Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Farhana Israt Jahan

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 17
76
বাংলাদেশের গৌরব ৭ বীরশ্রেষ্ঠ- যেভাবে শহীদ হয়েছিলেন তাঁরা...

বাংলাদেশের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক জন মুক্তিযোদ্ধার ত্যাগ অনস্বীকার্য। যুদ্ধের প্রতিটি রক্তকণিকার পেছনে রয়েছে একটি গল্প, রক্তমাংসের একজন মানুষের গল্প যিনি হয়তো ছিলেন আমাদের মতোই খুব সাধারণ একজন মানুষ। কিন্তু দেশমাতার প্রয়োজনে পরিবার-পরিজন ফেলে রেখে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন তিনি। তাদের সেই সংগ্রাম বৃথা যায়নি মোটেও। যুদ্ধ শেষে স্বাধীনতার সূর্য ওঠে বাংলাদেশের দিগন্তে, কিন্তু এদের অনেকেই সেই সূর্যোদয় দেখে যেতে পারেননি। দেশের জন্য আত্মত্যাগী এই বীর শহীদদের মাঝেই রয়েছেন বাংলার বীরশ্রেষ্ঠগণ। দাপ্তরিক ভাষায় বলা যেতে পারে, বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে।

বীর শ্রেষ্ঠ পদক প্রাপ্ত সাত জন মুক্তিযোদ্ধা হলেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। তাদের প্রত্যেকেই মুক্তিযুদ্ধে রেখেছেন এমন অসামান্য অবদান যার জন্য আজো তারা ইতিহাসের পাতায় রয়েছেন অম্লান।

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

মহিউদ্দীন জাহাঙ্গীর ১৯৪৯ সালের ৭ মার্চ বরিশালের বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল মোতালেব হাওলাদার। তিনি ১৯৬৪ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ১৯৬৬ তে আই.এস.সি পাশ করার পর বিমান বাহিনীতে যোগদানের চেষ্টা করেন, কিন্তু চোখের অসুবিধা থাকায় ব্যর্থ হন। ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়ই পাকিস্তান সামরিক একাডেমীতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৬৮-র ২ জুন তিনি ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন।

১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি পাকিস্তানে ১৭৩ নম্বর ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ানে কর্তব্যরত ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তিনি ছুটে এসেছিলেন পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে। বিভিন্ন রণাঙ্গনে অসাধারণ কৃতিত্ব দেখানোর কারণে তাঁকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের দায়িত্ব দেয়া হয়। শহরটি দখলের জন্য সেক্টর কমান্ডার এ.এন.এম. নূরুজ্জামান তিনটি দল গঠন করেন। তার একটি দলের দায়িত্বে ছিলেন তিনি। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর আনুমানিক ৫০ জন মুক্তিযোদ্ধা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মহিউদ্দীন জাহাঙ্গীর এবং চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে বারঘরিয়ায় অবস্থান নেন। ১১ ডিসেম্বর সেখানে ভারতীয় বাহিনীর আর্টিলারীর গোলাবর্ষণ করার কথা ছিলো। কিন্তু সেটি হয়নি। পরবর্তী দুইদিন ১২ ও ১৩ ডিসেম্বর একাধিকবার ভারতীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ব্যার্থ হন মহিউদ্দীন জাহাঙ্গীর। পরে তিনি সিদ্ধান্ত নেন ভারতীয় বাহিনীর সহযোগিতা ছাড়াই শত্রুদের অবস্থানে আক্রমন করবেন। এবং তিনি সেটিই করেন। স্বাধীনতার ঊষালগ্নে বিজয় সুনিশ্চিত করেই তিনি শহীদ হয়েছিলেন। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে চাপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ আঙিনায় সমাহিত করা হয়।

77
আপনার রান্না ঘরেই রয়েছে ব্যথা মুক্তির যে ৪টি ঔষধ!

ইদানিং আমাদের একটি অভ্যাস গড়ে উঠেছে। আর তা হল অল্প অসুখ-বিসুখ হলেই আমরা সবার প্রথমে ঔষধ খুঁজি। এটা অত্যন্ত খারাপ একটি অভ্যাস। আমরা অনেক ছোটখাটো ও যন্ত্রণাদায়ক রোগের চিকিৎসা ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে করতে পারি। আর এই প্রাকৃতিক উপায় ব্যবহার করতে আমাদের লাগে রান্নাঘরের কিছু খাদ্য।

ডাক্তার ও গবেষকদের মতে খাদ্য ওষুধের মত নয়, বরং খাদ্যই ওষুধ। অনেক খাদ্যই আছে যেগুলো ওষুধের মত কাজ করে, কিন্তু আমরা না জেনে আগে ওষুধের পেছনে ছুটি। প্রাকৃতিক ভাবে যে খাদ্য যে ওষুধের কাজ করে তা ওষুধের থেকে বেশি কার্যকরী। তবে আসুন জেনে নেই কিছু কিছু রোগের ঘরোয়া চিকিৎসা যা খাবারের ঔষধি গুনের মাধ্যমে দূর করা যায়।

মাইগ্রেইনের ব্যাথানাশক হিসেবে কাজ করে কফি
মাইগ্রাইনের ব্যথা উঠেছে? চট করে দেখে নিন বাসায় কফি আছে কিনা। কফি পানে অতি দ্রুত ব্যাথা কমে যাবে। ন্যাশনাল হেডেক ফাউন্ডেশনের রিসার্চ অনুযায়ী ক্যাফিন ব্যথানাশক ঔষধ হিসেবে কাজ করে মাইগ্রেইনের ক্ষেত্রে। মাত্র ১ কাপ কফি মাইগ্রেইনের ব্যথা কমাতে সাহায্য করে। আর আপনি যদি দ্রুত কার্যকরী ফল পেতে চান তবে ব্যথানাশক ঔষধ যা আপনি সাধারণত খেয়ে থাকেন, তা খেয়ে ১ কাপ কফি পান করুন। অতি দ্রুত আপনার মাইগ্রাইনের ব্যথা দূর হবে।

