Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - sarmin sultana

Pages: 1 ... 3 4 [5] 6
61
ভিসা পাওয়ার জন্য কিছু কথা:
১. পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ৬মাস থাকতে হবে, আবেদন পত্র জমাদেওয়ার দিন যদি ৬মাসের কম থাকে পাসপোর্টের মেয়াদ, তাহলে ভিসা পাবেন না।
২. অনলাইনে নিজেই ফর্ম পুরণ করবেন, ফরম পুরণ করা শেষ হলে একটা Appointment তারিখ নির্বাচন করুন, মনে রাখবেন, নির্বাচিত তারিখে যদি ফর্ম জমা না দিতে পারেন তবে, পুণরাই অনলাইনে আবেদন করতে হবে। ফর্ম পূরণ শেষ হলে ফর্মটি PDF ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন, পরে এটা বাইরে থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

আসুন ফর্ম পুরণ করা যাক:
প্রথমে চলুন যাই: http://www.ivacbd.com/general_instruction_for_online_visa_application_form.html ঠিকানায়। আগে বিস্তারিত ভাল করে পড়ুন। তারপর Online Visa Application Form এর উপর ক্লিক করুন। পেজটি ভাল করে পড়ুন, এরপর Online Visa Application Registration বাটনে ক্লিক করুন।
নতুন একটি ট্যাবে ফর্ম চালু হবে। উপর থেকে প্রথমেই Temporary Application ID কপি করে রাখুন।
সিলেক্ট করুন Indian Mission. যারা খুলনা-সিলেট-ঢাকা-বরিশাল বিভাগের বাসিন্দা তারা “Bangladesh-Dhaka” নির্বাচন করুন, এবং ফর্ম ঢাকায় জমা দিতে পারবেন, কিন্তু নিজ বিভাগের(খুলনা-সিলেট) অফিসেও জমা দিতে পারবেন, ঢাকাতে জমা দিলে ফি নিবে ৪০০টাকা এবং ২দিনের মধ্যেই ভিসা পাবেন, আর খুলনায় জমা দিলে ৭-১৪দিন সময় লাগবে এবং ৬০০টাকা লাগবে,  আসলে খুলনা এবং সিলেটের থেকে সরাসরি ভিসা দেওয়া হয়না, এখান থেকে ফর্ম নিয়ে ওরা ঢাকায় পাঠায়, ঢাকা থেকে ভিসা আসে খুলনা ও সিলেটে। তবে ঢাকার+বরিশালের বাসিন্দাগন অবশ্যই ঢাকাতে জমা দিতে হবে। http://www.ivacbd.com / ওয়েবসাইটে আপনার বিভাগীয় অফিসের ঠিকানা পাবেন।
* ফর্ম এর ভিতরে একটা ফিল্ড আছে যেখানে ওরা জানতে চেয়েছে যে আপনার দাদা-নানা কেউ কি পাকিস্তানে ছিলেন কিনা, দয়া করে এখানে No দিন, না হলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম।
* ফর্ম পুরণ শেষে যদি Appointment তারিখ না আসে, তাহলে ১০-১২ ঘন্টা পর http://indianvisaonline.gov.in/visa/ ওয়েবসাইটে গিয়ে Appointment তারিখ নিন, যদি না পান, তাহলে আবারও ১২ ঘন্টা পর ট্রাই করুন।
* ফর্ম এর একটি ফিল্ডে ভারতে আছেন এমন একজনের ঠিকানা দিতে হবে, যদি কেউ না থাকে , তাহলে নেটে সার্চ করে যে কোন একটা হোটেলেই নাম+ঠিকানা+ফোন নাম্বার দিয়ে দিন, আর এই তথ্যটি মনে রাখুন, এটি ভারতে প্রবেশের সময় জিজ্ঞাসা করতে পারে।
* ফর্ম পুরণ করার সময় উল্লেখ করে দিতে হবে যে আপনি কোন বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করবেন? এবং শুধুমাত্র আপনার নির্বাচিত বর্ডারদিয়েই আপনি প্রবেশকরতেও ফিরতে পারবেন। আগে থেকে গুগল ম্যাপ সার্চ করে যেনে নিন,

