Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Md. Shahadath Hossain

Pages: [1]
1
শীতে ত্বক রুক্ষ হয়ে পড়ে। অনেকের আবার পায়ের গোড়ালি ফেটে যায়। অনেকেই শীতে ত্বকের বাড়তি যত্ন নেন। তবে পা থেকে যায় কিছুটা অবহেলায়। গোড়ালি তাই রাগ করে ফেটেই পড়ে। ঘরোয়া টোটকায় ভালো রাখতে পারেন পায়ের ত্বক।
ঘরোয়া টোটকায় ভালো রাখতে পারেন পায়ের ত্বক
ঘরোয়া টোটকায় ভালো রাখতে পারেন পায়ের ত্বকছবি: পেক্সেলস ডটকম
আপেল সিডার ভিনেগার পুরোপুরি প্রাকৃতিক পণ্য। আপেলকে দুবার প্রসেস করে তৈরি করা হয়। প্রতিদিন ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা–চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খেলে অনেক উপকার। এই আপেল সিডার ভিনেগার ভালো রাখবে আপনার পা-ও। আর যদি পা ফেটেই যায়, সেটাও সেরে উঠবে ধীরে ধীরে। এক বালতি গরম পানিতে এক টেবিল চামচ ভিনেগার মেশান। এরপর সেই মিশ্রণের ভেতর পা চুবিয়ে বসে থাকুন। এভাবে ১৫ মিনিট থাকুন। তারপর পা উঠিয়ে তোয়ালে দিয়ে মুছে সেখানে লাগান ময়েশ্চারাইজার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টি ট্রি তেলও পায়ের যত্নের একটা ভালো সমাধান। শুষ্ক ত্বকের রুক্ষতা আর নিষ্প্রাণ ভাব দূর করতে টি ট্রি তেল খুব কাজের। টি ট্রি কিন্তু চা–গাছ নয়! উদ্ভিদটির উৎস অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস এলাকায়। অস্ট্রেলিয়ার আদিবাসীরা এ গাছের তেল ওষুধ হিসেবে ব্যবহার করে। সেখানকার লোককাহিনিতে প্রচলিত আছে, স্বর্গের এক দেবতা তাদের এ তেল উপহার দিয়েছেন। এই তেলে বেশ কিছু অ্যান্টি–অক্সিডেন্ট আর ভিটামিন আছে। একটা কাপে চার ভাগের এক ভাগ জলপাই তেল নিন। সেখানে ছয়–সাত ফোঁটা টি ট্রি তেল দিন। আঙুল দিয়ে মেশান। পায়ের গোড়ালিতে লাগান। ১৫ মিনিট পর টিস্যু দিয়ে মুছে ফেলুন বা ধুয়ে ফেলুন। ফাটা পা সেরে উঠবে।

শুষ্ক ত্বকের রুক্ষতা আর নিষ্প্রাণ ভাব দূর করতে টি ট্রি তেল খুব কাজের
শুষ্ক ত্বকের রুক্ষতা আর নিষ্প্রাণ ভাব দূর করতে টি ট্রি তেল খুব কাজেরছবি: পেক্সেলস ডটকম
খনিজ লবণও পা ফাটা সারাতে উপকারী। ১০০ গ্রাম লবণ কয়েক ফোঁটা মধুর সঙ্গে মেশান। ফাটা গোড়ালিতে ম্যাসাজ করুন। এতে পায়ের মৃত কোষগুলো উঠে যাবে। আর ত্বকের রুক্ষতাও কমে আসবে।

বিজ্ঞাপন

ঘৃতকুমারীও (অ্যালো ভেরা) পা ফাটা রোধ করতে উপকারী। দুই টেবিল চামচ অ্যালো ভেরার জেল নিন। এর সঙ্গে এক টেবিল চামচ গ্লিসারিন মেশান। এরপর সেই মিশ্রণ পায়ের গোড়ালিতে লাগান। প্রতিদিন গোসলের আগে একবার করে লাগাতে পারেন।

শীতে পায়ে চাই আলাদা যত্ন 
শীতে পায়ে চাই আলাদা যত্ন ছবি: পেক্সেলস ডটকম
গোলাপজলের সঙ্গে কিছুটা গ্লিসারিন মেশান। এই মিশ্রণ পায়ের গোড়ালিতে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যথা কমবে। পা ফাটা সমস্যার সমাধানে তিলের তেল দারুণ কার্যকর। পায়ে তিলের তেল মাখলে পা ফাটা দূর হয়। এ ছাড়া ভ্যাসলিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ফাটা স্থানে মালিশ করুন। এতে ওই মিশ্রণ সেখানে শোষিত হয় বলে পা ফাটা দ্রুত সেরে যায়।

Pages: [1]