পিঠ ব্যাথা দূর করতে আঙুর
যারা অফিসে কিংবা বাড়িতে বসা কাজ বেশি করে থাকেন প্রায় প্রত্যেকেই পিঠব্যথায় আক্রান্ত হয়ে থাকেন। পিঠব্যথায় আক্রান্তদের জন্য সুখবর নিয়ে এসেছে ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা। গবেষণায় দেখা যায় পিঠ ব্যথা নিরাময় করতে আঙুরের কার্যকারিতা যে কোন ব্যাথানাশক ঔষধের চাইতে অনেক বেশি। গবেষকরা বলেন, দৈনিক এক কাপ পরিমাণ আঙুরের রস বা আঙুর খেলে ধমনীর আড়ষ্টতা দূর হয়। ধমনী শিথিল হয় ও রক্ত সঞ্চালন ঠিক ভাবে হয়। এতে করে পিঠের ক্ষতিগ্রস্থ টিস্যু ঠিক হয়ে আসে ও পিঠ ব্যথা দূর হয়ে যায়। সুতরাং যাদের পিঠ ব্যাথা আছে তারা মৌসুমে প্রতিদিনের খাদ্য তালিকায় আঙুর রেখে পিঠ ব্যথা থেকে রেহাই পেতে পারেন।

পেটব্যাথা রোধে মাছ
অনেকেই বদহজম, অন্ত্রের প্রদাহ জনিত সমস্যায় ভুগে থাকেন। একটু কিছু খেলেই বদহজম হয়ে মেজাজ খিটখিটে থাকে অনেকেরই। মেজাজ খিটখিটে করবেন না। ভেবে দেখুন তো এই সপ্তাহে আপনার মাছ খাওয়া হয়েছে কিনা, অথবা খাওয়া হলে কি পরিমাণে হয়েছে। কারন গবেষকদের মতে সপ্তাহে ১৮ আউন্সের মত মাছ খাওয়া হলে পেটব্যাথা সংক্রান্ত সকল সমস্যার সমাধান হতে পারে। মাছে বিদ্যমান ফ্যাটি এসিড ইপিএ এবং ডিএইচএ এর রয়েছে পেটের অন্ত্রের প্রদাহ জনিত সকল রোগ দূর করার ক্ষমতা। যা যেকোন প্রেসক্রিপশনে উল্লেখিত ঔষধের চেয়ে বেশি কার্যকরী। ইনফ্লেমেশন রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি, জৈব রসায়নবিদ ব্যারি সিয়ার্স এর মতে মাছের ফ্যাটি এসিড ইপিএ এবং ডিএইচএ সমগ্র গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ফাংশন উন্নত করতে পারে ও প্রদাহ জনিত সকল রোগের হাত থেকে রেহাই দিতে পারে। সব থেকে ভালো ফলাফলের জন্য তৈলাক্ত মাছ খাওয়া উচিত।

দীর্ঘস্থায়ী ব্যাথা দূর করতে হলুদ

অনেকেই বাত বা মাংসপেশি ও হাড়ের জোড়ায় দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত হন। ৩ থেকে ৬ মাস ব্যাপী এই দীর্ঘস্থায়ী ব্যথার নিরাময় খুঁজে থাকেন অনেকেই। কিন্তু বলা হয় এই ব্যথা পুরোপুরি ঠিক করা সম্ভব নয়। ঔষধের গুনে শুধুমাত্র কমিয়ে রাখা যায়। এই ধারনা সম্প্রতি ভুল প্রমান করেছেন গবেষকরা। তারা হলুদের মধ্যে এমন কিছু উপাদান খুঁজে পেয়েছেন যা ব্যাথা উৎপাদক সিস্লক্সিজেনেস২ হরমোনটি দূর করতে সক্ষম। হলুদের এই সক্রিয় উপাদানটির নাম কারকিউমিন। পুষ্টি গবেষকরা দীর্ঘস্থায়ী ব্যাথা দূর করার জন্য প্রতিদিন হলুদ খাবার পরামর্শ দেন। আপনি ইচ্ছে করলে কাঁচা হলুদ খেতে পারেন। আর তা না হলে যে কোন ভাজি ও তরকারিতে রান্নার সময় হলুদ দিয়ে খাবেন।

78
এবার ড্রাগচক্রে জড়ালেন মেসির বাবা

লিওনেল মেসির বাবা হোর্সে মেসির নাম এবার কলম্বিয়ার ড্রাগ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল। স্পেনের সংবাদ মাধ্যমের খবর, মেসির বাবা বেআইনি অর্থের লেনদেনে জড়িয়ে পড়েছেন। তাতে জড়িয়ে পড়েছে বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির নামও।

মেসির লিও মেসি ফাউন্ডেশেনের অর্থ নিয়েই নয়ছয় করেছেন সিনিয়র মেসি। ‘মেসি অ্যান্ড ফ্রেন্ডস ট্যূর’ নিয়ে যেবার আমেরিকায় গিয়েছিলেন মেসি, সেবারের অর্থ নিয়ে প্রশ্ন উঠেছে। যে কোনও মহুর্তে সিনিয়র মেসি গ্রেফতার হতে পারেন বলে শোনা যাচ্ছে।

বার্সেলোনায় মেসির তিন সতীর্থ মাসচেরানো, দানি আলভেজ ও পিন্টুকে জেরা করেছে পুলিশ। এর আগে আয়কর নিয়ে সমস্যায় পড়েছিলেন বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। সেবারও তার বাবার জন্যেই।

অনেক ঝামেলার পরে মামলায় জিতে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন টানা চারবারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসি। এবার নতুন বিতর্কে জড়ালো তার নাম।

চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে মেসি। এই সুযোগটা যথাযথভাবেই কাজে লাগাচ্ছেন তার প্রতিপক্ষরা। ফিফা ব্যালন ডি’অরের পুরস্কারের দৌড়ে চলতি মৌসুমে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। তবে লা লীগায় তার অনুপস্থিতিটা মোটেই বুঝতে দিচ্ছেন না সতীর্থরা। বিশেষ করে কাতালান ক্লাবটির নতুন ভরসা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এককভাবেই টানছেন বার্সেলোনাকে। ধরে রেখেছে লা লীগার শীর্ষস্থানটাও।

79
১৬ ডিসেম্বর, ১৯৭১- যা ঘটেছিল এই দিনে...

