে সহজে ব্যবহারযোগ্য ও তুলনামূলকভাবে কম ব্যয়সাপেক্ষ। আকার কমে হয়ে যাবে অর্ধেক। এই প্যানেলের ওপর দিকে থাকবে একটি প্রতিরক্ষামূলক কাচের আবরণ। প্রতিটি সেলে বিকল্প লেন্সও থাকবে। এই সেলগুলোর ওপরেই সূর্যের আলো পড়বে। সর্বোচ্চ এক্সপোজারের জন্য প্যানেলের ওপর কয়েক মিলিমিটার দৈর্ঘ্যের যন্ত্র থাকবে। সূর্যের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটিও দিক পরিবর্তন করবে। সর্বোচ্চসংখ্যক সূর্যরশ্মি থেকে শক্তি শোষণ করবে এই সৌর প্যানেল।

তবে এ ধরনের সেলের ক্ষেত্রে খরচটা এখনো সিলিকনের সেলের চেয়ে বেশি। ইনসোলাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন কুলটের মতে, প্যানেলের খরচটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো এই প্যানেল যে বিদ্যুৎ উৎপাদন করছে, তার দাম। তিনি বলেন, যখন বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই সোলার প্যানেল ব্যবহার করা হবে, তখন খরচটা আরও কমে আসবে। সিলিকন সেলের ক্ষেত্রে প্রতি ওয়াটে এক ডলার খরচ হচ্ছে। আর নতুন এই সেলের ক্ষেত্রে প্রতি ওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য খরচটা আরও কমিয়ে মাত্র ৩০ থেকে ৪০ সেন্টে আনা সম্ভব বলেও যোগ করেন তিনি।
Source: Prothom Alo

47
এত দিন মনে করা হতো, জন্মের সময় মস্তিষ্কে যে পরিমাণ কোষ থাকে, সারা জীবন তাই–ই রয়ে যায়। তবে নতুন একটি গবেষণা বলছে, মানুষের মস্তিষ্কে প্রায় সারা জীবনই নতুন কোষ তৈরি হয়। একজন সুস্থ মানুষের কমপক্ষে ৯৭ বছর পর্যন্ত এই প্রক্রিয়া চলে বলে জানিয়েছেন গবেষকেরা। স্পেনের মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা নিবন্ধ যুক্তরাজ্যের বিজ্ঞান সাময়িকী নেচার মেডিসিন–এ গত সোমবার প্রকাশিত হয়েছে।

মানুষের মস্তিষ্কের কোষ নিউরন নিজেদের মধ্যে বৈদ্যুতিক সংকেত পাঠায়। এই প্রক্রিয়া শুরু হয় জন্মের সময় থেকেই। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে, জীবনের শেষ দিকে তাদের মস্তিষ্কে নতুন কোষের সৃষ্টি হয়েছে। কিন্তু মানুষের ক্ষেত্রে নিউরোজেনেসিস (নতুন নিউরনের উদ্ভবপ্রক্রিয়া) অব্যাহত থাকে কি না, তা নিয়ে বিতর্ক ছিল। নতুন গবেষণায় ৫৮ জন মৃত মানুষের মস্তিষ্ক নিয়ে কাজ করেন গবেষকেরা। যাঁদের বয়স ছিল ৪৩ থেকে ৯৭ বছরের মধ্যে। মূল মনোযোগ দেওয়া হয় মস্তিষ্কের ‘হিপ্পোকাম্পোস’ অংশে, যা স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মূলত এই অংশেই আলঝেইমার রোগ আক্রমণ করে।

Eprothom Aloজন্মের পর থেকে নিউরন মস্তিষ্কে পরিপূর্ণ রূপে থাকে না। বয়স বৃদ্ধি ও পরিপক্ব হওয়ার প্রক্রিয়ার সঙ্গে তা পূর্ণতা পায়। গবেষকেরা মস্তিষ্কে এই অপরিণত বা ‘নতুন’ নিউরনকে শনাক্ত করতে পেরেছেন। গবেষক ড. মারিয়া লরেন্স-মার্টিন বলেন, ‘আমার বিশ্বাস, মানুষ যতক্ষণ নতুন কিছু শিখছে, ততক্ষণ নতুনভাবে নিউরনের বৃদ্ধি ঘটছে এবং এটি আমাদের জীবনের প্রতি মুহূর্তেই ঘটে চলেছে।’

কিন্তু আলঝেইমার রোগীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। আলঝেইমারের প্রাথমিক পর্যায়ে নতুন নিউরন বৃদ্ধির সংখ্যা প্রতি মিলিমিটারে ৩০ হাজার থেকে কমে দাঁড়ায় ২০ হাজারে। ড. লরেন্সের মতে, রোগটির একদম শুরুতে এই হ্রাসের পরিমাণ থাকে ৩০ শতাংশ। তিনি বলেন, নতুন কোষ তৈরি কমার কারণ কাজে লাগানো যাবে আলঝেইমার এবং বার্ধক্যজনিত রোগের চিকিৎসায়।

আলঝেইমার রিসার্চ ইউকে গবেষণার প্রধান ড. রোসা সানচো বলেন, ‘যদি কখনো আমরা জীবনের শুরুর দিকে নিউরন হারাতে শুরু করি, সে ক্ষেত্রে এই গবেষণা দেখাচ্ছে যে পরবর্তী সময়ে নতুন কোষের সৃষ্টি হতে থাকবে, এমনকি ৯০ বছর পর্যন্ত।’
Source: Prothom Alo

48

যন্ত্রে ভাষা শেখার কারণে অনেক কাজই এখন সহজ
যন্ত্রে ভাষা শেখার কারণে অনেক কাজই এখন সহজ
আমরা এখন বাস করছি এক স্মার্ট সময়ে। আমাদের হাতের স্মার্টফোনটি এখন আমাদের কথা বুঝতে পারে। আমরা বাংলা বা ইংরেজি যে ভাষাতেই কথা বলি না কেন, সেটি তা অনুবাদ করে দিতে পারে। অনেকেরই হয়তো আগ্রহ থাকতে পারে যে ছোট্ট এ স্মার্টফোনটি কীভাবে এত কিছু করতে পারে! এর কারিগরি দিকটি বুঝতে হলে কম্পিউটারবিজ্ঞানের গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা থাকতে হবে। মানুষের বুদ্ধিমত্তার কাছাকাছি বিভিন্ন কাজগুলো একটি যন্ত্র বা রোবট যেন করতে পারে, তা নিয়ে যে গবেষণা করা হয় তাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। নাম থেকেই বোঝা যায় আসলে যন্ত্রটির সত্যিকারের বুদ্ধিমত্তা বলতে কিছুই নেই, সেটি আদতে একটি নিরেট যন্ত্র বৈ আর কিছু নয়। কিন্তু যন্ত্রটির মানুষের বুদ্ধিমত্তার অনুকরণ করার এক অদ্ভুত শক্তিশালী একটা ক্ষমতা আছে। এই শক্তিশালী ক্ষমতাকেই বলা হয় মেশিন লার্নিং। এই পদ্ধতিতে যন্ত্রও এখন বাংলা শেখে। বাংলায় অনুবাদ করা যায়, কথা বলে নির্দেশনা দেওয়া যায় যন্ত্রকে।

মেশিন লার্নিং কী?

Eprothom Aloকম্পিউটারকে এমন একটি ক্ষমতা দেওয়া হয় যার জন্য সেটি যেকোনো কিছু আগে থেকে ওই বিষয়ক প্রোগ্রাম লেখা ছাড়াই শিখতে পারে—এটিই মেশিন লার্নিং। নিজে থেকে শেখার ক্ষমতার কারণে কম্পিউটার যেকোনো কিছুই করতে পারে খুব সহজে। অন্যভাবে বলা যেতে পারে, যদি কম্পিউটারের খেলার সংখ্যা বাড়ানোর পাশাপাশি তার জেতার হার বেড়ে যায় তাহলে বুঝতে হবে সেই কম্পিউটারটি আসলেই শিখছে। মানে সে খেলতে খেলতে শিখছে, আর নিজে থেকে এই শেখার ক্ষমতাকেই বলে মেশিন লার্নিং।

বোঝার ক্ষমতা

মানুষের যেমন পাঁচটি ইন্দ্রিয় রয়েছে, তারই অনুকরণে তৈরি করা হয়েছে কম্পিউটার প্রকৌশলের বিভিন্ন গবেষণার ক্ষেত্র। চোখ দিয়ে দেখার যে ক্ষমতা, তার নাম দেওয়া হয়েছে ‘কম্পিউটার ভিশন’। কান দিয়ে কথা শোনার যে ক্ষমতা, তার নাম দেওয়া হয়েছে “স্পিচ টু টেক্সট”। নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার যে ক্ষমতা, তার নাম দেওয়া হয়েছে “ইলেকট্রনিক নাক”, যা বড় পরিসরে “প্যাটার্ন রিকগনিশন” নামক গবেষণার ক্ষেত্রের সঙ্গে জড়িত। স্পর্শ করার ক্ষমতা এখন সব স্মার্টফোনেই রয়েছে, যা “টাচ সেন্সর” নামে পরিচিত। খাবারের স্বাদ গ্রহণের যে ক্ষমতা, তা সম্ভবত সবচেয়ে জটিল এবং যন্ত্রের জন্য অপ্রয়োজনীয় বলেই হয়তো এ নিয়ে খুব একটা গবেষণার কাজ দেখা যায় না। ওপরের এই গবেষণার দিকগুলো চিন্তা করলে বলা যেতে পারে যে আমাদের স্মার্টফোনগুলো এখন স্পর্শ, দেখা এবং শোনা; এই তিনটি ইন্দ্রিয়ের কাজ বেশ ভালোভাবেই করতে পারে।

