Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - subartoeee

Pages: [1] 2 3 ... 9
1
সম্প্রতি বাংলাদেশে পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের একটি নতুন মডেলের ল্যাপটপ। এইচপি ২৪০ জি৩ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর।
বিপণনকারী প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এইচপির ১৪.১ ইঞ্চি এলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ব্লুটুথ, ওয়াই-ফাই, ওয়েব ক্যামসহ আকর্ষণীয় ফিচার।
এইচপির নতুন এই ল্যাপটপটির দাম ৩৫ হাজার ৫০০ টাকা। ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।

2
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভালো একটা সুবিধা হচ্ছে কম্পিউটারকে ঘুম পাড়িয়ে (Sleep) পরবর্তী সময়ে আবার কাজ করানো যায়। বারবার কম্পিউটার বন্ধ বা চালু করার চেয়ে এটা ভালো। বিশেষ করে ল্যাপটপ কম্পিউটারে এই সুবিধা বেশ কাজে লাগে। অনেক ক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতেও ভূমিকা রাখে। কিন্তু এমন অনেক কম্পিউটারে স্লিপ চালু করে রাখলেও সেটি ঠিকভাবে কাজ করে না। কখনো হুট করে জেগে উঠতে পারে কোনো কাজ না করেই।
এ সমস্যা সমাধানের জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd.exe লিখে এন্টার করুন। এবার এখানে powercfg -lastwake লিখে এন্টার করুন। শেষ কবে কম্পিউটার স্লিপে গিয়েছিল সেটি দেখাবে। যদি কোনো কিছু না দেখায় তাহলে এবার powercfg -devicequery wake_armed সংকেত প্রয়োগ করুন। ফলে কোন কোন যন্ত্রাংশ থেকে স্লিপে নেওয়া হয়েছে সেটি দেখাবে। এবার স্টার্ট থেকে Run -এ devmgmt.msc লিখে এন্টার চাপুন।
ডিভাইস ম্যানেজার চালু হলে কমান্ড প্রম্পটে পাওয়া যন্ত্রাংশ খুঁজে নিন। যদি কি-বোর্ড হয় তবে কি-বোর্ডে ডান ক্লিক করে Properties-এ যান। এবার Power Management tab-এ গিয়ে Allow this device to wake the computer-এ থাকা টিকচিহ্ন তুলে দিয়ে OK করুন। এভাবে কমান্ড প্রম্পটে পাওয়া যন্ত্রাংশে একইভাবে Properties-এ গিয়ে পরের কাজগুলো করে নিন।

3
ডেল বাংলাদেশ ও ডেলের অন্যতম পার্টনার রায়ানস কম্পিউটার্স ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উদ্যাপন করছে ‘ডেল ব্র্যান্ড সপ্তাহ’। রায়ানস কম্পিউটার্স থেকে নির্দিষ্ট মডেলের ডেল নোটবুক কিনে ক্রেতারা পাবেন মোবাইল ফোন রিচার্জ বা একটি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার। এই বিশেষ সুবিধা পাওয়া যাবে আজ ৪ মার্চ পর্যন্ত।
বিস্তারিত: http://www.ryanscomputers.com/NoteBook/Dell

4
কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হিসেবে পরিচিত। এরা বেশ স্মার্ট, মানুষের আগের ধারণার চেয়েও বেশি। তাই বুঝে নিতে পারে, মানুষের মধ্যে কে বিশ্বস্ত, আর কে নয়। কুকুর একবার যদি কোনো মানুষের ওপর আস্থা হারায়, তাহলে পরে আর তাকে সহজে বিশ্বাস করে না। জাপানের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। কোনো কুকুরপালক যদি খেলনা, বল বা খাবার দেখিয়ে কোনো স্থানের দিকে ইশারা করেন, তাঁর পোষা কুকুর সেদিকেই ছুটে যায়। মিথ্যা ইশারায় ধোঁকা দিতে চাইলে কুকুর ঠিকই বুঝতে পারে। কেউ একবার এ রকম প্রতারণা করলে কুকুরটি তাঁকে অবিশ্বস্ত হিসেবে ধরে নেয় এবং পরে আর তাঁর ডাকে সাড়া দেয় না।