১৬ ডিসেম্বর, ১৯৭১।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন। বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবী নিয়ে স্বাধিকারের জন্য আন্দোলন শুরু হয়েছিল তা পূর্ণতা পায় ১৯৭১ সালের ৯ মাসব্যপী মুক্তিযুদ্ধে। যে যুদ্ধ পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। যে যুদ্ধ তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। যৌথবাহিনী ঢাকা অবরোধ করে পাকবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আত্মমসমর্পণের আহবান জানাচ্ছিলেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া বার বার যোগাযোগ করছিলেন যুক্তরাষ্ট্র ও চীনের সাথে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল চীনকে এই যুদ্ধে জড়িয়ে ফেলতে। এটা বুঝতে পেরে সোভিয়েত ইউনিয়ন চীন সীমান্তে সেনা মোতায়েন শুরু করে। তখন চীনের এত শক্তি ছিল না তাদেরকে আটকাবার। তাই চীন যুদ্ধে জড়িয়ে পড়া থেকে নিজেকে বিরত রাখে।

১৪ ডিসেম্বরই বোঝা গিয়েছিল, পাকিস্তানি বাহিনীর মরণঘণ্টা বেজে গেছে। ঢাকা থেকে রাওয়াল পিন্ডিতে বার্তা পাঠানোর সংখ্যা সেদিন অনেক বেড়ে গিয়েছিল আকস্মিক ভাবে। এই সব বার্তায় ফুটে উঠছিল চরম হতাশার সুর। সকাল ১০টায় প্রেরিত এক বার্তায় বলা হয়, ‘আমরা আশ্বাসের ওপর বেঁচে আছি।… কিছু ঘটবে কী না অনুগ্রহ করে জানান, যা ঘটবার সেটা অতি দ্রুত হতে হবে।’ আরেক বার্তায় বলা হয়, ‘আমাদের কোনো মিসাইল নেই, আমরা কীভাবে গোলা নিক্ষেপ করব? কোনো বিমানবাহিনী নেই। বিমান হামলা হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ।’ ১৫ ডিসেম্বর দিনটি শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানে সরকারবিহীন পরিস্থিতিতে এবং বাতাসে পাওয়া যাচ্ছিল আত্মসমর্পণের আভাস। ভেতরের খবর অবশ্য সবার জানা ছিল না, আগের দিন বিকেলে গভর্নর ও নিয়াজির কাছে প্রেরিত বার্তায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জানান, ‘আপনি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যখন আর প্রতিরোধ কোনোভাবেই সম্ভব নয়, সেটা কোনো কাজের কথাও হবে না। এখন যুদ্ধ বন্ধ করার জন্য সব রকম ব্যবস্থা আপনাদের নেওয়া উচিত।’ তবে সর্বশেষ এই বার্তাতেও আত্মসমর্পণ কথাটা ঊহ্য রাখা হয় এবং দায়দায়িত্ব চাপানো হয় ইস্টার্ন কম্যান্ডের ওপর।

কী ঘটছিল পর্দার অন্তরালে, তার এক বিবরণ দিয়েছেন ঢাকাস্থ জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক কর্মকর্তা জন কেলি। ইস্টার্ন কম্যান্ডের হেডকোয়ার্টারসে জেনারেল নিয়াজি চাইছিলেন রাওয়ালপিন্ডি থেকে সুস্পষ্ট নির্দেশ আসুক আত্মসমর্পণের জন্য। সকালে তিনি গভর্নর মালিকের কাছ থেকে চিঠি পেয়েছিলেন ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য। গভর্নর লিখেছিলেন, ‘আপনার ও আমার কাছে প্রেসিডেন্ট প্রেরিত বার্তার পরিপ্রেক্ষিতে আপনার দিক থেকে কী ব্যবস্থা নিয়েছেন, সেটা আমি জানতে চাইছি। বার্তায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি সংঘাত বন্ধের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিন এবং সশস্ত্র বাহিনীর সদস্য, পশ্চিম পাকিস্তানের ও এখানকার বিশ্বস্তজনদের জীবন রক্ষার ব্যবস্থা গ্রহণ করুন। যা দরকার সেটা করার জন্য আপনাকে অনুরোধ করছি।’ নিয়াজি পিন্ডিতে জেনারেল হামিদের সঙ্গে ফোনে কথা বলেন। জেনারেল হামিদ তাঁকে ‘নির্দেশমতো কাজ করতে’ বলেন। নিয়াজি আকুল হয়ে প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সঙ্গে কথা বলতে চান। দেশের এই গুরুতর পরিস্থিতিতে ইয়াহিয়ার তখন অন্য দশা, নিয়াজি লিখেছেন, ‘জেনারেল হামিদ বললেন তিনি (ইয়াহিয়া) বাথরুমে গেছেন। আদতে তিনি বাথরুমে ছিলেন না, অতিরিক্ত মদ্যপানে তার তখন বেসামাল অবস্থা। এরপর এয়ার মার্শাল রহিম খান আমার সঙ্গে কথা বলেন, তাঁকেও মনে হচ্ছিল মাতাল, তিনি চাপ দেন আমি যেন প্রেসিডেন্টের হুকুম তামিল করি।’ এর পরপরই মালিক-ফারমান আলী মুসাবিদা করা লড়াইয়ে ক্ষান্ত দেওয়ার বার্তা ভারতীয়দের কাছে পাঠানোর ব্যবস্থা নেন নিয়াজি।

১৬ ডিসেম্বর, সকাল ১০ টা বেজে ৪০ মিনিট। যৌথবাহিনী ঢাকাতে প্রবেশ করে। এর আগেই অবশ্য বঙ্গবীর কাদের সিদ্দিকী তার সহযোদ্ধাদের নিয়ে মিরপুর ব্রিজ দিয়ে ঢাকায় ঢুকে পড়েন। একাত্তরের এই দিনে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কর্মকর্তা জন কেলি সকাল বেলায় ঢাকা সেনানিবাসের কমান্ড বাঙ্কারে পৌঁছেন। সেখানে লে. জেনারেল নিয়াজীকে পাওয়া গেল না। বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেল জেনারেল রাও ফরমানকে। রাও ফরমান জন কেলিকে বলেন, মিত্রবাহিনীর কাছ থেকে তারা আত্মসমর্পণের প্রস্তাব মেনে নিয়েছে। কিন্তু মিত্রবাহিনীর সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এই খবরটি তাদের জানাতে পারছে না। এই সময় জন কেলি রাও ফরমানকে জাতিসংঘের বেতার সংকেত ব্যবহারের প্রস্তাব দেন। এ সময় আত্মসমর্পণের জন্য সময় নির্ধারণ করা হয় বিকেল সাড়ে ৪টা। ঢাকাবাসী যখন এই আত্মসমর্পণের সময় জানতে পারল তখন তারা মেতে উঠে আনন্দ উল্লাসে।

রেসকোর্স ময়দান লোকে লোকারণ্য। পাকবাহিনীর জয়েন্ট কমান্ডার লেফটেনেন্ট জেনারেল নিয়াজি পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। আর যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেনেন্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সেসময়ের ডেপুটি কমান্ডার-ইন-চীফ ইয়ার কমডোর এ কে খন্দকার উপস্থিত ছিলেন এই স্মরণীয় অনুষ্ঠানে। প্রায় ৯৩০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। ২য় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা। অভ্যুদয় হলো বাংলাদেশের।

তথ্যসূত্রঃ
উইকিপিডিয়া

80
Lungs / 6 Ways To Cleanse And Revitalize Your Lungs
« on: December 04, 2013, 11:39:39 AM »
6 Ways To Cleanse And Revitalize Your Lungs

Even you don't puffed on chemical laden,industrial pollution,vehicle exhaust and heavy nano metal particles will damage our lungs.By proper nourishment and nurturing you can revitalize your lungs....