পঞ্চ ইন্দ্রিয়ের বাইরেও মানুষের আরও বিভিন্ন ক্ষমতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আরও বিভিন্ন ক্ষেত্র। যেমন মুখ দিয়ে কথা বলার জন্য যে ক্ষমতা, তার নাম দেওয়া হয়েছে ‘টেক্সট টু স্পিচ’। ভাষা অনুবাদ করার যে ক্ষমতা, তাকে বলা হয় ‘মেশিন ট্রান্সলেশন’।

গবেষণা চলছে নিরন্তর

এসব গবেষণার ক্ষেত্রেই মেশিন লার্নিং ব্যবহার করে গবেষকেরা এখন কাজ করছেন। মেশিন লার্নিংকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন সুপারভাইজড লার্নিং, আন-সুপারভাইজড লার্নিং, সেমি-সুপারভাইজড লার্নিং, এবং রি-ইনফোর্সমেন্ট লার্নিং।

সুপারভাইজড লার্নিংয়ের জন্য প্রয়োজন হয় মানুষের তৈরি করা প্রশিক্ষণ উপাত্ত (ডেটা)। একটি প্রোগ্রামকে এই উপাত্তের ভিত্তিতে প্রশিক্ষিত করা হয়, যার ওপর ভিত্তি করে প্রোগ্রামটি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সমগ্র প্রক্রিয়াটিকেই সুপারভাইজড লার্নিং বলা হয়। যেমন আমাদের মেইলের ইনবক্সে আসা মেইলটি স্প্যাম কি না এই সিদ্ধান্ত আগের কিছু তথ্যের ওপর নির্ভর করে দেওয়া হয়।

প্রোগ্রামে কিছু তথ্য দেওয়া হয় এবং প্রোগ্রাম সেটার ওপর নির্ভর করেই সব ধরনের সিদ্ধান্ত দেয় কিন্তু এ ক্ষেত্রে ফলাফল বা আউটপুট কী সেটা কোথাও বলা থাকে না। প্রোগ্রাম নিজ থেকেই সেটা বুঝে বের করে নেয়। আর একেই আন-সুপারভাইজড লার্নিং বলা হয়। যেমন একটি শ্রেণিকক্ষে কয়েকজন ছাত্রছাত্রী বসে রয়েছে। এই প্রোগ্রাম ছাত্র ও ছাত্রীদের ভিন্ন ভাগে ভাগ করবে, এটা হচ্ছে আন-সুপারভাইজড লার্নিং।

সুপারভাইজড এবং আন-সুপারভাইজড লার্নিংয়ের কম্বিনেশনকে সেমি-সুপারভাইজড লার্নিং বলে।

করপোরেট দুনিয়ায় এখন মেশিন লার্নিংয়ের পাশাপাশি রোবটিক প্রসেস অটোমেশন (আরপিএ) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতির ফলে বিভিন্ন যন্ত্র মানুষের বারবার করা কাজগুলো শিখে সেগুলো নিজেরাই করে নিচ্ছে। বাংলাদেশে এখনো এর ব্যবহার নেই। যদি এই পদ্ধতি বাংলাদেশে ব্যবহার করা যেত, তাহলে বাংলাদেশের জনবলকে আরও দক্ষ করা যেত।

নিত্য আবিষ্কারে প্রশিক্ষিত যন্ত্র

সাম্প্রতিক নিত্যনতুন আবিষ্কার এই মেশিন লার্নিংকেই করে তুলেছে তুমুল জনপ্রিয় এক গবেষণার ক্ষেত্র। মেশিন লার্নিং ব্যবহার করেই আপনি বাংলায় কথা বলে গুগলের জিবোর্ড বা অক্ষর বাংলা কি–বোর্ড লিখতে পারে। এই প্রযুক্তি দিয়েই গুগলে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ হয়, আবার গুগল সেটা পড়েও শোনাতে পারে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য যা বেশ কাজের। যত বেশি ব্যবহার হবে এসব তত বেশি উন্নত হবে।

যে কেউ চাইলেই মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারেন। এর জন্য পাইথন প্রোগ্রামিংয়ের ভালো ধারণা থাকতে হবে। যেহেতু মেশিন লার্নিংয়ের সব গণিতভিত্তিক, তাই উচ্চস্তরের জ্ঞান থাকতে হবে বীজগণিত, পরিসংখ্যান ও ক্যালকুলাসে। মেশিন লার্নিং ব্যবহার করে প্রযুক্তিতে বাংলা ভাষা সহজলভ্য করার জন্য কাজও হচ্ছে দেশে।

লেখক: প্রধান প্রযুক্তি কর্মকর্তা, কাজী আইটি সেন্টার লিমিটেড।
ই-মেইল: kmanwar@gmail.com

49
ন্টারনেটের কনটেন্ট নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থা ও সরকারগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকার মতামত পাতায় প্রকাশিত এক খোলা চিঠিতে এই আহ্বান জানান জাকারবার্গ। আজ রোববার বিবিসি অনলাইনের খবরে এই তথ্য জানানো হয়।

Eprothom Aloজাকারবার্গ বলেন, ক্ষতিকর কনটেন্ট পর্যবেক্ষণের দায়িত্ব এককভাবে কোনো প্রতিষ্ঠানের পক্ষে নেওয়া বেশ কঠিন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর জাকারবার্গের খোলা চিঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কনটেন্ট নিয়ে উদ্বেগের কথা উঠে এল। ওই হামলায় ৫০ জন মুসলিম নিহত হন। মসজিদে হামলার সময় ঘটনাটি ফেসবুকে লাইভস্ট্রিম করেন বন্দুকধারী ব্রেনটন টারান্ট। ১৫ মার্চ ঘটনার পর ফেসবুকে ওই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। লাইভস্ট্রিম ও ভিডিওটি ছড়ানো বন্ধ করতে ব্যর্থতার জন্য কড়া সমালোচনার মুখে পড়ে ফেসবুক। তবে জাকারবার্গ তাঁর খোলা চিঠিতে ক্রাইস্টচার্চে হামলার বিষয়টি উল্লেখ করেননি।

জাকারবার্গ তাঁর খোলা চিঠিতে চারটি ক্ষেত্রে নতুন আইন তৈরির আহ্বান জানান। সেগুলো হচ্ছে ক্ষতিকর কনটেন্ট, নির্বাচনী শুদ্ধতা, ব্যক্তিগত গোপনীয়তা ও ডেটা সুবহনীয়তা।

লেখায় জাকারবার্গ বলেছেন, ‘আইনপ্রণেতারা প্রায়ই আমাকে বলেন, কথা বলার ক্ষেত্রে আমাদের অনেক ক্ষমতা। সত্যি বলতে, আমি তা স্বীকার করি। ফেসবুক একটি স্বাধীন কাঠামো গঠন করছে, যাতে লোকজন কী পোস্ট হয়েছে বা কোন পোস্ট নামিয়ে নেওয়া হয়েছে, তা নিয়ে ফেসবুকের সিদ্ধান্তের ব্যাপারে আপিল করতে পারে।’

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য জাকারবার্গ নতুন কিছু আইন দেখতে চান বলে তিনি তাঁর লেখায় উল্লেখ করেন। তিনি বলেন, নতুন আইনগুলো সব ওয়েবসাইটের জন্যই প্রযোজ্য হতে হবে, যাতে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্ষতিকর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়া বন্ধের কাজটি সহজ হয়।

নিয়ন্ত্রক সংস্থা ও সরকারগুলোর প্রতি জাকারবার্গের আহ্বানে যা উঠে এসেছে, তা হলো বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠানকে প্রতি তিন মাস পর স্বচ্ছতার প্রতিবেদন প্রকাশ করতে হবে। নির্বাচনী শুদ্ধতা রক্ষায় বিশ্বব্যাপী কঠোর আইন। রাজনীতিক ব্যক্তিত্বদের শনাক্তে সব ওয়েবসাইটের জন্য একই মানদণ্ড প্রণয়ন। আইন শুধু প্রার্থী ও নির্বাচনের জন্যই নয়, বিভেদ সৃষ্টিকারী রাজনৈতিক ইস্যুতেও প্রয়োগ হতে হবে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার সময়ের বাইরেও আইনের প্রয়োগ হতে হবে। অনলাইনে ভোটারদের টার্গেট করে রাজনৈতিক প্রচারাভিযানের জন্য যেভাবে ডেটা ব্যবহার হয়, তা নিয়ন্ত্রণে নতুন পন্থা বের করতে হবে। গোপনীয়তা রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের মতো সাধারণ ডেটা সুরক্ষা নীতি (জিডিপিআর) আরও বেশিসংখ্যক দেশ গ্রহণ করতে পারে। একটি সেবা থেকে অন্য সেবায় যখন কোনো ব্যক্তি চলে যায়, তখন ওই ব্যক্তির ডেটা সুরক্ষিত রাখার দায়িত্ব কার হবে, সে ব্যাপারে আইনে স্পষ্ট করতে হবে।

জাকারবার্গের খোলা চিঠিটি ইউরোপীয় কয়েকটি সংবাদপত্রেও প্রকাশিত হবে।

নির্বাচনী প্রচারাভিযানের সময় লোকজনের ব্যক্তিগত ডেটা অপব্যবহারের বিষয়টি নিয়ে ফেসবুক সমালোচিত হয়ে আসছে। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির ঘটনাটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। এ ঘটনায় ফেসবুক প্রশ্নের মুখে পড়ে।

জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি, এই ইস্যুগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে ফেসবুকের দায়িত্ব রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি বিশ্বের আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করতে চাই।’
source: prothom Alo

50
ICT / The Role of Artificial Intelligence in Healthcare and Society
« on: March 31, 2019, 06:23:40 PM »
Artificial intelligence (AI) has transformed the way we do business and our everyday lives. Virtual assistants, computer-aided diagnosis and clinical decision support are just a few examples of how artificial intelligence in healthcare has transformed the sector.