5
মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর চোখে কেন পাপড়ি থাকে? এর কাজই বা কী? এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক দিন ধরেই চলছে গুঞ্জন, কানাঘুষা। কিছু বিজ্ঞানীর ধারণা, ধুলোবালি ও ক্ষতিকর পদার্থ যাতে চোখে প্রবেশ করতে না পারে, এ জন্য চোখের পাপড়ি অনেকটা ছাঁকনির মতো কাজ করে। অন্যরা বলেন, এটি বিড়ালের গোঁফের মতো এক ধরনের সেন্সর হিসেবে কাজ করে; যা চোখকে বাতাসবাহিত বালুকণা ও বিপদ থেকে সতর্ক করে।

আবার কারও কারও মতে, অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন ও যৌন আকর্ষণের ক্ষেত্রে চোখের পাপড়ি মানুষের মুখভঙ্গিতে প্রভাব ফেলে।

গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, একদল জীববিজ্ঞানী তাঁদের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে জানিয়েছেন, চোখের পাপড়ি বাতাসে মিশে থাকা খুদে কণা, অণুজীব, সংক্রামক জীবাণু ছেঁকে বাতাস চোখের ভেতর প্রবাহিত হতে সহায়তা করে। জার্নাল দ্য রয়াল সোসাইটি ইন্টারফেস সাময়িকীতে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে অবস্থিত জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী ডেভিড হুর নেতৃত্বে একদল বিজ্ঞানী চোখের পাপড়ি নিয়ে নতুন এ গবেষণাটি পরিচালনা করেন। তাঁরা শজারু থেকে মানুষ পর্যন্ত মোট ২২ প্রজাতি স্তন্যপায়ী প্রাণীর ওপর এ গবেষণা চালান।

বিজ্ঞানীদের ভাষ্য, দৃষ্টিশক্তির ওপর বাধা সৃষ্টি না করেই বাতাসের প্রবাহ নিয়ন্ত্রিতভাবে পাপড়ির মধ্য দিয়ে চোখে সন্তোষজনক মাত্রায় প্রবাহিত হতে পারে। চক্ষুগোলকে মিউকাস, তেল ও পানির সমন্বয়ে যে প্রলেপ থাকে তা শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এই পাপড়ি। একই সঙ্গে এটি একটি পরোক্ষ ধুলা নিয়ন্ত্রণকারী ব্যবস্থা হিসেবেও কাজ করে। পাপড়ি চোখকে শুষ্ক হয়ে ওঠা ও সংক্রমণের হাত থেকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর অ্যালার্জি আছে, তাদের চোখের পাপড়ির দৈর্ঘ্য ও ঘনত্ব অন্যান্য শিশুর তুলনায় ১০ শতাংশ বেশি।

গবেষণায় দেখা গেছে, জিরাফের মতো কোনো কোনো প্রাণীর চোখে কয়েক স্তরবিশিষ্ট পাপড়ি থাকে, যা শুষ্ক ও অতিরিক্ত ধুলাময় পরিবেশ থেকে তাদের চোখকে রক্ষা করে।

6
Faculty Sections / মহাশূন্যে পানি?
« on: March 05, 2015, 06:08:18 PM »
যুক্তরাষ্ট্রের নভোচারী টেরি ভার্ট মহাশূন্যে গত বুধবার ছয় ঘণ্টারও বেশি সময় ধরে হেঁটে এসে আবিষ্কার করলেন, তাঁর মাথার হেলমেটে পানি জমে আছে। এতে নভোচারীদের জন্য মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) তৈরি পোশাক-আশাকে ত্রুটি-বিচ্যুতি নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। ২০১৩ সালে একই ধরনের ঘটনায় আরেকজন নভোচারী মারাত্মক বিপদে পড়তে যাচ্ছিলেন। তবে এবারের ঘটনায় ভার্ট তেমন কোনো ঝুঁকির মধ্যে পড়েননি বলে জানিয়েছে নাসা। সমস্যাটির কারণ খুঁজে দেখা হচ্ছে এবং মহাশূন্যে হাঁটা স্থগিত রাখা হয়েছে। ভার্টের হেলমেট থেকে কেন পানি পাওয়া গেল, তা এখনো অজানা। নাসা জানায়, গত সপ্তাহে সংস্থাটির প্রকৌশলীরা নভোচারীর পোশাকে বেশ কিছু ত্রুটি পেয়েছেন। সেগুলোয় পানির ঘনত্ব বাড়ছিল এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছিল।