There are so many traditional medicines to revitalize your lungs.

Top 6 Ways To Cleanse And Revitalize  Your Lungs:

Deep Breathing: Deep breathing is very efficient way to clean your lungs.It will helps to clear the stuck air deep inside by replacing with fresh oxygen.Take a deep breath slowly and hold it as long as you can then exhale it longer than you think..Do this for 5 minutes definitely you will notice the difference.

Eliminating house hold toxins: Every day we are using so many house hold toxins such as deodorants,air fresheners,cosmetics etc..

Hot bath: Hot bath for 15-20 minutes will help to remove the toxins from our body that will helps to cleanse and revitalize our lungs.

Cranberry juice: Drinking cranberry juice is one of the best way to cleanse and revitalize your lungs.Drink 400 ml of cranberry juice before going to bed that can kill the bacteria in the lungs which can cause infections.

Exercises in water: Exercising in the water will helps to strengthen your lungs.If you exercise when you are in water can reduce the air capacity upto 75%.

Lemon: Drink lemon juice before breakfast that will helps to regenerate your lungs and also digest alkalizing foods.

81
Food / 10 Amazing Health Benefits Of Dates
« on: December 04, 2013, 11:07:58 AM »
10 Amazing Health Benefits Of Dates-

Dates are considered as regular dry fruits.It contains rich source of vitamins,nutrients and minerals...Those are very helpful to normal growth and well being.

Cholesterol & Fat: Dates are good choice who are looking to loss weight.In any weight loss
diet plan dates are included,because dates are free from any type of cholesterol and also contain less amount of fat.

Proteins: Dates are rich source of proteins and essential minerals that helpful to body functioning. Proteins are main building blocks for muscles.

Vitamins: Who are looking up to overcome vitamin deficiency dates are good choice.It contains almost all vitamins such as B1,B2,B3,B5 are very common and also A1 and C vitamin.

Energy: Energy is very important in our busy schedule.Natural sugars present in the dates will helps to boost up your energy in the body and gives you instant result.

Potassium & Sodium: Dates are rich source of potassium which will helps to protect us from the risk of a stroke in the body.It also reduce cholesterol.High amount of potassium and less amount of sodium is a good combination for a healthy nervous system.

Iron: Dates are rich source of iron which can be helpful in iron deficiency.Most of the people fails to consume adequate amount of iron because of adding other ingredients in their meal.Fluorine present in the dates are also helps from tooth decaying.

Constipation: People suffering with constipation(difficulty in emptying the bowels) for those people dates soaked in water will gives better result.

Detoxifying the body: Dates are also used to detoxifying the body after over consumption of alcohol.Dates are also helpful to gain weight  who are suffering with under weight problems such as iron,proteins and vitamin deficiency.

Cure cancer: It cures abdominal cancer and are also well known for night blindness and eyesight problems.

Skin problems: By consuming dates we can combat so many skin problems such as stretch marks vitamin B deficiency.Lack of vitamin B may cause different skin problems.It has a natural source of vitamin B.It can also strengthen hair follicle and prevent hair loss.

82
Stomach / Cut down salt intake for flat stomach
« on: December 03, 2013, 11:11:34 AM »
Cut down salt intake for flat stomach

A bloated stomach can invite many health-related problems. Cutting down on salt intake and focusing on potassium-rich fiber can help in getting a flat stomach, says an expert.


A new book by Robynne Chutkan, a gastroenterologist and founder of the Digestive Centre for Women in Washington D.C., suggests that women have a tendency to bloat more than men mainly because they have longer intestines.

Chutkan says that there are major differences between the male and female digestive tracts. So, to shrink the stomach size, a few precautions must be taken, reports femalefirst.co.uk.


Cut down on salt: Too much salt in the diet contributes to edema and bloating. Stick to the recommended 1500 mg of salt intake a day. Don’t put salt on the table to add to your dinner and limit the amount whilst cooking. Avoiding ready meals is a must too as these are laden with salt for flavour.
 

Eat more fiber: Eating a combination of soluble and insoluble fiber is an effective way to stay fit and avoid the bloated feeling that comes with constipation. Foods that are rich in fiber include oranges, mushrooms, raspberries, broccoli and cabbage.


Focus on potassium-rich foods: As sodium makes body retain water, potassium helps it to get rid of excess water. Eating potassium-rich foods like bananas and sweet potatoes can help minimise your middle waist. But make sure to exercise right as these can be fattening too.


Stay hydrated: Drinking enough water ensures that fibre can do its job to ease constipation too. Not drinking enough water can also aggravate your sodium and potassium levels.
 

Avoid digestive stress: Stay away from foods that are difficult to digest like sugary or fatty foods. Focus instead on simple meals what are made with whole foods and steamed vegetables to heal digestive system.


Ditch artificial sweeteners: Found in flavoured water, diet, low-carbs and sugar-free foods, artificial sweeteners aren’t completely digested by body. Bacteria in the large intestine tend to ferment them, causing gas and bloating. Always check food labels to avoid sorbitol, mannitol, xylitol and lacitol.

83
Reduce Fat /Weight Loss / Healthy Seeds for Weight Loss
« on: December 03, 2013, 11:08:00 AM »
Healthy Seeds for Weight Loss

Boost your energy levels and get great skin and hair by including pumpkin, hemp, flaxseeds, chia seeds and sesame seeds in your diet. These tiny seeds are loaded with nutrients like fibre, proteins, vitamins, iron and omega -3. They can be added to your salads and smoothies and are a healthy snack option, as they keep you satiated for a long time and aid in weight loss.
 