Yet, there is a dark side of AI. The malicious use of artificial intelligence in healthcare can create significant problems for the sector and beyond. AI may be developed with a malicious purpose in mind, or AI may be exploited by adversaries with a malicious purpose – in other words, currently available technology may be intentionally misused.

Checks and Balances in Innovation
While many view AI as a panacea, it is not without faults. Through the use of AI, a machine may make mistakes that a human may never make. For reasons such as these, it is important to keep in mind the concept of “man and machine” instead of “man versus machine.” The healthcare sector needs to be involved in a dialogue to take an active role in leveraging innovative technologies such as AI, but with a system of checks and balances.

AI systems of today often contain a number of exploitable vulnerabilities. For example, data poisoning attacks may occur by introducing training data that causes a learning system to make mistakes or an adversary might introduce inputs that are designed to be misclassified by learning systems. Furthermore, the core of an AI system is its data processing and decision-making engine. The security and integrity of the data processing and decision-making engine, including inputs, rules and otherwise, are quite important. If any aspect is tampered with and if there is no human “check,” then it is quite possible that significant harm may occur. In the case of healthcare, this may result in potential harm, injury, or even death to a patient.




New Threat Possibilities
AI systems have novel vulnerabilities that may be exploited to create new types of attacks. In the cyber realm, phishing – which is most identified as the initial point of compromise in cyberattacks according to the results of the 2019 HIMSS Cybersecurity Survey – may be automated through the use of artificial intelligence in healthcare. Spear-phishing, in fact, tends to be an effective form of phishing since it is often tailored to the recipient using intelligence gathered about the recipient. Indeed, fully automated spear-phishing attacks can be potentially disruptive for many organizations.

 


 
AI systems may also be used to conduct attacks on cyber-physical systems. As an example, medical cyber-physical systems are life-critical, networked systems of medical devices that are involved in treating patients. A compromise of a critical component within such a medical cyber-physical system can pose a significant risk to patient safety.

In another example, 3D printing is used extensively in healthcare, whether in terms of creating customized prosthetics, implants, tissue and organ fabrication, or otherwise. However, an AI-enabled attack may pose a significant threat to 3D printing (and its applications). For example, a critical component of a 3D printed product may be intentionally malformed or defective, potentially leading to patient harm. Or, the 3D printing system may be “controlled” by an adversary to build a malicious autonomous system.

Technology is an everyday part of our lives. AI is a tool, but one which can be used for good and bad purposes. We must be vigilant in securing and protecting the technologies we design, build and deploy, especially in the healthcare sector. People depend upon us every day and we ought not to let them down.

51
Internet of Things / How Blockchains Help IoT
« on: March 27, 2019, 04:53:53 PM »
First, it stops everything having to take place in a central server. If thousands of IoT devices are all talking to a central hub that’s trying to log everything, it can quickly fill up space. By doling out the logs to the blockchain, it helps free up resources on the main server.

Second, it helps prevent malicious actors from “poisoning the well.” If thousands of IoT devices all got commands from a central hub, all a hacker would need to do is hack the hub and implant malware to cause mass havoc. By spreading it out in a blockchain, a hacker has no ‘central attack point’ to focus on.

Blockchain-IoT-Hacker
Speaking of hackers, the blockchain also keeps personal details away from prying eyes. If all the logs were stored on a central server, all it would take is one database leak on an unencrypted file, and everyone’s personal details would be available for everyone to see. By breaking up the logs into encrypted blockchains, hackers can’t get at sensitive data so easily.


 
It also means we can trust the logs that we receive via the blockchain. If all the logs were under the control of one organization, they would have the power to alter them to their will without the public knowing. The non-centralized transparent nature of the blockchain keeps the logs free from tampering and can be trusted much more than centralized logs.

52
নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে ভাবছেন? একটি নতুন পণ্য বা সেবা বাজারে আনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাজার গবেষণা।

বাজার গবেষণা কী?

সহজ করে বললে, আপনি যাদের সম্ভাব্য গ্রাহক মনে করছেন, তারা একটি পণ্য কিংবা সেবা গ্রহণ করার ক্ষেত্রে কোন কোন বিষয়কে প্রাধান্য দেয়, সে ব্যাপারে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করাই হলো বাজার গবেষণা। ধরুন, আপনি একটি কাপড়ের দোকান দেওয়ার কথা ভাবছেন। আদৌ তার চাহিদা আছে কি না, কোন ধরনের কাপড়ের চাহিদা বেশি, প্রতিযোগী কারা, সমস্যা ও সম্ভাবনার জায়গাগুলো কী—এসব বিষয়ে নিশ্চয়ই আপনি তথ্য সংগ্রহ করবেন। এই তথ্য সংগ্রহ করাই হলো বাজার গবেষণা।

বাজার গবেষণা কেন করতে হয়?

প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে মানুষের অনেক চাহিদাই অপ্রকাশিত। বিশ্বে গাড়ির সবচেয়ে বড় কোম্পানির (উবার) নিজস্ব কোনো গাড়ি থাকবে না, সেটা কি কেউ কখনো কল্পনা করেছিল? কল্পনাশক্তি দিয়ে যা ভাবা কঠিন, কিন্তু বাস্তবে সম্ভব হতে পারে, এমন বিষয়গুলোর জন্যই বাজার গবেষণা করতে হয়। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন গবেষণার সর্বোচ্চ ধাপ হিসেবে মানুষের সৃজনশীল কল্পনাশক্তিকে বিশ্বাস করতেন।

আজ যে পণ্য মানুষের চাহিদা পূরণ করছে, কাল সেটা বাজার থেকে পুরোপুরি হারিয়ে যেতে পারে। ব্যবসার সার্বিক মুনাফার কিংবা টিকে থাকার লড়াইয়ের সঙ্গে বাজার বিশ্লেষণ করার সম্পর্ক সবচেয়ে বেশি গভীর। কে ক্রেতা আর কে ভোক্তা কিংবা ইন্ডাস্ট্রির কোন ধাপের সঙ্গে নিজের পণ্যটি যাচ্ছে অথবা বাজারে এই পণ্যের মার্কেট শেয়ার কতটুকু আছে এবং ভবিষ্যৎ অবস্থান কী হতে যাচ্ছে—এই সবকিছুর সঙ্গে পর্যাপ্ত তথ্যের কার্যকরী গবেষণা জরুরি।

আবার হতে পারে, প্রতিযোগীদের পণ্যের চেয়ে আপনার পণ্যটি বিশেষ কী সুবিধা নিয়ে আসছে, সেটির যথার্থ প্রচার না করেই আপনি বাজারে পণ্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। যা কিছু অন্যের থেকে ভিন্ন, সেটি ক্রেতাদের বোঝাতে হবে। অন্যথায় পণ্য তার বাজার তৈরিই করে নিতে পারবে না। পণ্যের জন্য বাজার গবেষণার কয়েকটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে:

১. পণ্য অনুযায়ী বাজার ও প্রতিযোগীকে বোঝা

২. আমার ক্রেতা কারা, সেটি সঠিকভাবে অনুধাবন করা

৩. প্রতিযোগীদের তুলনায় আমার পণ্য কী কী বিশেষ সুবিধা দেবে, তা নির্ধারণ

 ৪. পণ্য বাজারজাতকরণের কৌশল নির্ধারণ

 ৫. সার্বিক বিচার বিশ্লেষণের পর পণ্যের প্রচারণা শুরু করা

স্বনামধন্য মার্কিন প্রকৌশলী ও শিক্ষক ডব্লিউ এডওয়ার্ড ডেমিংয়ের মতে, ‘তথ্য ছাড়া আপনি শুধুই ভিন্নমতের একজন মানুষ মাত্র।’ বাজার গবেষণার প্রথম ধাপেই আপনাকে নিজের পণ্যের বাজার বুঝতে হবে এবং সেই বাজারে কারা আপনার শক্তিশালী প্রতিযোগী, তাঁদের শনাক্ত করতে হবে। প্রতিযোগীদের ব্যবসার কৌশল বুঝে তাঁদের দুর্বল দিক এবং মূল শক্তিকে চিহ্নিত করার চেষ্টা করতে হবে।

যে ইন্ডাস্ট্রিতে আপনার ব্যবসার পণ্য বা সেবাটি অবস্থান করছে, সেই ইন্ডাস্ট্রিকে বিশ্লেষণ করে বাজারে আপনার এবং প্রতিযোগীদের পণ্যের মার্কেট শেয়ার নিরূপণ করতে হবে। এ সবকিছু করার সময় আপনার ‘টার্গেট কাস্টমার’ কারা, সেটি নির্ধারণ করে ফেলুন। প্রতিযোগীদের তুলনায় আপনার পণ্য বা সেবা কী এমন বিশেষত্ব নিয়ে বাজারে হাজির হয়েছে, সেটি স্পষ্ট থাকতে হবে। অবশ্যই বাজারে টিকে থাকতে হলে অন্যের তুলনায় কিছু বিশেষত্ব থাকতেই হবে।

এবার আপনাকে কৌশলী হতে হবে। কীভাবে আপনি আপনার পণ্য বা সেবা বাজারজাতকরণ করবেন, সে ক্ষেত্রে বিশেষ কী আকর্ষণ রাখা যায়, যা ক্রেতাদের আপনার পণ্যের প্রতি আগ্রহী করে তুলবে, সে বিষয়ে একটি পরিকল্পনা গুছিয়ে ফেলতে হবে। সার্বিক বিচার-বিশ্লেষণের পর আপনি আপনার পণ্যের প্রচারণা শুরু করতে পারেন।

লেখক: নির্বাহী পরিচালক; ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টার, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

53
কয়েক মাস ধরে দর-কষাকষি চলার পর মধ্যপ্রাচ্যের রাইড শেয়ারিং সেবা কারিমকে কিনে নিচ্ছে বৈশ্বিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। এ জন্য ৩১০ কোটি মার্কিন ডলার খরচ করছে উবার কর্তৃপক্ষ। প্রতিদ্বন্দ্বী কারিমকে কেনার ফলে মধ্যপ্রাচ্যে উবারের আধিপত্য বাড়বে। ২০২০ সালের মধ্যে ওই চুক্তি সম্পন্ন হবে।