যে সমস্ত কাগজ-পত্র লাগবে নিম্নে  সেগুলির তালিকা :
১. অনলাইনে আবেদনের অরিজিনাল কপি। অবশ্যই দুইটি আলাদা A4 পৃষ্ঠায় একপিঠ করে প্রিন্ট করবেন।
*(আবেদন পত্রের উপরের ডানদিকে সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত 2”x2”সাইজের ছবি আঠা দিয়ে লাগাতে হবে, তার নিচে ও দ্বিতীয় পৃষ্ঠার শেষে সাইন করতে হবে, সাইনটি অবশ্যই পাসপোর্টের সাইনের সাথে মিল থাকতে হবে।)
২. সর্বশেষ ৩ মাস বা তার অধিক সময়ের ব্যাংক স্টেটমেন্ট এর ফটোকপি এবং অরিজিনাল কপি দিতে হবে, অরিজিনাল কপির উপর অবশ্যই ব্যাংক এর সিল থাকতে হবে, এবং উক্ত স্থানে ব্যাংক এর যোগাযোগ ফোন নম্বার থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট এ অবশ্যই ১৬-২০ হাজার টাকার সর্বশেষ ব্যালেন্স দেখাতে হবে। পারলে আরও বেশী দেখালে ভাল হয়, ১৬০০০টাকার নিচে ব্যালেন্স থাকলে ভিসা নাও পেতে পারেন!
*অরিজিনাল ব্যাংক স্টেটমেন্টটি পাসপোর্টের শেষ পাতার সাথে স্ট্যাপলিং করে দিতে হবে, এবং এটি ভিসার সাথে ফেরৎ পাবেন।
৩. জন্ম নিবন্ধন+জাতীয় পরিচয় পত্র+নাগরিক সনদ এর ফটোকপি দিবেন।
৪. ঠিকানার সত্যতার প্রমানের জন্য বিগত ৩ মাসের যে কোন একটি ইউটিলিটি (বিদ্যুত/পানি/টেলিফোন) বিলের ফটোকপি দিবেন,
৫.পাসপোর্ট এর প্রথম ৮ পৃষ্ঠা(১ম থেকে ভিসার পাতা পর্যন্ত) ও শেষ পৃষ্ঠার ফটোকপি দিবেন।


কয়েকটি বিষয় না জানলেই নয়:
ক. যদি মেডিকেল ভিসার আবেদন করেন, তবে পেপারস জমা দেওয়ার সাথে মেডিকেলের পেপার্স গুলাও জমা দিতে হবে, এতে সমস্যাও আছে, মেডিকেলের জন্য আবেদন করলে ওরা পুরা তিন মাসের ভিসা দিবে না, ১৫ দিন থেকে ২ মাসের ভিসা দিবে, কিন্তু যদি টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন, তাহলে ওরা সহজেই ভিসা দিবে, এবং পুরা ৩ মাসেরই ভিসা দিবে। তরে টুরিস্ট ভিসার মেয়াদ বৃদ্ধি করা যায় না।
খ. ফর্ম এর কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না, আবার Appointment Date শেষ না হয়ে যাওয়া পর্যন্ত নতুন করে আবেদন ও করতে পারবেন না, যদি কোন তথ্য ভুল হয়ে যায় , তাহলে Appointment Date এর পরের দিন আবার নতুন করে আবেদন করুন।
গ. ফর্ম জমা দেওয়ার অফিসে কোন প্রকার ব্যাগ নিয়ে প্রবেশ করতে দিবে না, তাই একটা ফাইলে করে কাগজ-পত্র নিয়ে যাবেন, ফাইল নিয়ে প্রবেশ করতে দিবে।
ঘ. ব্যাংক স্টেটমেন্ট এর উপর অবশ্যই ব্যাংক এ যোগাযোগ নাম্বার ও ঠিকানা থাকতে হবে। ম্যানেজার বা অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর+সীল থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্টে এ্কাউন্ট নাম্বারটি স্পস্ট হতে হবে।
ঙ. ফর্ম জমাদেওয়ার পর অফিস থেকে একটি রিসিট পেপার দিবে, এটা হারাবেন না, এটাতে ভিসা পাওয়ার তারিখ উল্লেখ থাকবে, কিন্তু এই ভাবে উল্লেক থাকবে যে Delivery Not Before 30-Oct-2012. ভিসা পাওয়ার তারিখের আগের দিন অনলাইনে Check Visa Status এ ক্লিক করে দেখে নিন যে ভিসা under processing দেখাচ্ছে কিনা, যদি এটা দেখায়, তাহলে বুঝবেন যে ভিসা এখনও হয়নি।



Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Orogram

62
Informative post.........thanks for Sharing



Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Program

63
Fruit / Health benefits of Dates
« on: July 14, 2013, 12:04:04 PM »

রমজানে ইফতার করা, মুমিন মুসলিমদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। সারাদিন রোজা রাখার পর আমরা খেজুর খেয়ে ইফতার শুরু করি। খেজুর খেয়ে ইফতার করা সুন্নত। তাই রমজানে খেজুরের কদর বেড়ে যায়। খেজুর না থাকলে আমাদের ইফতার যেন পরিপূর্ণ হয়না। কিন্তু কী আছে এই খেজুরে, আমরা কেন এতো গুরুত্বের সঙ্গে খেজুর খাই?