Pumpkin seeds: Pumpkin seeds are rich in zinc, which helps the body to produce the hormone testosterone. This hormone aids in building muscles and helps burn fat. Pumpkin seeds also contain iron and magnesium, which are important to keep up energy levels. They are also good for your digestive system and their rich protein content promotes lean body mass.
 

Hemp Seeds:
Hemp seeds are good for weight loss as they contain omega-3 fats that help burn body fat. They are also high in magnesium and iron, which can boost energy levels and their potassium content prevents bloating.
 

Chia seeds:
Chia seeds are full of magnesium, potassium, iron and omega -3 and they are low in fat. Every two spoons of chia seeds contain five grams of fat. When consumed they can keep you full for a long time and are said to be energising as well.
 

Flaxseeds: Flaxseeds are a good source of omega-3 fats. This helps your body burn fat and also regulates insulin levels. They also contain phytoestrogens, that act like estrogen in the body and help your hormones stay steady, which results in weight loss.


Sesame seeds: Sesame seeds are high in minerals and proteins. They also contain magnesium, vitamin E and calcium, which are good for your body’s metabolism and regulate blood sugar levels. Since it contains fibre, it keeps you full for a long time and also improves digestion.

84
Pharmacy / ‘Memories’ pass between generations
« on: December 03, 2013, 11:05:51 AM »
‘Memories’ pass between generations

Behaviour can be affected by events in previous generations which have been passed on through a form of genetic memory, animal studies suggest. Experiments showed that a traumatic event could affect the DNA in sperm and alter the brains and behaviour of subsequent generations, reports BBC.

A Nature Neuroscience study shows mice trained to avoid a smell passed their aversion on to their “grandchildren”. Experts said the results were important for phobia and anxiety research.

The animals were trained to fear a smell similar to cherry blossom.

The team at the Emory University School of Medicine, in the US, then looked at what was happening inside the sperm. They showed a section of DNA responsible for sensitivity to the cherry blossom scent was made more active in the mice’s sperm.

Both the mice’s offspring, and their offspring, were “extremely sensitive” to cherry blossom and would avoid the scent, despite never having experiencing it in their lives. Changes in brain structure were also found.

“The experiences of a parent, even before conceiving, markedly influence both structure and function in the nervous system of subsequent generations,” the report concluded.

The findings provide evidence of “transgenerational epigenetic inheritance” – that the environment can affect an individual’s genetics, which can in turn be passed on.

One of the researchers Dr Brian Dias told the BBC: “This might be one mechanism that descendants show imprints of their ancestor. There is absolutely no doubt that what happens to the sperm and egg will affect subsequent generations.”

Prof Marcus Pembrey, from University College London, said the findings were “highly relevant to phobias, anxiety and post-traumatic stress disorders” and provided “compelling evidence” that a form of memory could be passed between generations.

He commented: “It is high time public health researchers took human transgenerational responses seriously. I suspect we will not understand the rise in neuropsychiatric disorders or obesity, diabetes and metabolic disruptions generally without taking a multigenerational approach.”

In the smell-aversion study, is it thought that either some of the odour ends up in the bloodstream which affected sperm production or that a signal from the brain was sent to the sperm to alter DNA.

85
এই প্রথম মিলল গৌতম বুদ্ধের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ!

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় জানেন কী? নেপালের লুম্বিনিতে। আর সেখানেই এক প্রাচীন মন্দিরে খননকার্য চালানোর সময়ে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করে ফেলেছেন খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের আরেকটি অজানা কাঠামো। তাদের দাবি অনুযায়ী, এটা পৃথিবীর প্রাচীনতম বৌদ্ধমন্দির বা প্যাগোডা। ইতোপূর্বে আবিষ্কৃত প্রাচীনতম বৌদ্ধমন্দির ছিলো সম্রাট অশোকের সময়কালের। তবে এখন জানা গেছে যে সেটা এই মন্দিরের অনেক পরে তৈরি হয়, মোটামুটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে- যখন সম্রাট অশোক আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বৌদ্ধধর্ম ছড়িয়ে দিচ্ছিলেন।

এই আবিষ্কারের সাথে জড়িত গবেষকরা কাজ করছিলেন লুম্বিনির মায়া দেবী মন্দিরে। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির আংশিক অর্থায়নে পরিচালিত হচ্ছিলো এদের কাজ। তবে সাম্প্রতিক এই আবিষ্কারের অর্থায়ন করছে মূলত জাপান সরকার এবং নেপাল সরকার যা রয়েছে ইউনেস্কোর এক প্রকল্পের অধীনে যার লক্ষ্য হলো লুম্বিনির সংরক্ষণের প্রচেষ্টা শক্তিশালী করা।

ধ্যানরত সন্ন্যাসী, সন্ন্যাসিনী এবং দর্শনার্থীদের মাঝেই তাদের খননকার্য চালাতে হয়। Antiquity জার্নালে প্রকাশিত তাদের গবেষণার তথ্যে এসব প্রত্নতাত্বিকেরা বর্ণনা করেন কিভাবে লুম্বিনি থেকে শুরু হয়ে বৌদ্ধ ধর্ম চারিদিকে ছড়িয়ে পড়ে। এই গবেষণার সাথে জড়িত ডারহ্যাম ইউনিভার্সিটির রবিন কানিংহ্যাম এর মতে, বুদ্ধের ব্যাপারে খুব কমই জানা গেছে এখন পর্যন্ত। এ কারনেই তারা প্রত্নতাত্বিক দৃষ্টিভঙ্গি থেকে এখানে অনুসন্ধান করার উৎসাহ পান। আর তা করতে গিয়েই মায়া দেবী মন্দিরে এই প্রাচীন কাঠামো খুঁজে পান তারা।

বৌদ্ধ ধর্মানুসারে, রানী মহামায়া দেবী লুম্বিনি বাগানের একটি গাছের ডাল ধরে থাকা অবস্থায় বুদ্ধের জন্ম দেন। গৌতম বুদ্ধ বেড়ে ওঠেন বিলাস ও প্রাচুর্যের মাঝে, কিন্তু ২৯ বছর বয়সে গৃহত্যাগী হয়ে তিনি বোধনের সন্ধান শুরু করেন। কনিংহ্যাম বলেন, বুদ্ধের জন্মের সময়টাই এমন যে তখন শাক্য জাতির মানুষের মাঝে সামাজিক অনেক পরিবর্তন আসা শুরু করছিলো। প্রাচীন এই লুম্বিনি কালের গ্রাসে হারিয়ে যায় নেপালের বন-জঙ্গলের মাঝে। ১৮৯৬ সালে এক খুঁজে পাওয়া যায় এবং বুদ্ধের জন্মস্থান বলে শনাক্ত করা হয়। সম্রাট অশোকের সময়কালের এক নিদর্শন থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।

