Daffodil International University

General Category => Common Forum => Topic started by: BRE SALAM SONY on August 05, 2011, 03:52:15 PM

Title: ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট
Post by: BRE SALAM SONY on August 05, 2011, 03:52:15 PM
ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট


আপনরা হয়ত ন্যাশনাল আইডি কার্ড সম্পর্কে আগেই বেশ গ্যানাহত হয়ে আছেন
তার পরও আমি আরেকটু আহত করবার চেষ্টা করছি

ধরা যাক,
ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি হচ্ছেঃ
২৬৯৯০৪০১৫০৬০০

বুঝবার সুবিধার্থে ভেঙ্গে যদি দেখিঃ
২৬-৯-৯০-৪০-১৫০৬০০

যার প্রথম দুই ডিজিট - ২৬ হচ্ছে জেলা কোড। যেমনঃ ঢাকা জেলা।

পরবর্তী ডিজিট- ৯ হচ্ছে আর.এম.ও (রিজিওন)
এখানে ৯ মানে সিটি কর্পোরেশন।

১ = পল্লী
২ = পৌরসভা / অন্য এলাকা
৩ = শহর
৫ = ক্যান্টঃ বোর্ড
৯ = সিটি কর্পোরেশন

পরবর্তী দুই ডিজিট- ৯০ হচ্ছে উপজেলা/থানা কোড।

পরবর্তী দুই ডিজিট- ৪০ হচ্ছে পৌর/ওয়ার্ড/ইউনিয়ন কোড।

পরবর্তী ৬ ডিজিট হচ্ছে ব্যক্তিগত নম্বর

আশা করছি বিষয়ডা এক্কেরে সার্ফ এক্সেল দিয়া ধুইয়া গেছে.. :P



 Earn money with AlertPay
 (https://www.alertpay.com/?3d9KSI7NelpTfQlxtxF9JA%3d%3d)




<a href ="https://www.alertpay.com/?3d9KSI7NelpTfQlxtxF9JA%3d%3d" >"AlertPay"[/url]
Title: Re: ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট
Post by: baset on September 24, 2011, 06:07:28 PM
Useful information
Title: Re: ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট
Post by: shaikat on September 25, 2011, 10:40:52 AM
দারুন জিনিস শেখা হল...
Title: Re: ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট
Post by: mamun63 on September 25, 2011, 02:38:10 PM
যদি ন্যাশনাল আইডি কার্ড হারানো যায় তবে কি করবেন - জেনে নিন

প্রথমে থানায় একটা জিডি করবেন - আপনার নাম, বাবার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং সম্ভব হলে ভোটার/আইডি নম্বর উল্লেখ করে। যদি বর্তমান ঠিকানা এবং কার্ড তৈরীর সময়কার ঠিকানা ভিন্ন হয় তবে অবশ্যই পূর্বের ঠিকানার কথা উল্লেখ করবেন।

জিডির কার্বন কপি নিয়ে চলে যাবেন আগারগাও নির্বাচন কমিশনের অফিসে - ৬৭ নম্বর বাড়ি। তালতলায় নেমে রিকশা ভাড়া ১৫ টাকা। সেখানে আপনার থানার জন্য নির্ধারিত রুম আছে, সহকারীকে আপনার সমস্যার কথা জানাবেন। যদি এমনটি হয় যে আপনি আপনার ভোটার আইডি জানেন না, তবে তারা একটা বই থেকে আপনার ছবি, তথ্য এবং ভোটার আইডি বের করতে দিবে, সেইটা ভীষন ভেজালের কাজ। কারণ এলাকায় যত মানুষ আছে তাগো সবার বদন দেখতে দেখতে নিজের বদন কিরকম সেইটা ভুইলা যাইতারেন :( যাকগে, নিজেরটা বের করে ভোটার নম্বরটি আপনার সংগ্রহে লিপিবদ্ধ করতে হবে। জিডির কপি এখানে লাগবে না।

এবার দশমিনিট হাটা দুরত্বে যেতে হবে ইসলামিক ফাউন্ডেশনের সাত তলায়। সেখানে আইডি কার্ড হারানো এবং সংশোধন কার্যাবলী নিয়া বিশাল যজ্ঞ চলতেসে। একটা ফরম পূরন করে জিডির কপি সহ জমা দিতে হবে, তারা একটা নেক্সট ডেট জানাবে, সেই ডেটে গিয়া কার্ড নিয়া আসতে হবে।

খুবই সিম্পল কারবার। প্র্যাকটিস করার জন্য নিজের কার্ডটা একবার হারায়া দেখতারেন :)
Title: Re: ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট
Post by: Mahanaj on October 03, 2011, 03:15:36 PM
Thanks for your informative post.
Title: Re: ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট
Post by: sanjida.dhaka on October 04, 2011, 05:05:58 PM
important info....
Title: Re: ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট
Post by: sethy on October 05, 2011, 01:05:00 PM
Thanks for your information. Really it become very clear to us.............
Title: Re: ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট
Post by: goodboy on October 05, 2011, 10:11:34 PM
Yah....bro....!!!!!!

Very clear.............