আমরা হয়তো অনেকেই জানি মিষ্টি মধুর ছোট এই ফলটির গুণের কথা। আর যারা না জেনেই খেজুর খাই আজ জেনে নেই।

বলা হয়ে থাকে বছরে যতোগুলো দিন আছে, খেজুরে তার চেয়েও বেশি গুণ রয়েছে। খেজুর যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিকর ফল।

এমিনো এসিড, প্রচুর শক্তি, শর্করা ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খেজুর খেলে:

    খাদ্যশক্তি থাকায় দুর্বলতা দূর হয়
    খেজুর স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে
    রোজায় অনেকক্ষণ খালি পেটে থাকা হয় বলে দেহের প্রচুর গ্লুকোজের দরকার হয়
    খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এ ঘাটতি পূরণ হয়
    হৃদরোগীদের জন্যও খেজুর বেশ উপকারী
    খেজুরের প্রচুর খাদ্য উপাদান রয়েছে
    খেজুর রক্ত উৎপাদনকারী
    হজমশক্তি বর্ধক, যকৃৎ ও পাকস্থলীর শক্তিবর্ধক
    রুচি বাড়ায়
    ত্বক ভালো রাখে
    দৃষ্টিশক্তি বৃদ্ধি করে
    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
    খেজুরের আঁশ কোলেস্টেরল কমাতে সাহায্য করে
    পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য উপকারী
    ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সার রোধ করে
    অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মের সময় খেজুর খেলে জরায়ুর মাংসপেশির দ্রুত সংকোচন-প্রসারণ ঘটিয়ে, প্রসব হতে সাহায্য করে
    এছাড়াও এ ফল প্রসব-পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয়।

যে কোনো ফলের চেয়ে খেজুরের পুষ্টিগুণ বেশি। শুধু রমজান মাসের জন্য নয় সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এই ফলটিকে রাখতে পারি।


Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Program

64
Common Forum/Request/Suggestions / Re: Mango
« on: July 14, 2013, 10:16:45 AM »
nice post......I love mango  :D



Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Program

65
Thanks for sharing......



Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Office

66
Eyes / Re: The Harmful Effects of Eyeliner, Kajal And Eye Make-up
« on: July 13, 2013, 12:31:45 PM »
Thanks for sharing......





Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Office

67
Informative post.....





Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Office

68
Travel / Visit / Tour / Re: Bandarban beauty of Nature
« on: July 13, 2013, 12:18:53 PM »
Nice post.... :)






Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Office

69

Madhabkunda waterfall is one of the most attractive tourist spots in Sylhet division. It is the largest waterfall in Bangladesh. Big bolder of stones and the black stones with green leafy trees are making this waterfall so charming and eye catching. The rhythmic sound of waterfall from 200 ft height you must enjoy. Its natural beauty must attract you. It will help you to take a breath of self-complacency. Near you can also find a very beautiful tribe village and you can enjoy tribe life here. Lots of tourists from all corner of the world and picnic parties come to Madhabkunda every day for their enjoyment. Here you will also see some elephants and other wild animals.

        Location Barolekha Upazila,Moulvibazar,Sylhet.
        Climate Visitors may go there in between November to March as the weather is cool & hardly rainfall during this period.

        How to get there

        First you have to go to Barolekha from Sylhet by bus and it will take 2 hours to go.From Barolekha you have to take an auto-rickshaw to reach Madhabkunda echo park gate.
        But if you travel by train you have to get down at Kulaura rail station and from there you can reach Madhabkunda within one hour by microbus or minibus.
        From Echo park gate you have to walk for 15 minutes to find the waterfall.
        Notice: There is no bus from 11 AM to 3 PM at afternoon.
        Where to stay

        There is a Parjatan Motel with a good restaurant for accommodation and fooding.You will also find a Bunglow of district council.you need to have a prior booking for the bunglow from Moulvibazar Zilla Parishad office

        There are many hotels and rest houses are available at Srimangal and sylhet town so you can stay there.
        Entry Permits/Fees

        BDT 10 ( Echo Park gate) .
        Accessories needs to have Don’t forget to take swimming costumes if you want to take bathe here.





Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Office

70
Real Estate / Re: Graduate In Real Estate Department.
« on: October 08, 2012, 11:54:59 AM »
Congratulations.....Mr. Jafar




Sarmin Sultana

71
Departments / Re: 11 Ways to Burn 150 Calories
« on: June 28, 2012, 09:59:12 AM »
helpful post for everybody......

72
IT Forum / Re: Do we really know the difference between cc and bcc?
« on: June 25, 2012, 03:44:30 PM »
Really informative post.......

73
Inspiration Stories / Re: চমক দেখাল ইসমত !
« on: June 25, 2012, 03:40:46 PM »
inspiring......

74
Nice Post.........thanks

Pages: 1 ... 3 4 [5] 6