গতকাল সোমবার রাতে উবার কর্তৃপক্ষ জানিয়েছে কারিমকে কিনতে ১৪০ কোটি মার্কিন ডলার নগদ অর্থ আর বাকি ১৭০ কোটি মার্কিন ডলার কনভার্টেবল নোট আকারে পরিশোধ করবে। এর ফলে কারিমের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে উবারের।

কারিমকে অধিগ্রহণ করার ফলে উবারের সহযোগী ব্র্যান্ড হিসেবে পরিচালিত হবে কারিম। শুরুতে কারিমের নাম বদল হবে না। কারিমের সহপ্রতিষ্ঠাতা মুদাসির শেখা, ম্যাগনাস ওলসন ও আবদুল্লাহ ইলিয়াস কারিমের সঙ্গেই থাকছেন। তবে কারিমের পরিচালনা বোর্ডে পরিবর্তন আসবে। তিনটি সিট যাবে উবার প্রতিনিধির দখলে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজারে আসতে যাচ্ছে উবার। পুঁজিবাজারে আসার আগে কারিমকে অধিগ্রহণ করল প্রতিষ্ঠানটি। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে আগামী মাসে পুঁজিবাজারে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ব্যাংকের হিসাব অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে শেয়ারবাজারে নথিভুক্ত হলে প্রতিষ্ঠানটির মূল্যমান হবে ১০০ বিলিয়ন ডলার।

কারিমকে কিনে নেওয়ার চুক্তি প্রসঙ্গে উবারের প্রধান নির্বাহী দারা খোশরেশাহী বলেন, এটা উবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।
source: Eprothom Alo

54
এত দিন বলা হতো, সৌরজগতের গ্রহগুলো সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে ও নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তবে বিজ্ঞানীরা সম্প্রতি জানিয়েছেন, বৃহস্পতি গ্রহ তার আগের অবস্থান থেকে সূর্যের দিকে চার গুণ কাছে সরে এসেছে। মহাকাশ বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিদ্যা–বিষয়ক ইউরোপের খ্যাতনামা গবেষণা সাময়িকী অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস–এ সম্প্রতি এই গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষণাটি করেছেন সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিশ্ববিদ্যালয়টির জ্যোতির্বিদ্যা বিভাগের পিএইডি গবেষক সিমোনা পিরানি এই গবেষণা নিবন্ধের মূল লেখক।

সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। গবেষকেরা বলছেন, উৎপত্তির সময় গ্রহটি এখনকার মতো বড় ছিল না। এটি ছিল পৃথিবীর চেয়ে ছোট বা পৃথিবীর সমান। ক্রমে এটি মহাজাগতিক ধূলিকণা সঞ্চয় করে আকারে বড় হয়। সূর্যের মধ্যে ঘূর্ণমান গ্যাসমণ্ডলের মহাকর্ষ বলের কারণে গ্রহটি তার কক্ষপথের দূরত্ব এবং কক্ষপথের ব্যাসার্ধ কমিয়েছে। গবেষকদের দাবি, উৎপত্তিস্থলের চেয়ে সূর্যের চার গুণ কাছে সরে এসেছে বৃহস্পতি।

সৌরজগতের উৎপত্তি হয়েছে প্রায় ৪৫০ কোটি বছর আগে। বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন, উৎপত্তির ২০ থেকে ৩০ লাখ বছর পর বৃহস্পতির স্থানান্তর শুরু হয়। এই স্থানান্তর প্রায় ৭ লাখ বছর ধরে চলে। বিজ্ঞানীরা এই দাবির সপক্ষে একটি প্রমাণও হাজির করেছেন।

সৌরজগতে মঙ্গল ও বৃহস্পতির মধ্যে থাকা অসংখ্য গ্রহাণুকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। গ্রহাণু রয়েছে বৃহস্পতির কক্ষপথেও, এদের ট্রোজান গ্রহাণু বলা হয়। ট্রোজান গ্রহাণুগুলো দুই অংশে বিভক্ত। এর একটি বৃহস্পতির সামনে দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে, অপরটি পেছন থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পেছনের গ্রহাণু সংখ্যার চেয়ে সামনের অংশে ৫০ শতাংশ বেশি গ্রহাণু রয়েছে। সৌরজগতে প্রতিসমতা লক্ষ করা যায়। ফলে বিজ্ঞানীদের দাবি, ট্রোজানের দুই অংশেই সমান গ্রহাণু ছিল। ক্রমে বৃহস্পতি সূর্যের কাছে সরে আসায় গ্রহাণুপুঞ্জের গ্রহাণু বৃহস্পতির মহাকর্ষ বল টেনে নিয়ে সামনের অংশে ট্রোজানের গ্রহাণু বাড়িয়েছে।

55
অসংখ্য মানুষের ফোন আজকাল নানাভাবে, নানা কারণে ট্যাপ করা হচ্ছে। স্মার্টফোনের যুগে ফোন ট্যাপ করাটা আরও সহজ! কারণ, এর জন্য আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক হ্যাক করার প্রয়োজন হবে না। হ্যাকাররা শুধু আপনার ফোনের ভালনেরাবিলিটি বা দুর্বলতা খুঁজে বের করে সহজেই আপনার ফোনকে ‘ট্যাপিং ডিভাইজ’-এ পরিণত করে ফেলতে পারে। কিন্তু কী করে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পাতছে কি না? আসুন জেনে নেওয়া যাক এমন কিছু সংকেত, যেগুলো সঠিকভাবে লক্ষ করলে আপনি সহজেই বুঝে যাবেন আপনার ফোন কেউ ট্যাপ করেছে কি না!
⇒ফোন করার সময় বা ফোনে কথা বলার সময় অদ্ভুত সব ‘ব্যাকগ্রাউন্ড নয়েজ’ বা শব্দ শুনতে পাওয়া যায়, তাহলে তা ফোন ট্যাপ করার কারণে হতে পারে। ফোনে কথা বলার সময় আপনি যদি অনর্গল বিপ বিপ শব্দ শুনতে পান, তাহলে হতে পারে আপনার ফোন ট্যাপিংয়ের শিকার হয়েছে।

যদি দেখেন কল চলাকালে দুই প্রান্তের নেটওয়ার্ক বার ফুল থাকা সত্ত্বেও বারবার ভয়েস ব্রেক হচ্ছে, তাহলে তা ফোন ট্যাপ করার জন্য হতে পারে।
যদি দেখেন হঠাৎ করে আপনার ফোনের ব্যাটারির চার্জ অস্বাভাবিকভাবে কমে গিয়েছে, ফোন ট্যাপ হওয়ার কারণে এমনটা হতে পারে। আপনার ফোন কল কোনো অ্যাপের সাহায্যে তৃতীয় পক্ষের কাছে পাঠানোর সময় ফোনের ব্যাটারির চার্জ দ্বিগুণ ক্ষয় হয় আর এ জন্যই ফোন ট্যাপ করা হলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে বা ফোনটি অস্বাভাবিক গরম হয়ে উঠতে পারে। তবে স্মার্টফোনে একসঙ্গে অনেকগুলো অ্যাপলিকেশন অন থাকলেও এমনটা হতে পারে।

⇒ফোনে কোনো রকম সন্দেহজনক পরিবর্তন লক্ষ করলে নিশ্চিত হতে আপনার ফোনটি শাটডাউন করে দেখুন। যদি সম্পূর্ণ ফোন শাটডাউন হওয়ার পরেও স্ক্রিনে আলো জ্বলে থাকে বা ফোন শাটডাউন হতে অনেক বেশি সময় লাগে কিংবা শাটডাউন ফেল হয়ে যায়, তাহলে বুঝতে হবে অবশ্যই কোনো সমস্যা রয়েছে।

⇒যদি দেখেন আপনার ফোন কোনো কারণ ছাড়াই রিস্টার্ট হয়ে যাচ্ছে বা হঠাৎ হঠাৎ করে ফোনের আলো জ্বলে উঠছে, তাহলে বুঝতে হবে আপনার ফোনে নিশ্চয়ই কোনও রিমোট আক্সেস রয়েছে বা বাইরে থেকে কেউ আপনার ফোন নিয়ন্ত্রণ করছে! তবে এসব ফোনের সফটওয়্যারের সমস্যার কারণেও হতে পারে।

⇒আপনি নিশ্চয় লক্ষ করে থাকবেন, কোনো কল করার সময় ফোনটি যদি কোনো স্পিকারের সামনে থাকে, সে ক্ষেত্রে স্পিকার থেকে অনর্গল বিপ বিপ শব্দ শোনা যায়। এ ছাড়া কোনো কল চলাকালে সামনে থাকা ল্যাপটপ বা টিভিতেও অনর্গল শব্দ শোনা যেতে পারে। যদি কখনো দেখেন, ফোন থেকে কোনো কল না করলেও আপনার ফোন স্পিকারের সামনে বা টিভির সামনে নিয়ে গেলে ওই একই রকম বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে, তাহলে বুঝতে হবে অবশ্যই সমস্যা রয়েছে বা আপনার ফোন কেউ ট্যাপ করে রেখেছে।

⇒স্প্যাইং অ্যাপগুলো আপনার ফোনের সেলুলার ডেটা ব্যবহার করতে পারে। যদি আপনার ফোনে কোনো ডেটা প্ল্যান অ্যাকটিভ করা না থাকে, সে ক্ষেত্রে ফোনের বিল অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে ফোনের বিলের বিস্তারিত তথ্য হাতে পেলে যাচাই করে দেখলেই অসংগতি রয়েছে কি না বুঝে নিতে পারবেন! তবে প্রিপেইড নম্বরের ক্ষেত্রে এই অসংগতি ধরার তেমন কোনো উপায় নেই।
সূত্র: ডিএমপি নিউজ।

56
The International Space Station has been bustling with a full crew ever since Expedition 59-60 first arrived at the Earth-orbiting space lab just under two weeks ago. The additional helping hands that are now present on the International Space Station have opened an opportunity for NASA to conduct a number of spacewalks before three of those crew members head back home.