গবেষকদের মতে এই আবিষ্কার যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ পৃথিবীর প্রথম বৌদ্ধমন্দির হতে পারে এটি। আর এই মন্দির তৈরি হয়েছিলো একটি গাছকে ঘিরে। গবেষকরা খননের সময়ে গাছের শেকড় এবং কাঠের কোনো কাঠামোর চিহ্ন খুঁজে পান একটি কিছু ইঁটের স্তুপের নিচে। কাঠের এই গঠনের মাঝে ছিলো একটি উন্মুক্ত জায়গা। এ থেকে গবেষকেরা ধারণা করছেন এটাই হতে পারে সেই স্থান যেখানে বোধন হয় বুদ্ধের। বুদ্ধের অস্তিত্ব এবং অবস্থানের এই প্রথম কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেলো।

খননের ফলে প্রাপ্ত চারকোলের টুকরো এবং বালির কণা পরীক্ষা করে দেখা হয় রেডিওকার্বন এবং অপ্টিক্যালি স্টিমুলেটেড লুমিনেসেন্স পদ্ধতি ব্যবহার করে। এর ফলেই নির্ণয় করা যায় এগুলো সেই খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের। এই মন্দিরের মধ্যভাগে কোনও ছাদ ছিলো না। এ থেকেও ধারণা করে নেওয়া যায় এই স্থাপনার কেন্দ্রে একটি গাছ ছিলো।

একটি প্রেস কনফারেন্সে কনিংহ্যাম বলেন, এটা এমন এক দুর্লভ মুহূর্ত যেখানে ধর্ম এবং বিজ্ঞান পাশাপাশি অবস্থান করছে। বৌদ্ধ ধর্মানুসারে, বুদ্ধের বোধি লাভ হয় একটি বৃক্ষের নিচে এবং গবেষকেরাও একটি বৃক্ষকে কেন্দ্র করে গড়ে ওঠা মন্দির খুঁজে পেয়েছেন যা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের মত প্রাচীন সময়ে তৈরি হয়। আরও বলা হয়, এর আগে ওই এলাকায়(নেপালে) বৃক্ষ কেন্দ্র করে গড়ে ওঠা কোনও মন্দিরের খোঁজ পাওয়া যায় নি। সুতরাং সম্ভাবনা আছে যে এটাই হতে পারে সেই বৃক্ষ যার ডাল ধরে মহামায়া দেবী জন্ম দিয়েছিলেন গৌতম বুদ্ধকে।

তথ্যসূত্রঃ

http://www.redorbit.com/news/science/1113012372/buddha-birthplace-discov...
http://www.bbc.co.uk/news/science-environment-25088960
http://news.discovery.com/history/archaeology/buddhas-birthplace-found-a...
http://news.yahoo.com/discovery-suggests-buddha-lived-early-6th-century-...
http://edition.cnn.com/2013/11/25/world/asia/buddha-birthplace-buddhist

86
চিপস হতে পারে ক্যান্সারের কারণ!

দোকানে থরে থরে সাজানো রঙিন ঝলমলে চিপস এর প্যাকেট দেখলে লোভ লাগাই স্বাভাবিক। আকর্ষনীয় প্যাকেট ও মজাদার স্বাদের কারণে চিপস অনেকেরই প্রিয় একটি খাবার। বিশেষ করে চিপসের প্রতি শিশুদের আকর্ষণ অনেক বেশি। সব খাবার বাদ দিয়ে চিপস খেতে বেশি ভালোবাসে তারা। এই নিয়ে অধিকাংশ অভিভাবকরাই বেশ বিরক্ত। আবার অনেক অভিভাবক সন্তানের হাতে শখ করে চিপসের প্যাকেট তুলে দেয়। ফলে সন্তানেরও চিপস খাওয়ার অভ্যাস গড়ে ওঠে।

চিপস খেতে মজা ও দেখতে লোভনীয় হলেও চিপস হয়ে উঠতে পারে মরণ ব্যাধি ক্যান্সারের কারণ। সম্প্রতি গবেষকরা এমনই একটি তথ্য দিয়েছেন।

ডক্টর জরগেন স্ক্লান্ডট এর মতে চিপসে বিপদজ্জনক মাত্রার অ্যাক্রিলামাইড পাওয়া গিয়েছে যা অত্যন্ত ঝুকিপূর্ণ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফুড সেফটির হেড ডক্টর স্ক্লান্ডট জেনেভায় একটি জরুরী মিটিং ডেকে এই কথা বলেন। ব্রিটেন, সুইডেন, নরওয়ে, জার্মানী ও সুইজারল্যান্ডের গবেষকদের একটি দল বিষয়টি নিয়ে গবেষনা করেন এবং গবেষনার ফল প্রকাশ করেন। গবেষকরা আলুর চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, ব্রেকফাস্ট সিরিয়ালে উচ্চ মাত্রায় অ্যাক্রিলামাইডের উপস্থিতি পেয়েছে যা খুবই বিপদজনক। যেসব খাবার উচ্চ তাপমাত্রায় অধিক সময় ধরে প্রস্তুত করা হয় সেগুলোতে অ্যাক্রিলামাইডের উপস্থিতি বেশি পাওয়া যায় বলে জানা গিয়েছে।

অ্যাক্রিলামাইড বিভিন্ন ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী উপাদান। কিন্তু এই বছরের এপ্রিল মাসের আগেও বিজ্ঞানীদের ধারনাই ছিলো না যে অ্যাক্রিলামাইড রান্নার পদ্ধতির কারণে উৎপন্ন হয়ে থাকে।

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫জন গবেষক ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বিভিন্ন খাবারের উপর তিন দিন গবেষনা চালিয়ে ও আলাপ আলোচনা করে এই গবেষণাটি করেন। বিজ্ঞানীরা খাবার প্রস্তুতকারী ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকারীদের সাথে অ্যাক্রিলামাইড কমিয়ে কি করে খাবার প্রস্তুত করা যায় তা নিয়ে আলোচনা করেন।

