Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: Lazminur Alam on February 22, 2016, 12:33:16 PM

Title: Are You a Skilled Smart Phone User?
Post by: Lazminur Alam on February 22, 2016, 12:33:16 PM
To be a skilled smart phone user, there are few strategies you may follow:

1. ফোন যেটাই হোক ভেতরে ভেতরে চলতে থাকে এমন অ্যাপগুলোর দিকে নজর রাখুন।
2. ফোনের জায়গা ও টাকা বাঁচাতে স্পটিফাই, প্যান্ডোরা, গুগল প্লে, আইটিউনস রেডিও ইত্যাদি দিয়ে গান শুনুন।
3. ফোনের সঙ্গে থাকা ই-মেইলের অ্যাপ বাদ দিয়ে মেইলবক্স, ডলফিন, আউটলুক কিংবা জিমেইল অ্যাপ ব্যবহার করুন।
4. ফোনের সব ফটো রাখতে পারে ড্রপবক্স, ফ্লিক্র, ওয়ানড্রাইভ বা আইক্লাউডে। এতে ফোনের মেমোরি বাঁচবে।
5. ব্যাটারি সেভার অ্যাপ নামিয়ে নিন। জানতে পারবেন কোন অ্যাপ চালাবেন, কোনটা চালাবেন না।
6. আপনার ফোনকে তারহীন হটস্পট বানিয়ে ফেলুন। আইফোনে খুব সহজে করা যায়। অন্য ফোনে দরকারে মোবাইল ফোন সেবাদাতার সহযোগিতা নিন।
7. যে অ্যাপগুলো খুব কম ব্যবহার করা হয়, একটি ফোল্ডার করে সেগুলো রাখুন। যেসব অ্যাপ খুব বেশি ব্যবহার করেন, সেগুলো পর্দার এক পাতায় রাখুন। সময় বাঁচবে।
8. একই সময় একসঙ্গে ২, ৩ বা ৪ আঙুল ফোনের পর্দায় রাখুন। দেখুন কী হয়? সময় বাঁচানোর শার্টকাট পাবেন।
9. যখন দরকার নেই তখন চার্জার থেকে ফোন খুলে রাখুন। অন্য যন্ত্রেও এটা মেনে চলুন।
10. ব্যাটারি বেশি সময় চালাতে পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখুন।
11. ফোনে ভালো ছবি তুলতে চান? ডিজিটাল জুম ব্যবহার করবেন না। মেঘলা দিনে ছবি তুলুন, সরল পটভূমি খুঁজুন।

সূত্র: ডেইলি জিনিয়াস ডটকম