The NASA astronauts test the fit of their space suits ahead of the most recent spacewalk.
The NASA astronauts test the fit of their space suits ahead of the most recent spacewalk.

Image Credit: NASA

NASA astronauts Anne McClain and Nick Hague performed one of those spacewalks last Friday, but the American space agency had special plans for a second spacewalk that’s expected to transpire this coming Friday, March 29th. More specifically, it was set to become the first all-female spacewalk procedure in history, involving both Anne McClain and the new arrival Christine Koch.

While it would have been an exciting precedent, to say the least, it now seems that those plans have changed. Both McClain and Koch would have required medium-size space suits to perform the spacewalk, but the International Space Station only has one medium-size space suit to spare. Consequently, NASA is now being compelled to substitute one of the women with a male astronaut that will fit better into one of the available large-size space suits.

Related: The International Space Station's 'mystery hole' was purportedly made from the inside

Ideal space suit fitment is vital due to the high-risk nature of spacewalk missions. That said, NASA will not attempt to stuff a smaller person into a larger space suit as it would pose serious ethical and safety concerns.

Being that McClain already performed in the most recent spacewalk, NASA has chosen Koch to move forward with the one scheduled for this coming Friday. McClain’s male replacement will be Nick Hague, who was involved in last week’s spacewalk. Together, Hague and Koch will work together to replace batteries on the outside of the International Space Station.

Moreover, a third spacewalk mission is now poised to take place on Monday, April 8th, and will be performed by McClain and the Canadian Space Agency’s David-Saint Jacques.

The two will purportedly work together to lay jumper cables between the International Space Station’s Unity module and the S0 truss such that the Canadarm2 robotic arm will have a redundant power path – this is considered preventative maintenance and will ensure that the arm still functions should one of those paths fail for any reason. They’ll also beef up the space lab’s wireless communications and improve onboard computer networking by laying a plethora of new cables.

Related: Will Expedition 59-60 be one of the last times that NASA uses a Soyuz rocket?

While it is indeed unfortunate to witness the original all-female spacewalk plans crumble to the ground, that’s not to say that this Friday’s spacewalk won’t be significant. NASA says that Koch will become the 14th woman in history to be involved in an International Space Station spacewalk, which is quite the impressive detail to have present in any resume.

NASA will live-stream both spacewalks via NASA TV. You can tune in at NASA’s website or via the space agency’s YouTube channel.

Source: NASA
https://www.labroots.com/trending/space/14394/nasa-s-plan-all-female-spacewalk-cancelled-space-suit-fitment?fbclid=IwAR15Bfow20LxJ4SCr_a0A302LwJ8lXmTC52hV-63hv40eMnELTxUxqhD2h8

57
Researchers at Northwestern University have developed a new wearable sensor for newborns that is being pitched as an alternative to the traditional wire technology, which can prevent babies from being held.

The system's two sensors also work differently than the wire sensors. One attaches to the baby’s chest and the other to the baby’s foot, allowing clinicians to have a view of opposite ends of the baby’s body.

The soft and flexible sensors are able to track heart rate, respiration rate, core body temperature and blood oxygen levels similarly to traditional systems. But in addition to these capabilities, this sensors can track peripheral body temperature, blood pressure, blood flow and vitals during parent-baby interactions.

The technology was tested and described in detail in a small feasiblity study published in Science. Researchers used the sensors on a small number of neonates from 28 weeks to full term and found the sensors could successfully measure vital signs and not damage the skin.

Why it matters

The team is pitching this technology as a fix for a multiple problems. The first is that the wire technology can prevent infants in the neonatal intensive care unit (NICU) from being held like other babies.

"We wanted to eliminate the rat's nest of wires and aggressive adhesives associated with existing hardware systems and replace them with something safer, more patient-centric and more compatible with parent-child interaction," John A. Rogers, a bio-electronics pioneer, who led the technology development, said in a statement. "We were able to reproduce all of the functionality that current wire-based sensors provide with clinical-grade precision. Our wireless, battery-free, skin-like devices give up nothing in terms of range of measurement, accuracy and precision — and they even provide advanced measurements that are clinically important but not commonly collected.”

Secondly, the sensors were designed with the baby’s delicate skin in mind. Each one is about the weight of “a raindrop,” according to a press release. Researchers noted that adhesives, which are used as the standard of care, can cause irritation or scarring. The study showed these new sensors were less harmful to the skin compared to traditional methods.

“The thin, lightweight, low-modulus characteristics of these wireless devices allow for interfaces to the skin mediated by forces that are nearly an order of magnitude smaller than those associated with adhesives used for conventional hardware in the NICU,” researchers wrote in the study. “This reduction greatly lowers the potential for iatrogenic injuries.”

"Premature babies' skin is not fully developed, so it's incredibly fragile," Paller said. "In fact, the thickness of the skin in premature infants is about 40 percent reduced. The more premature you get, the more fragile the skin becomes. That means we have to be very careful.”

What's the trend

Digital health is beginning to emerge in the NICU space. In 2015, NFANT Labs landed FDA clearance for a smart baby bottle, which uses sensors to measure a baby’s tongue strength and sends the data to a provider’s mobile device.

More connected devices are also coming onto the market. In September Masimo announced an FDA clearance for its acoustic respiration sensor, the RAS-45, to be used with infants and neonatal patients as part of its Rainbow Acoustic Monitoring (RAM) system. This tool does, however, use a wire.

58
ICT / A philosopher argues that an AI can’t be an artist
« on: March 07, 2019, 12:48:36 AM »
Creativity is, and always will be, a human endeavor.
by Sean Dorrance Kelly  February 21, 2019

March 31, 1913, in the Great Hall of the Musikverein concert house in Vienna, a riot broke out in the middle of a performance of an orchestral song by Alban Berg. Chaos descended. Furniture was broken. Police arrested the concert’s organizer for punching Oscar Straus, a little-remembered composer of operettas. Later, at the trial, Straus quipped about the audience’s frustration. The punch, he insisted, was the most harmonious sound of the entire evening. History has rendered a different verdict: the concert’s conductor, Arnold Schoenberg, has gone down as perhaps the most creative and influential composer of the 20th century.

You may not enjoy Schoenberg’s dissonant music, which rejects conventional tonality to arrange the 12 notes of the scale according to rules that don’t let any predominate. But he changed what humans understand music to be. This is what makes him a genuinely creative and innovative artist. Schoenberg’s techniques are now integrated seamlessly into everything from film scores and Broadway musicals to the jazz solos of Miles Davis and Ornette Coleman.

Creativity is among the most mysterious and impressive achievements of human existence. But what is it?


This story is part of our March/April 2019 Issue
See the rest of the issue

Subscribe
Recommended for You
Triton is the world’s most murderous malware, and it’s spreading
The hipster effect: Why anti-conformists always end up looking the same
There’s probably another planet in our solar system
10 of Bill Gates’s favorite books about technology
China’s social credit system stopped millions of people from buying travel tickets
Sign up for the The Algorithm
Artificial intelligence, demystified
Your email
Stay updated on MIT Technology Review initiatives and events?YesNo
Creativity is not just novelty. A toddler at the piano may hit a novel sequence of notes, but they’re not, in any meaningful sense, creative. Also, creativity is bounded by history: what counts as creative inspiration in one period or place might be disregarded as ridiculous, stupid, or crazy in another. A community has to accept ideas as good for them to count as creative.

As in Schoenberg’s case, or that of any number of other modern artists, that acceptance need not be universal. It might, indeed, not come for years—sometimes creativity is mistakenly dismissed for generations. But unless an innovation is eventually accepted by some community of practice, it makes little sense to speak of it as creative.

Advances in artificial intelligence have led many to speculate that human beings will soon be replaced by machines in every domain, including that of creativity. Ray Kurzweil, a futurist, predicts that by 2029 we will have produced an AI that can pass for an average educated human being. Nick Bostrom, an Oxford philosopher, is more circumspect. He does not give a date but suggests that philosophers and mathematicians defer work on fundamental questions to “superintelligent” successors, which he defines as having “intellect that greatly exceeds the cognitive performance of humans in virtually all domains of interest.”

Both believe that once human-level intelligence is produced in machines, there will be a burst of progress—what Kurzweil calls the “singularity” and Bostrom an “intelligence explosion”—in which machines will very quickly supersede us by massive measures in every domain. This will occur, they argue, because superhuman achievement is the same as ordinary human achievement except that all the relevant computations are performed much more quickly, in what Bostrom dubs “speed superintelligence.”

So what about the highest level of human achievement—creative innovation? Are our most creative artists and thinkers about to be massively surpassed by machines?

No.

Human creative achievement, because of the way it is socially embedded, will not succumb to advances in artificial intelligence. To say otherwise is to misunderstand both what human beings are and what our creativity amounts to.

This claim is not absolute: it depends on the norms that we allow to govern our culture and our expectations of technology. Human beings have, in the past, attributed great power and genius even to lifeless totems. It is entirely possible that we will come to treat artificially intelligent machines as so vastly superior to us that we will naturally attribute creativity to them. Should that happen, it will not be because machines have outstripped us. It will be because we will have denigrated ourselves.

Human creative achievement, because of the way it is socially embedded, will not succumb to advances in artificial intelligence.

Also, I am primarily talking about machine advances of the sort seen recently with the current deep-­learning paradigm, as well as its computational successors. Other paradigms have governed AI research in the past. These have already failed to realize their promise. Still other paradigms may come in the future, but if we speculate that some notional future AI whose features we cannot meaningfully describe will accomplish wondrous things, that is mythmaking, not reasoned argument about the possibilities of technology.