ডক্টর স্ক্লান্ডট বলেন যে অ্যাক্রিলামাইড বিশ্বের বহু মানুষের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী একটি উপাদান। এটি একটি জেনোটক্সিক উপাদান। অর্থাৎ এটি শরীরের জেনেটিক্সে কিছু পরিবর্তন করে এবং ক্যান্সার সৃষ্টি করে। জরিপে দেখা গিয়েছে যে প্রায় ৩০%-৪০% ক্যান্সারের ক্ষেত্রেই অ্যাক্রিলামাইডের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। বর্তমান সময়ে গ্রহণ করা অ্যাক্রিলামাইডের প্রভাব আজ থেকে বহু বছর পরেও পড়তে পারে। যত বেশি অ্যাক্রিলামাইড গ্রহণ করা হবে তত বেশি ঝুঁকি বাড়বে।

তেলে ভাজা, বেকিং, গ্রিল কিংবা রোস্ট করার ক্ষেত্রে অ্যাক্রিলামাইড বৃদ্ধি পায়। তবে ভাজি ও বেক করা খাবারে অ্যাক্রিলামাইডের পরিমাণ অনেক বেশি থাকে। তবে খাবার সেদ্ধ করার সময় অ্যাক্রিলামাইড বৃদ্ধি পায় না। ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির গবেষণায় দেখা গিয়েছে যে ফ্রেঞ্চ ফ্রাই ও আলুর চিপসে ৩১০ পার্ট পার বিলিয়ন অ্যাক্রিলামাইড এর উপস্থিতি পাওয়া যায়।

87
চলে গেলেন ডিএনএর জনক ফ্রেডরিক স্যাঙ্গার

যুক্তরাজ্যের কিংবদন্তি প্রাণরসায়নবিদ, ডিএনএর (বংশলতিকা) জনক ও দুইবার নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী ফ্রেডরিক সেঙ্গার বুধবার ৯৫ বছর বয়সে মারা গেছেন। বিশাল কর্মপরিধি ও রসায়ন জগতের জটিল সব আবিষ্কারের জন্য সহকর্মীদের কাছে তিনি ‘সর্বকালের সেরা বিজ্ঞানী’ এবং ব্রিটিশ বিজ্ঞানের ‘রিয়েল হিরো’ নামে পরিচিত ছিলেন।

বিজ্ঞান প্রজন্মে ‘জাত বীর’ হিসেবে পরিচিত এই কিংবদন্তি পুরুষের জন্ম ১৯১৮ সালের ১৩ আগস্ট ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ার শহরে। বালক বয়স থেকে চিকিৎক বাবাকে অনুসরণ করেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়জীবনে তার কাছে প্রিয় হয়ে ওঠে রসায়নবিদ্যা। তাই স্নাতক ভর্তি হন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। ডক্টরেট ডিগ্রি লাভ করেন ১৯৪৩ সালে।

পুষ্টি জগতের প্রোটিনের গঠনের ইতিবৃত্ত আসে ড. ফ্রেডিরিখের গবেষণা ও চিন্তার সূত্র ধরে। প্রোটিনের রাসায়নিক রূপ দাঁড় করানোর জন্য ১৯৫৮ সালে প্রথমবার নোবেল পান তিনি। প্রজন্ম চিহ্নিতকরণে বর্তমানে বহুল ব্যবহৃত ডিএনএ টেস্ট পদ্ধতি। ডিএনএর গাঠনিক রূপ নিয়ে তার তত্ত্বটি ‘সেঙ্গার সিকিউয়েন্স’ নামে পরিচিত, যা বর্তমানে ডিএনএ টেস্টে ব্যবহৃত হচ্ছে। এর জন্য ১৯৮০ সালে আবারো নোবেল পান ফ্রেডরিখ। ওই যুগান্তকারী তত্ত্বের জন্য ‘ফাদার অব জেনমিকস’ উপাধিতে ভূষিত হন তিনি।

ফ্রেডরিকের পাওয়া পুরস্কারগুলোর মধ্যে অন্যতম ছিলো ব্রিটেনের সর্বোচ্চ পুরস্কার অর্ডার অব মেরিট (১৯৮৬) পুরস্কার। ব্রিটিশ রাজতন্ত্রের নাইট উপাধির জন্যও তাকে নির্বাচিত করা হয়। তবে নিজের নামের পাশে স্যার শব্দটি যোগ করতে স্বাচ্ছন্দবোধ করতেন না বলে সেই পুরস্কারটি নেননি এই বিজ্ঞানী।

২০ নভেম্বর রাতে এই বর্ষীয়ান রাসায়নবিদের মৃত্যুর খবর প্রকাশ করেছে বিবিসি, গার্ডিয়ানসহ বিশ্বগণমাধ্যম। তবে প্রকাশিত তাৎক্ষণিক খবরে তার মৃত্যুর সময় ও অবস্থানের কথা উল্ল্যেখ করা হয়নি। খবরে কেবল প্রকাশ করা হয়েছে এই কীর্তিমানের অবদান ও স্বীকৃতির স্মারক। এদিকে বিবিসি জানিয়েছে, ফ্রেডরিক দুইবার নোবেল পাওয়া একমাত্র ব্রিটিশ এবং রসায়নে দুইবার নোবেল পাওয়া পৃথিবীর একমাত্র বিজ্ঞানী।

সম্মাননা
ফেলো অব দ্য রয়েল সোসাইটি - ১৯৫৪
কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার - ১৯৫৩
অর্ডার অব দ্য কম্প্যানিয়ন্স অব অনার - ১৯৮১
অর্ডার অব মেরিট (কমনওয়েলথ) - ১৯৮৬
রয়েল মেডেল - ১৯৬৯
কপলি মেডেল - ১৯৭৭

এক নজরে ফ্রেডরিক স্যাঙ্গার
জন্ম: ১৩ আগস্ট ১৯১৮ (বয়স ৯৫) ইংল্যান্ড, যুক্তরাজ্য
জাতীয়তা: ব্রিটিশ
কর্মক্ষেত্র: প্রাণরসায়ন
প্রতিষ্ঠান: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়,
প্রাক্তন ছাত্র: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণ: ইন্সুলেনের অ্যামিনো এসিড সিকুয়েন্স, ডিএনএ সিকুয়েন্সিং-এর ডিডিঅক্সি
উল্লেখযোগ্য পুরস্কার রসায়নে নোবেল পুরস্কার (১৯৫৮)
রসায়নে নোবেল পুরস্কার (১৯৮০)

