Daffodil International University

Outsourcing => Social Media Marketing => Facebook => Topic started by: Sultan Mahmud Sujon on January 31, 2015, 01:02:01 PM

Title: ফেসবুকের সর্বোচ্চ ১৫ টি পদের বেতন তালিকা
Post by: Sultan Mahmud Sujon on January 31, 2015, 01:02:01 PM
ওয়েব ডেস্ক: ফেসবুকে চাকরির করার স্বপ্ন হয়ত অনেকই দেখেন। সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে বসে ফেসবুক অফিসে কাজ করছেন। বিশ্বের একনম্বর জনপ্রিয় কোম্পানির জব স্টাইল যে অন্য পাঁচটা কোম্পানির মতো নয় একথা বলাবাহুল্য। কিন্তু আমাদের জানতে ইচ্ছে তো করে যারা ফেসবুকে চাকরি করে মাসের শেষে কত মাইনে পায়।
জব পোর্টাল গ্ল্যাসডোর প্রকাশ করে ফেসবুকের বিভিন্ন পদের বেতন তালিকা। তাদের বেতন তালিকা দেখে সাধারণ চাকরিজীবীদের চক্ষু ছানাবড়া হতে পারে। কিন্তু ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের বছরে বেতন মাত্র ১ ডলার। যদিও ফেসবুকে তাঁর ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ (২০১২ সর্বশেষ খবর অনুযায়ী)।

নীচে ফেসবুকের সর্বোচ্চ ১৫ টি পদের বেতন তালিকা দেওয়া হল। বেসিক বেতন ও বোনাস নিয়ে বছরে তাদের ইনকাম--

১. Engineering Manager: ২ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা (£252k)
২. Software Engineer V: ১ কোটি ৫৯ লক্ষ টাকা (£171k)
৩. Senior Software Engineer:১ কোটি ২৯ লক্ষ ৭৬ হাজার টাকা (£140k)
৪. Software Engineer IV:১ কোটা ২৮ লক্ষ ৯১ হাজার টাকা (£139k)
৫. Product Manager:১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা (£129k)
৬. Data Scientist:১ কোটি ১৪ লক্ষ ২ হাজার টাকা (£123k)
৭. Software Engineer: ১ কোটি ১২ লক্ষ ৫৮ হাজার টাকা (£121k)
৮. Technical Program Manager:১ কোটি ৭ লক্ষ ৭৯ হাজার টাকা (£116k)
৯. Research Scientist: ১ কোটি ৬ লক্ষ ২ হাজার টাকা (£114k)
১০. Software Engineer III: ১ কোটি ৫ লক্ষ ২ হাজার টাকা (£113k)
১১. Network Engineer: ৯৮ লক্ষ ৩২ হাজার টাকা (£106k)
১২. Data Engineer: ৯০ লক্ষ ২১ হাজার টাকা (£97k)
১৩. User Interface Engineer: ৯০ লক্ষ ৬ হাজার টাকা (£97k)
১৪. Production Engineer: ৮১ লক্ষ ৩৬ হাজার টাকা (£87k)
১৫. Product Analyst: ৭২ লক্ষ ৯৭ হাজার টাকা (£78k)


Source: Internet
Title: Re: ফেসবুকের সর্বোচ্চ ১৫ টি পদের বেতন তালিকা
Post by: fahad.faisal on January 29, 2018, 05:44:03 PM
Thanks a lot for the informative post.
Title: Re: ফেসবুকের সর্বোচ্চ ১৫ টি পদের বেতন তালিকা
Post by: 710001113 on March 03, 2018, 09:18:47 PM
thnx