Creative achievement operates differently in different domains. I cannot offer a complete taxonomy of the different kinds of creativity here, so to make the point I will sketch an argument involving three quite different examples: music, games, and mathematics.

Music to my ears
 Image of AI-assisted artwork
In Imaginary Landscape (2018)
Nao Tokui uses a machine-­learning algorithm to create panoramas from images found in Google Street View and complements them with soundscapes created with artificial neural networks.
COURTESY OF THE ARITST
Can we imagine a machine of such superhuman creative ability that it brings about changes in what we understand music to be, as Schoenberg did?

That’s what I claim a machine cannot do. Let’s see why.

Computer music composition systems have existed for quite some time. In 1965, at the age of 17, Kurzweil himself, using a precursor of the pattern recognition systems that characterize deep-learning algorithms today, programmed a computer to compose recognizable music. Variants of this technique are used today. Deep-learning algorithms have been able to take as input a bunch of Bach chorales, for instance, and compose music so characteristic of Bach’s style that it fools even experts into thinking it is original. This is mimicry. It is what an artist does as an apprentice: copy and perfect the style of others instead of working in an authentic, original voice. It is not the kind of musical creativity that we associate with Bach, never mind with Schoenberg’s radical innovation.

So what do we say? Could there be a machine that, like Schoenberg, invents a whole new way of making music? Of course we can imagine, and even make, such a machine. Given an algorithm that modifies its own compositional rules, we could easily produce a machine that makes music as different from what we now consider good music as Schoenberg did then.

But this is where it gets complicated.

We count Schoenberg as a creative innovator not just because he managed to create a new way of composing music but because people could see in it a vision of what the world should be. Schoenberg’s vision involved the spare, clean, efficient minimalism of modernity. His innovation was not just to find a new algorithm for composing music; it was to find a way of thinking about what music is that allows it to speak to what is needed now.

Some might argue that I have raised the bar too high. Am I arguing, they will ask, that a machine needs some mystic, unmeasurable sense of what is socially necessary in order to count as creative? I am not—for two reasons.

First, remember that in proposing a new, mathematical technique for musical composition, Schoenberg changed our understanding of what music is. It is only creativity of this tradition-defying sort that requires some kind of social sensitivity. Had listeners not experienced his technique as capturing the anti-­traditionalism at the heart of the radical modernity emerging in early-­20th-century Vienna, they might not have heard it as something of aesthetic worth. The point here is that radical creativity is not an “accelerated” version of quotidian creativity. Schoenberg’s achievement is not a faster or better version of the type of creativity demonstrated by Oscar Straus or some other average composer: it’s fundamentally different in kind.

Second, my argument is not that the creator’s responsiveness to social necessity must be conscious for the work to meet the standards of genius. I am arguing instead that we must be able to interpret the work as responding that way. It would be a mistake to interpret a machine’s composition as part of such a vision of the world. The argument for this is simple.

Claims like Kurzweil’s that machines can reach human-level intelligence assume that to have a human mind is just to have a human brain that follows some set of computational algorithms—a view called computationalism. But though algorithms can have moral implications, they are not themselves moral agents. We can’t count the monkey at a typewriter who accidentally types out Othello as a great creative playwright. If there is greatness in the product, it is only an accident. We may be able to see a machine’s product as great, but if we know that the output is merely the result of some arbitrary act or algorithmic formalism, we cannot accept it as the expression of a vision for human good.

For this reason, it seems to me, nothing but another human being can properly be understood as a genuinely creative artist. Perhaps AI will someday proceed beyond its computationalist formalism, but that would require a leap that is unimaginable at the moment. We wouldn’t just be looking for new algorithms or procedures that simulate human activity; we would be looking for new materials that are the basis of being human.

A molecule-for-­molecule duplicate of a human being would be human in the relevant way. But we already have a way of producing such a being: it takes about nine months. At the moment, a machine can only do something much less interesting than what a person can do. It can create music in the style of Bach, for instance—perhaps even music that some experts think is better than Bach’s own. But that is only because its music can be judged against a preexisting standard. What a machine cannot do is bring about changes in our standards for judging the quality of music or of understanding what music is or is not.

This is not to deny that creative artists use whatever tools they have at their disposal, and that those tools shape the sort of art they make. The trumpet helped Davis and Coleman realize their creativity. But the trumpet is not, itself, creative. Artificial-intelligence algorithms are more like musical instruments than they are like people. Taryn Southern, a former American Idol contestant, recently released an album where the percussion, melodies, and chords were algorithmically generated, though she wrote the lyrics and repeatedly tweaked the instrumentation algorithm until it delivered the results she wanted. In the early 1990s, David Bowie did it the other way around: he wrote the music and used a Mac app called Verbalizer to pseudo­randomly recombine sentences into lyrics. Just like previous tools of the music industry—from recording devices to synthesizers to samplers and loopers—new AI tools work by stimulating and channeling the creative abilities of the human artist (and reflect the limitations of those abilities).

Games without frontiers
Much has been written about the achievements of deep-learning systems that are now the best Go players in the world. AlphaGo and its variants have strong claims to having created a whole new way of playing the game. They have taught human experts that opening moves long thought to be ill-conceived can lead to victory. The program plays in a style that experts describe as strange and alien. “They’re how I imagine games from far in the future,” Shi Yue, a top Go player, said of AlphaGo’s play. The algorithm seems to be genuinely creative.

In some important sense it is. Game-playing, though, is different from composing music or writing a novel: in games there is an objective measure of success. We know we have something to learn from AlphaGo because we see it win.

But that is also what makes Go a “toy domain,” a simplified case that says only limited things about the world.

 Image of AI-assisted artwork
Anna Ridler’s The Fall of the House of Usher (2017)
A 12-minute animation based on Watson and Webber’s 1928 silent film. Ridler created the stills using three separate neural nets: one trained on her drawings, a second trained on drawings made of the results of the first net, and a third trained on drawings made of the results of the second.
COURTESY OF THE ARITST
The most fundamental sort of human creativity changes our understanding of ourselves because it changes our understanding of what we count as good. For the game of Go, by contrast, the nature of goodness is simply not up for grabs: a Go strategy is good if and only if it wins. Human life does not generally have this feature: there is no objective measure of success in the highest realms of achievement. Certainly not in art, literature, music, philosophy, or politics. Nor, for that matter, in the development of new technologies.

In various toy domains, machines may be able to teach us about a certain very constrained form of creativity. But the domain’s rules are pre-formed; the system can succeed only because it learns to play well within these constraints. Human culture and human existence are much more interesting than this. There are norms for how human beings act, of course. But creativity in the genuine sense is the ability to change those norms in some important human domain. Success in toy domains is no indication that creativity of this more fundamental sort is achievable.

It’s a knockout
A skeptic might contend that the argument works only because I’m contrasting games with artistic genius. There are other paradigms of creativity in the scientific and mathematical realm. In these realms, the question isn’t about a vision of the world. It is about the way things actually are.

Might a machine come up with mathematical proofs so far beyond us that we simply have to defer to its creative genius?

No.

Computer­s have already assisted with notable mathematical achievements. But their contributions haven’t been particularly creative. Take the first major theorem proved using a computer: the four-color theorem, which states that any flat map can be colored with at most four colors in such a way that no two adjacent “countries” end up with the same one (it also applies to countries on the surface of a globe).

Nearly a half-century ago, in 1976, Kenneth Appel and Wolfgang Haken at the University of Illinois published a computer-­assisted proof of this theorem. The computer performed billions of calculations, checking thousands of different types of maps—so many that it was (and remains) logistically unfeasible for humans to verify that each possibility accorded with the computer’s view. Since then, computers have assisted in a wide range of new proofs.

 Image of AI-assisted artwork
Electric Fan (2018)
Tom White uses “perception engines,” algorithms that distill the data collected from thousands of photographs of common objects, to synthesize abstract shapes. He then tests and refines the results until they are recognizable by the system.
ELECTRIC FAN, COURTESY OF TOM WHITE, MAS ’98, DRIB.NET
But the supercomputer is not doing anything creative by checking a huge number of cases. Instead, it is doing something boring a huge number of times. This seems like almost the opposite of creativity. Furthermore, it is so far from the kind of understanding we normally think a mathematical proof should offer that some experts don’t consider these computer­-assisted strategies mathematical proofs at all. As Thomas Tymoczko, a philosopher of mathematics, has argued, if we can’t even verify whether the proof is correct, then all we are really doing is trusting in a potentially error-prone computational process.

Even supposing we do trust the results, however, computer-assisted proofs are something like the analogue of computer-assisted composition. If they give us a worthwhile product, it is mostly because of the contribution of the human being. But some experts have argued that artificial intelligence will be able to achieve more than this. Let us suppose, then, that we have the ultimate: a self-reliant machine that proves new theorems all on its own.

Could a machine like this massively surpass us in mathematical creativity, as Kurzweil and Bostrom argue? Suppose, for instance, that an AI comes up with a resolution to some extremely important and difficult open problem in mathematics.

The capacity for genuine creativity, the kind of creativity that updates our understanding of the nature of being, is at the ground of what it is to be human.

There are two possibilities. The first is that the proof is extremely clever, and when experts in the field go over it they discover that it is correct. In this case, the AI that discovered the proof would be applauded. The machine itself might even be considered to be a creative mathematician. But such a machine would not be evidence of the singularity; it would not so outstrip us in creativity that we couldn’t even understand what it was doing. Even if it had this kind of human-level creativity, it wouldn’t lead inevitably to the realm of the superhuman.

Some mathematicians are like musical virtuosos: they are distinguished by their fluency in an existing idiom. But geniuses like Srinivasa Ramanujan, Emmy Noether, and Alexander Grothendieck arguably reshaped mathematics just as Schoenberg reshaped music. Their achievements were not simply proofs of long-standing hypotheses but new and unexpected forms of reasoning, which took hold not only on the strength of their logic but also on their ability to convince other mathematicians of the significance of their innovations. A notional AI that comes up with a clever proof to a problem that has long befuddled human mathematicians is akin to AlphaGo and its variants: impressive, but nothing like Schoenberg.