সূত্র: বিবিসি, গার্ডিয়ান, উইকিপিডিয়া

88
তৈরি হতে যাচ্ছে ভাসমান শহর যা ঘুরে বেড়াবে পুরো বিশ্ব

কল্পনা করুন এরকম একটি শহর যা সাগর পথে পুরো বিশ্ব ঘুরে বেড়াবে, দেশ থেকে দেশে ভেসে বেড়াবে। কিছুতেই আপনি একঘেয়েমিতে আক্রান্ত হবেন না। আর এ সুযোগটিই এনে দিয়েছে ‘ফ্রিডম শিপ’ নামে একটি জাহাজ, যেটাকে বিশ্বের প্রথম ভাসমান শহরের স্বীকৃতিও দেয়া হচ্ছে। তবে তা এখনো পরিকল্পনাধীন। জাহাজটির ডিজাইনাররা এটির কম্পিউটার প্রযুক্তি দিয়ে তৈরি করা ছবি প্রদর্শন করেছেন, যা থেকে জানা যায় এই জাহাজের বিস্তৃতি হবে এক মাইল ব্যপী।

২৫ তলার এই জাহাজটিতে ৫০ হাজার মানুষ বসবাস করতে পারবে। এখানে থাকবে স্কুল, হাসপাতাল, আর্ট গ্যালারি, দোকান, পার্ক, একুরিয়াম ও ক্যাসিনো। এমনকি জাহাজটির একটি নিজস্ব বিমানবন্দর ও রানওয়ে থাকবে, যাতে ছোট ছোট ব্যক্তিগত ও বাণিজ্যিক বিমান ৪০ জন যাত্রী নিয়ে উঠা-নামা করতে পারবে।

ফ্লোরিডা ভিত্তিক ফ্রিডম শিপ ইন্টারন্যাশনাল-এর পরিচালক ও ভাইস-প্রেসিডেন্ট রজার এম গুচ বলেন, “এই জাহাজটি হবে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ও ভাসমান শহরও।“ আর পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে খরচ হবে ৬ বিলিয়ন পাউন্ড। সৌর ও বায়ু শক্তি দিয়ে এই জাহাজটি পরিচালিত হবে। এটি আমেরিকার পুর্ব উপকূল থেকে যাত্রা শুরু করে আতলান্তিক সাগর দিয়ে ইউরোপে যাবে ও ভূ-মধ্যসাগরেও প্রবেশ করবে। এরপর এটি আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে যাবে অস্ট্রেলিয়াতে। পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে শীতকালে এটি পৌঁছবে উত্তর আমেরিকার উত্তর উপকূলে। এরপর গ্রীষ্মকালে যাবে দক্ষিণ আমেরিকায়।

৩৫০ ফুট উচ্চতা ও ৪০০০ ফুট দৈর্ঘ্যের এই জাহাজের আকৃতি কুইন মেরি-২ ক্রুজ জাহাজের চেয়েও তিন গুণ বড়।

89
নকিয়া প্রকাশ করল লুমিয়া ৫২৫

মাইক্রোসফট এর উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম এর সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন নকিয়া লুমিয়া ৫২০ এর পরবর্তি সংস্করণ আনল নকিয়া। নকিয়া ৫২৫ নামের এ মোবাইল ফোনটিতে ৫২০ এর দ্বিগুণ র‍্যাম অর্থাৎ ১ গিগাবাইট র‍্যাম থাকবে। এছাড়া লুমিয়া ব্ল্যাক আপডেট দেওয়া থাকবে।

ফোনটি মূলত লুমিয়া ৫২০ এর কিছুটা উন্নত সংস্করণ মাত্র। ১ গিগাবাইট র‍্যামের পাশাপাশি এতে আছে ক্রেইট আর্কিটেকচার ভিত্তিক ১ গিগাহার্জ ডুয়াল কোর স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর, ৮০০x৪৮০ রেজুলেশনের ৪ ইঞ্চি স্ক্রিন, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ( ৬৪ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি সাপোর্ট), পরিবর্তনশীল কভার এবং ১৪৩০ এমএএইচ ব্যাটারী।

নকিয়ার ওয়েবসাইটে আপাতত বলা আছে যে, সেটটি মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকায় মুক্তি পাবে। আমেরিকা এবং ইউরোপে মুক্তির ব্যাপারে কোন তথ্য নকিয়ার ওয়েবসাইটে পাওয়া যায় নি।

সেটটির দাম সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায় নি। তবে দ্যা ভার্জ এর মতে নকিয়া জানিয়েছে ডিসেম্বরে সেটটি সিঙ্গাপুরে বিক্রি শুরু হবে যেখানে দাম হবে ২৪৯ সিঙ্গাপুরি ডলার অথবা ১৫৪২০ টাকা।

90
সবসময়ের সঙ্গী ডেল এন৩৪২১

সময়ের ব্যাবধানে হালনাগাদ হচ্ছে বহনযোগ্য পিসি। নিয়মিত বিরতিতে ল্যাপটপ বাজারে তাই আসছে নতুন সংস্করণ। তারপরও মৌলিক কাজের জন্য কিছু কিছু নোটবুক আছে যার প্রতি একটু বেশী মায়া জন্মে।

আর সেই নোটবুকটি যদি বাজেট বান্ধব হয় এবং প্রয়োজনে আপগ্রেড কারর সুযোগ থাকে তাহলে নড়ে চড়ে বসতেই হয়। তেমনি একটি নোটবুক ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন সিরিজের এন৩৪২১। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার তৃতীয় প্রজন্মের এই নোটবুকটিতে ব্যবহার করা হয়েছে ৩২১৭ইউ মডেলের প্রসেসর। এর গতি ১.৮ গিগাহার্জ পর্যন্ত। নোটবুকটিতে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ও ২জিবি র্যা ম। দুইটি স্লট থাকায় প্রয়োজনে তা ৮জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ব্যবাহারকারী।

ফ্রি ডস থাকায় ইচ্ছে মতো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। এতে অনায়াসে ৫০০জিবি তথ্য-উপাত্ত সংরক্ষণ করা যায়। চাইলেই এইচডিএমআই পোর্টেও মাধ্যমে বড় স্ক্রিনে মুভি দেখতে পারবে। ৪ সেল লিথিয়াম আয়ন ব্যাটারি থাকায় এক চার্জে টানা তিন ঘণ্টারও বেশি সময় বৈদ্যুতিক সংযোগ ছাড়াই কাজ করা যাবে। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এর বাজারজাত করা এই নোটবুকটির মূল্য ৩৬ হাজার ৩০০ টাকা। আর এর সাথে থাকছে একটি অরিজিনাল ক্যারিকেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবা।

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 17