1
Allah: My belief / Re: আল্লাহর জন্য ভালোবাসা
« on: March 21, 2022, 04:44:24 PM »
সরাসরি সাগর থেকে অজু করলেও অজুতে বেশি পানি খরচ করার অনুমতি ইসলাম দেয়নি।🚫🚫
মহান আল্লাহ বলেন, ‘তোমরা আহার করো ও পান করো; কিন্তু অপচয় কোরো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না।’
(সূরা : আরাফ : আয়াত : ৩১)👈
👉 যারা অপব্যয় করে, তারা তো শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি অতি অকৃতজ্ঞ।
(সূরা : বনি ইসরাঈল, আয়াত : ২৭)
🚫 পানি ব্যবহারে রয়েছে বিশেষ নির্দেশনা।
রাসুলুল্লাহ (সা.) বলেন,
‘তোমরা স্থির পানিতে পেশাব কোরো না, নাপাক বস্তু ফেলো না, কেননা তা তোমরা ব্যবহার করবে।’
(আবু দাউদ, হাদিস : ৬৯, ৭০)
অপ্রয়োজনে পানি নষ্ট করা যেমন পানির অপচয়, তেমনি প্রয়োজন পূরণের সময় প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করাও পানির অপচয়। এমনকি সরাসরি সাগর থেকে অজু করলেও অজুতে বেশি পানি খরচ করার অনুমতি ইসলাম দেয়নি।
👉👉আবদুল্লাহ ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত, একবার রাসুল (সা.) সাদ (রা.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাদ (রা.) অজু করছিলেন। তাঁর অজুতে পানি বেশি খরচ হচ্ছিল। রাসুল (সা.) তা দেখে বলেন, কেন এই অপচয়? সাদ (রা.) জিজ্ঞেস করেন, অজুতেও কি অপচয় হয়? রাসুল (সা.) বলেন, হ্যাঁ, এমনকি প্রবহমান নদীতে অজু করলেও।’
(ইবনে মাজাহ, হাদিস : ৪২৫)
মহান আল্লাহ বলেন, ‘তোমরা আহার করো ও পান করো; কিন্তু অপচয় কোরো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না।’
(সূরা : আরাফ : আয়াত : ৩১)👈
👉 যারা অপব্যয় করে, তারা তো শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি অতি অকৃতজ্ঞ।
(সূরা : বনি ইসরাঈল, আয়াত : ২৭)
🚫 পানি ব্যবহারে রয়েছে বিশেষ নির্দেশনা।
রাসুলুল্লাহ (সা.) বলেন,
‘তোমরা স্থির পানিতে পেশাব কোরো না, নাপাক বস্তু ফেলো না, কেননা তা তোমরা ব্যবহার করবে।’
(আবু দাউদ, হাদিস : ৬৯, ৭০)
অপ্রয়োজনে পানি নষ্ট করা যেমন পানির অপচয়, তেমনি প্রয়োজন পূরণের সময় প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করাও পানির অপচয়। এমনকি সরাসরি সাগর থেকে অজু করলেও অজুতে বেশি পানি খরচ করার অনুমতি ইসলাম দেয়নি।
👉👉আবদুল্লাহ ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত, একবার রাসুল (সা.) সাদ (রা.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাদ (রা.) অজু করছিলেন। তাঁর অজুতে পানি বেশি খরচ হচ্ছিল। রাসুল (সা.) তা দেখে বলেন, কেন এই অপচয়? সাদ (রা.) জিজ্ঞেস করেন, অজুতেও কি অপচয় হয়? রাসুল (সা.) বলেন, হ্যাঁ, এমনকি প্রবহমান নদীতে অজু করলেও।’
(ইবনে মাজাহ, হাদিস : ৪২৫)