That brings us to the other option. Suppose the best and brightest deep-learning algorithm is set loose and after some time says, “I’ve found a proof of a fundamentally new theorem, but it’s too complicated for even your best mathematicians to understand.”

This isn’t actually possible. A proof that not even the best mathematicians can understand doesn’t really count as a proof. Proving something implies that you are proving it to someone. Just as a musician has to persuade her audience to accept her aesthetic concept of what is good music, a mathematician has to persuade other mathematicians that there are good reasons to believe her vision of the truth. To count as a valid proof in mathematics, a claim must be understandable and endorsable by some independent set of experts who are in a good position to understand it. If the experts who should be able to understand the proof can’t, then the community refuses to endorse it as a proof.

For this reason, mathematics is more like music than one might have thought. A machine could not surpass us massively in creativity because either its achievement would be understandable, in which case it would not massively surpass us, or it would not be understandable, in which case we could not count it as making any creative advance at all.

The eye of the beholder
Engineering and applied science are, in a way, somewhere between these examples. There is something like an objective, external measure of success. You can’t “win” at bridge building or medicine the way you can at chess, but one can see whether the bridge falls down or the virus is eliminated. These objective criteria come into play only once the domain is fairly well specified: coming up with strong, lightweight materials, say, or drugs that combat particular diseases. An AI might help in drug discovery by, in effect, doing the same thing as the AI that composed what sounded like a well-executed Bach cantata or came up with a brilliant Go strategy. Like a microscope, telescope, or calculator, such an AI is properly understood as a tool that enables human discovery—not as an autonomous creative agent.

It’s worth thinking about the theory of special relativity here. Albert Einstein is remembered as the “discoverer” of relativity—but not because he was the first to come up with equations that better describe the structure of space and time. George Fitzgerald, Hendrik Lorentz, and Henri Poincaré, among others, had written down those equations before Einstein. He is acclaimed as the theory’s discoverer because he had an original, remarkable, and true understanding of what the equations meant and could convey that understanding to others.

For a machine to do physics that is in any sense comparable to Einstein’s in creativity, it must be able to persuade other physicists of the worth of its ideas at least as well as he did. Which is to say, we would have to be able to accept its proposals as aiming to communicate their own validity to us. Should such a machine ever come into being, as in the parable of Pinocchio, we would have to treat it as we would a human being. That means, among other things, we would have to attribute to it not only intelligence but whatever dignity and moral worth is appropriate to human beings as well. We are a long way off from this scenario, it seems to me, and there is no reason to think the current computationalist paradigm of artificial intelligence—in its deep-learning form or any other—will ever move us closer to it.

Creativity is one of the defining features of human beings. The capacity for genuine creativity, the kind of creativity that updates our understanding of the nature of being, that changes the way we understand what it is to be beautiful or good or true—that capacity is at the ground of what it is to be human. But this kind of creativity depends upon our valuing it, and caring for it, as such. As the writer Brian Christian has pointed out, human beings are starting to act less like beings who value creativity as one of our highest possibilities, and more like machines themselves.

How many people today have jobs that require them to follow a predetermined script for their conversations? How little of what we know as real, authentic, creative, and open-ended human conversation is left in this eviscerated charade? How much is it like, instead, the kind of rule-following that a machine can do? And how many of us, insofar as we allow ourselves to be drawn into these kinds of scripted performances, are eviscerated as well? How much of our day do we allow to be filled with effectively machine-like activities—filling out computerized forms and questionnaires, responding to click-bait that works on our basest, most animal-like impulses, playing games that are designed to optimize our addictive response?

We are in danger of this confusion in some of the deepest domains of human achievement as well. If we allow ourselves to say that machine proofs we cannot understand are genuine “proofs,” for example, ceding social authority to machines, we will be treating the achievements of mathematics as if they required no human understanding at all. We will be taking one of our highest forms of creativity and intelligence and reducing it to a single bit of information: yes or no.

 Image of AI-assisted artwork
The Butcher’s Son (2018)
Mario Klingemann used two GANs, one trained on a data set of human poses and one trained on pornography, to render thousands of composite images. After evaluating each for pose and detail, he chose one to refine into the finished work.
COURTESY OF THE ARTIST
Even if we had that information, it would be of little value to us without some understanding of the reasons underlying it. We must not lose sight of the essential character of reasoning, which is at the foundation of what mathematics is.

So too with art and music and philosophy and literature. If we allow ourselves to slip in this way, to treat machine “creativity” as a substitute for our own, then machines will indeed come to seem incomprehensibly superior to us. But that is because we will have lost track of the fundamental role that creativity plays in being human.

59
শুরুতেই বলে নেই, এই লেখাটি যারা গবেষণা জগতে নতুন, প্রথমবারের মত আপনার আর্টিকেল কোন জার্নালে প্রকাশ করতে চান, তাদের জন্য। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অনেক আন্ডারগ্রাজুয়েট থিসিস আছে যা ভালো জার্নালে প্রকাশ করা সম্ভব।

