Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Ferdous Khan on July 25, 2015, 04:25:36 PM

Title: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: Ferdous Khan on July 25, 2015, 04:25:36 PM
আনারস খুব উপাদেয় ফল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং সি। রয়েছে ক্যালসিয়াম,পটাসিয়াম ও ফসফরাস। আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি। তবে আনরাস আর দুধ এক সাথে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায়- এ রকম একটি ধারণা প্রচলিত আছে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনেক সময় ছোটদের এ খাবার একসাথে খেতে নিষেধ করেন। তবে আসলেই কী এ রকম হয়? আসুন জেনে নিই আসলে কী হয় আনারস আর দুধ একসঙ্গে খেলে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘আনারস ও দুধ একসাথে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা ভুল। এগুলো এক ধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার।’

অধ্যাপক আবদুল্লাহ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আনারস একটি এসিডিক এবং টক জাতীয় ফল। দুধের মধ্যে যেকোনো টক জাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটা কমলা ও দুধের বেলায় বা লেবু ও দুধের বেলাতেও ঘটে। ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে বদ হজম, পেট ফাঁপা, পেট খারাপ– এ ধরনের সমস্যা হতে পারে, তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই। যাদের গ্যাসট্রিকের সমস্যা রয়েছে খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে।’
একই বিষয়ে কথা হয় হলিফ্যামিলি মেডিকেল কলেজের রেজিস্ট্রার মেডিসিন বিভাগ ডা.শ.আ.মোনেমের সঙ্গে। তিনি বলেন, ‘এমন কখনো দেখিনি যে দুধ আনারস এক সাথে খেয়ে মানুষ মারা গেছে। এটা একটা কুসংস্কার। আমরা তো অনেক সময় ডের্জাট, কার্স্টাড বা স্মুদিতে আনারস দুধ একত্রে মিশিয়ে খাই। এগুলো খেলে তো কোনো সমস্যা হয় না।’
অ্যাপোলো হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, ‘আনারস একটি এসিডিক খাবার। আর দুধ হলো এলকালাইন বা ক্ষার। দুধ যদি পাস্তুরিত না হয়,তবে কাচা দুধ ও আনারসের সমন্বয়ে শরীরে বিক্রিয়া হতে পারে। দুধের সাথে আনারসের সঠিক সমন্বয় না হলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এ ক্ষেত্রে অন্যান্য খাবারের বেলাতেও একই বিষয় হতে পারে।’
তামান্ন চৌধুরী আরো যোগ করেন, ‘আমরা বিভিন্ন সময়ই পাইনাপেল কাস্টার্ড, ডেজার্ট, পাইনাপেল স্মুদি, পাইনাপেল মিল্ক সেক, পাইনাপেল সালাদ, পাইনাপেল ইয়োগার্ট ইত্যাদি খাই। এতে সমস্যা হয় না। কারণ এগুলোর মধ্যে খাদ্যের সঠিক সমন্বয় থাকে এবং নিয়ম মাফিক বা সঠিক নিয়মে বানানো হয়। আর হয়তো এক গ্লাস দুধ খেলেন, পাশাপাশি আনারস খেয়ে নিলেন তাহলে সঠিক খাদ্যের সমন্বয় হয় না। এ ক্ষেত্রে সঠিক সমন্বয় না হওয়ার ফলে পাতলা পায়খানা, বদ হজম, এসিডিটি ইত্যাদি সমস্যা হতে পারে। তবে বিষক্রিয়া হয়ে মৃত্যু হওয়ার আশঙ্কা নেই।’
তবে ডা. এ বি এম আবদুল্লাহার সতর্ক করে দিয়ে বলেন, ‘আনারস আর দুধ বিরতি দিয়ে খাওয়াই ভালো। দুই থেকে তিন ঘণ্টা বিরতি দিয়ে খাওয়া যেতে পারে। নয়তো অনেক সময় পেটে গিয়ে হজমের সমস্যা হতে পারে। তবে যদি সঠিক নিয়মে খাবার বানানো হয় এবং সঠিক খাদ্যের সমন্বয় থাকে তাহলে কোনো সমস্যা হবে না। দুধ ফুটিয়ে নিলে বা প্রসেস করে নিলে টক্সিটিক বিষয়টি আর থাকে না, তখন খাওয়া যেতে পারে। তাই আনারস দুধ সঠিক নিয়মে এবং সঠিক খাদ্যের সমন্বয়ে খাওয়া যেতে পারে।’
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: Farhana Israt Jahan on July 26, 2015, 03:00:28 PM
nice to know the information... thank u sir..
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: imran986 on July 27, 2015, 09:54:36 AM
Nice to know !! Thanks for sharing.
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: Saqueeb on August 01, 2015, 06:11:44 PM
Informative post.
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: sharifa on August 02, 2015, 10:08:52 AM
Thank you sir for your sharing.
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: nujhat.eng on August 16, 2015, 03:56:36 PM
thanks
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: tawhidhp93 on August 17, 2015, 08:10:07 AM
Thanks for the information.
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: Anuz on August 17, 2015, 03:11:08 PM
Nice sharing................
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: Md. Al-Amin on August 19, 2015, 02:55:58 PM
Good...
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: jeasminsultana on September 10, 2015, 11:31:10 AM
nice information sir....
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: Shadia Afrin Brishti on November 23, 2015, 01:53:27 PM
nice post
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: Shahrear.ns on February 06, 2016, 02:42:15 PM
superstition sometimes saves us ...!!!
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: Shakil Ahmad on March 11, 2016, 06:27:00 PM
Nice post
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: nasima.nfe on March 13, 2016, 08:01:18 AM
Thanks for the post. we know the fact but the reason behind it is unknown to us.
Title: Re: দুধ-আনারস একসঙ্গে খেলে যা হয়
Post by: skaka on March 13, 2016, 09:52:27 AM
This types of informative post are very helpful to comes out from bad ideas. Thanks...