এগুলো পরবর্তীতে বিভিন্ন স্কলারশিপ পেতে ছাত্রদের যেমন সাহায্য করবে, তেমনি শিক্ষকদের বাইরের বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো/ পোস্ট ডক্টোরাল ফেলো হিসাবে মনোনায়ন পেতেও গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। বাইরের দুনিয়ায় ছাত্র-শিক্ষকদের উন্নতমানের পেপার লিখতে উৎসাহ দিতে আর্থিক পুরস্কার দিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে এখনো গবেষনা প্রকাশণাকে তেমনভাবে স্বীকৃতি দেয়া হয় না। মনে রাখতে হবে, রিসার্চ পাব্লিকেশন আমাদের দেশের ও ভার্সিটির নাম আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যায়। এটি রিসার্চ কোলাবোরেশন ও আন্তর্জার্তিক গবেষণা অনুদান আনতেও বিশেষ ভুমিকা পালন করে।
১। কিভাবে আপনার থিসিসকে পেপারে রূপান্তর করবেন?
আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট-গ্রাজুয়েট শিক্ষার্থীদের থিসিস জমা দেবার পরে, সেটাকে পেপারে রূপ দেয়া খুবই সহজ একটি কাজ। পেপারের মূল গঠন থিসিসের চেয়ে অনেক কম হয়ে থাকে। ৬০০০শব্দে হয়ে যেতে পারে একটি পরিপূর্ন জার্নাল পেপার। থিসিস থেকে কাট ছাট করার এই প্রক্রিয়াটি করার জন্য দরকার হবে ২/৪ দিন সময়। প্রথমে একটি আউটলাইন তৈয়ার করুন। যেমনঃ ১। টাইটেল ২। এবস্ট্রাক্ট ৩। কী-ওয়ার্ড ৪। ইন্ট্রোডাকশন ৪। বিষয় ভিত্তিক আলোচনা ৫। বিষয় ভিত্তিক আলোচনা ৬। রেজাল্ট ও ডিস্কাশন ৭। একনলেজমেন্ট ৮। কনক্লুশন ৯। রেফারেন্স এরপর এই কাঠামোর ভেতরে লিখতে থাকেন। ১.ক। থিসিসের টাইটেলটিকে জার্নাল পেপারের টাইটেল হিসেবে চালিয়ে দিতে পারেন, অথবা কিছু স্পেসিফিক কি-ওয়ার্ড জুড়ে দিয়ে সুন্দর-সংক্ষিপ্ত কিন্তু বিশ্লেষনাত্মক একটি প্রাসঙ্গিক শিরোনাম দিতে পারেন। অথারলিস্টে শিক্ষার্থীর নাম, সুপারভাইজারের নাম ও অন্যান্য গুরুত্বপূর্ন অব্দান যারা রেখেছেন তাদের নাম থাকা উচিত। এফিলিয়েশনে ভার্সিটির নামের সাথে ঠিকানায় একটি ভাল ইমেইল এড্রেস দিন। পূর্ণ নাম যুক্ত ইমেল এড্রেস দেয়াই প্রচলিতরীতি। ১.খ। এবস্ট্রাক্টটি সংক্ষিপ্ত হতে হবে। সাধারনত ৫০০ বা তার কম শব্দের মদ্ধ্যেই পুরো লেখার সারমর্ম এই অংশে প্রকাশ করতে হয় , জার্নালের গাইড লাইন অনুযায়ী। অবশ্যই আপনার পেপারের গুরুত্ব বুঝিয়ে কিছু ভুমিকা দিতে হবে। এরপরে খুব সংক্ষেপে পেপারে মূল কি বিষয়ে আলোকপাত করা হয়েছে, কি কি মেথড ব্যবহার হয়েছে তার উল্লেখ থাকতে হবে। রেসাল্ট-ডিস্কাশন থেকে ধার করে কিছু রেজাল্টও এই অংশে যুক্ত করতে হবে। ১.গ। কী-ওয়ার্ডঃ ৫/৬ টি শব্দ নির্বাচনের মাধ্যমে আপনার লেখাটির মূল বিষয় ও সীমানা পরিস্কার করে ফেলতে হবে। কীওয়ার্ড হিসাবে বৈজ্ঞানিক টার্ম, প্যামিটারেরগুলোর নাম ব্যবহার করা যেতে পারে। টাইটেল থেকেও কিছু মূল শব্দ ধার করতে পারেন। ১.ঘ। থিসিসের ইন্ট্রোডাকশন থেকে নির্বাচিত অংশ নিয়ে জার্নাল পেপারের ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করতে পারেন। ইন্ট্রোডাকশন সাম্প্রতিক রেফারেন্সযুক্ত করা উচিত, বিশেষ করে যেই জার্নালে পাঠাবেন- সেই জার্নালে প্রকাশিত কিছু পেপার অবশ্যই যুক্ত করুন। এই অংশে লেখার স্কোপ, তাতপর্য, গুরুত্ব, উদ্দেশ্য, আপনার পেপারের মূল আলোচ্য সমস্যার বর্নণা থাকতে হবে। ১.ঙ। বিষয় ভিত্তিক আলোচনাঃ এই অংশটি লিটারেচার রিভিউ থেকে নিতে পারেন। পেপারের রেজাল্টগুলোর প্যারামিটারগুলো বর্ননা করতে পারেন। যেসব ইকুপমেন্ট-যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে তার পরিচিতি ও একুরেসী দিতে হবে। এই অংশে যে মেথডলজি এই পরীক্ষার ব্যবহার করা হয়েছে, সেটাও থাকতে হবে। ১.চ। রেজাল্ট ও ডিস্কাশনে গ্রাফ ও টেবিল থাবে। প্রতিটি টেবিল ও গ্রাফের/চার্টের বর্ননা পাশাপাশি থাকতে হবে। ডিস্কাশনে প্রাসঙ্গিক কিছু পেপারের রেজাল্টের সাথে তুলনা থাকতে পারে। ১.ছ। কনক্লুশনঃ রেজাল্টে প্রাপ্ত গুরুত্বপূর্ন তথ্য এইখানে পয়েন্ট আকারে লিখুন। থিসিসে অনেক বড় করে লিখা থাকলে, সেখান থেকে কেটে ছেটে সংক্ষেপে দিন। অবশ্যি কিছু নিউমারিক রেজাল্ট থাকতে হবে, শুধু তুলনামূলক আলোচনা থাকলে চলবে না। ১.জ। একনলেজমেন্টঃ আপনার ল্যাব এসিস্টেন্ট, সহকারী, পরামর্শদাতা, আর্থিক সাহায্যকারী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের নাম এই অংশে উল্লেখ করুন। ১.ঝ। রেফারেন্সঃ রেফারেন্স লিখার অনেক পদ্ধতি আছে। আপনি যে জার্নালে পাঠাবেন, সেখানে কোন পদ্ধতিতে লিখতে বলছে সে অনুযায়ী সাজান। যেমনঃ হার্ভার্ড, নাম্বারিং সিস্টেম। রেফারেন্স সাজানোর অনেক সফটওয়ার আছে, যেমনঃ END NOTE(http://www.endnote.com/ ), ProCite (http://www.procite.com/ ) ইত্যাদি। ইউটিউব থেকে এগুলোর ব্যবহারবিধি সহজে শিখতে পারবেন।
২। কোথায় পাব্লিশ করবেন আপনার আর্টিকেল?
অনেক জার্নাল আছে, অনেক কনফারেন্স হচ্ছে প্রতি বছর আপনার বিষয়ে। কনফারেন্স পেপারের চেয়ে অনেক ক্ষেত্রেই জার্নাল পেপারের মূল্য বেশি। সঠিক জার্নাল নির্বাচন আপনার পেপারকে দ্রুত পাব্লিশ করতে সহায়তা করে। শুরুতেই আপনার বিষয়ে কোন জার্নালগুলো ভালো, তা বুঝার জন্য আপনি যেসব পেপার সাইট করেছেন পেপারে, সেগুলো কোন জার্নালে প্রকাশিত হয়েছে তা দেখে নিন। ১০-১৫টি জার্নালের একটি তালিকা তৈরী করুন। এবার একটি করে জার্নাল সার্চ করে তার ওয়েবসাইটে গিয়ে ভালো করে নিচের তথ্যগুলো টুকে নিন। ক. স্কোপ খ. ইস্যু/ইয়ার গ. ইম্প্যাক্ট ফেক্টর ঘ. এডিটরের নাম ও ইমেইল ঠিকানা এবার স্কোপ পড়ে নিশ্চিত হোন, কোন কোন জার্নাল আপনার বিষয়ের পেপার প্রকাশ করে। ইস্যু সুংখা প্রতি বছরে ৪ এর বেশি হলে বুঝবেন জার্নালটির প্রচুর পেপার দরকার হয়। এরমানে এদের সম্পাদনা ব্যবস্থা বেশ দ্রুত, আপনার লেখাটি প্রকাশ হবে কিনা তা দ্রুত জানাবে। কিছু জার্নাল ১ বছর পর এক্সেপ্ট করে, কিছু জার্নাল ৩মাস এর মধ্যেও এক্সেপ্ট করে। ১০দিনেও অনেক পেপার এক্সেপ্ট হয়েছে দেখা যায়। তাই পেপার সাবমিট করে ধৈর্য্য নিয়ে অপেক্ষা করতে হবে। স্কোপ নিয়ে কোন সন্দেহ থাকলে জার্নালের এডিটর বরাবর ইমেইল করে নিশ্চিত হতে পারেন (আপনার পেপারের টাইটেল ও এবস্ট্রাক্ট দিতে হবে)। এরপরে আসে ইম্প্যাক্ট ফেক্টর। এটা আসলে বুঝায়, জার্নাল্টির পেপারগুলো কত বেশি অন্য পেপার দ্বারা সাইটেড হয়। উচ্চ ইম্প্যাক্টের জার্নালে পাব্লিশ করা কঠিন, কারন সেখানে লেখা পাব্লিশ করার জন্য অনেক পেপার এডিটরের কাছে আসে। কারন উচ্চ ইম্প্যাক্ট যুক্ত জার্নালে পাব্লিশ করা যেমন সম্মানের তেমনি এতে অনেক সাইটেশন পাবার সম্ভাবনা থাকে। ইম্প্যাক্ট ফেক্টর ৫ মানে, জার্নাল্টির প্রতিটি পেপার গড়ে ৫টি করে সাটেশন পায় প্রতি বছর। খেয়াল করে দেখবেন, অনেক জার্নালে পেপার পাব্লিশ করলে তারা লেখকের কাছ থেকে পাব্লিশ করার জন্য টাকা নিয়ে থাকে (৫০০-১০০০ডলার)। আবার অনেক জার্নালে ফ্রি পাব্লিশ করে। আপনার সংগতি বুঝে জার্নাল নির্ধারন করুন। ISI ইন্ডেক্সড জার্নাল খুজতে পারেন , এখানে । SCOPUS ইন্ডেক্সড জার্নাল খুজতে পারেন এখানে
৩। কিভাবে পাঠাবেন আপনার পেপার?
অধিকাংশ জনপ্রিয় আন্তর্জাতিক জার্নালে পেপার পাঠানোর অনলাইন সিস্টেম আছে, যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করে পেপারটির ফাইল আপ্লোড করতে হবে। আবার অনেক জার্নালে সোজাসুজি ইমেইল করলেই হয়। আপ্লোড করার আগে খেয়াল করে জার্নালের ‘অথার গাইডলাইন’ পড়ে পেপারটির ফরম্যাট করুন। পাঠিয়ে দেবার আগে একটি কভার লেটার লিখুন, যেখানে ফরমালি এডিটর সাহেবকে আপনার পেপারটি পাব্লিশ করার অনুরোধ জানিয়ে একটি চিঠি দিবেন। অবশ্যই আপনার পুরো নাম ও ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের ঠিকানা ব্যবহার করবেন চিঠির শেষে। লেখা শেষ হলে খুব সতর্ক হয়ে লেখার ফ্লো, বর্ননার খুত, গ্রামারের ভুল-চুকগুলো শুধরে নিন। এরপর সাবমিট করে অপেক্ষা করুন রিভিয়ারের কমেন্টের। লেখকঃ জায়েদ এম. এইচ. পিএইচডি ছাত্র, মোনাশ ইউনিভার্র্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া. ফাউন্ডারঃ publiction.easy

60
ICT / চীনে খবর পড়ছে নারী রোবট
« on: March 05, 2019, 11:57:15 AM »
এবার চীনে খবর পড়তে দেখা গেছে এক নারী রোবটকে। রোববার দেশটির শিনহুয়া নিউজ এজেন্সিতে জীবন্ত মানুষের মতো দেখতে ওই রোবটটি সংবাদ উপস্থাপিকা হিসেবে খবর পড়েছে। কৃত্রিম মুখভঙ্গি এবং বিভিন্ন অভিব্যক্তি সমন্বয়ে তৈরি রোবটটি বেইজিংয়ে অনুষ্ঠিত পার্লামেন্টের বার্ষিক সভা সম্পর্কে খবর উপস্থাপন করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটির নাম শিন শিয়াওমেং। শিনহুয়া নিউজের এক মিনিটের ভিডিওতে দেখা গেছে রোবটটিকে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে অংশ নিতে জনপ্রতিনিধিদের একটি দল বেইজিং আসছেন এ বিষয়ে এক মিনিটের একটি সংবাদ উপস্থাপন করেছে রোবটটি। সেখানে ছোট চুলের রোবটকে গোলাপি রঙের পোশাকে এবং কানে ছোট দুল পরে থাকতে দেখা গেছে।

শিনহুয়ার নিউজের উপস্থাপক কু মেংয়ের আদলে তৈরি করা হয়েছে শিন শিয়াওমেংকে।

শিনহুয়া এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সোগোউ ইনকর্পোরেটেড যৌথভাবে এই রোবটটি তৈরি করেছে। এর আগে গত বছরের নভেম্বরে পূর্বাঞ্চলীয় উঝেন শহরের ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে পুরুষদের আদলে তৈরি দুটি এআই উপস্থাপককে প্রকাশ্যে আনে শিনহুয়া। এর মধ্যে একটি রোবট সংবাদ পাঠক ইংরেজিতে এবং অন্যটি চীনা ভাষায় কথা বলতে পারে।

এআই প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে শিনহুয়া। পর্যবেক্ষণ ব্যবস্থা থেকে শুরু করে স্বচালিত গাড়ি সব ক্ষেত্রেই এআইয়ের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে দেশটি।
Source: Jugantor.com

Pages: 1 2 3 [4]