7
মানুষের হাতে হাতে এখন বিভিন্ন সফটওয়্যারচালিত ফোন, ট্যাব। ব্ল্যাকবেরি চাইছে সবখানেই থাকতে। আইওএস, অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ প্ল্যাটফর্মের যেকোনো ফোন বা ট্যাবে ব্ল্যাকবেরি সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সম্প্রতি ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোয় নিজস্ব সফটওয়্যার সেবা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে। খবর সিএনএনের।
ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ যোগাযোগ-সেবা, নিরাপত্তা, কাজকর্মের সফটওয়্যারসহ ডকুমেন্ট সম্পাদনা, ক্যালেন্ডার শেয়ার, নিরাপদ ভিডিও কনফারেন্সিং, তথ্য চুরি রোধ প্রভৃতি সেবা দিতে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোতেও কাজ করবে তারা।
বাজার গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে হার্ডওয়্যার বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটিকে। তাই হার্ডওয়্যার থেকে দৃষ্টি সরিয়ে সফটওয়্যারের ক্ষেত্রটিকে আরও বড় করে তুলতে কাজ করছে কানাডার প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন চেন তাঁদের এন্টারপ্রাইজ সফটওয়্যারের লাইসেন্স অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে ব্ল্যাকবেরির আয়ের মাত্র ৪৬ শতাংশ আসছে হার্ডওয়্যার বিক্রি থেকে। বাকিটা আসছে সফটওয়্যার থেকে।
২ মার্চ থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে এক বিবৃতিতে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, বড় বড় প্রতিষ্ঠানভিত্তিক সফটওয়্যার পোর্টফলিও তৈরিতে কাজ করবে ব্ল্যাকবেরি। প্রতিটি সফটওয়্যার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার উপযোগী কাস্টমাইজ করে এ বছরের শেষ নাগাদ উন্মুক্ত করা হবে।

8
লংকাবাংলার দৈনন্দিন কাজকর্মে আরও গতিশীলতা আনতে প্রতিষ্ঠানটি যুক্ত হয়েছে মাইক্রোসফট সিলেক্ট প্লাসের সঙ্গে। এ জন্য লংকাবাংলা চুক্তি করেছে টেকওয়ান গ্লোবালের সঙ্গে। এ চুক্তির ফলে লংকাবাংলা মাইক্রোসফটের এনাডক, মাইক্রোসফট এক্সচেঞ্জ, লিংক, অ্যাকটিভ ডিরেক্টরি, রাইটস ম্যানেজমেন্ট সার্ভিসেস, শেয়ার পয়েন্ট ইত্যাদি ব্যবহার করবে। এ ছাড়া টেকওয়ান গ্লোবাল প্রশিক্ষণও দেবে।
ঢাকায় গত ২৪ ফেব্রুয়ারি এ চুক্তি সই হয়। এ সময় লংকাবাংলার প্রধান কারিগরি কর্মকর্তা ও পরিচালক মুইনুল ইসলাম, টেকওয়ানের কান্ট্রি ম্যানেজার লাহিরু মুণীনদ্রাসা, মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবিরসহ অনেকে।

9
সূর্যের চেয়ে ১ হাজার ২০০ গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন বলে একদল বিজ্ঞানী দাবি করেছেন। তাঁরা বলছেন, এটি আকারে এত বেশি বড় যে কৃষ্ণগহ্বরের প্রচলিত সৃষ্টিতত্ত্বের সঙ্গে তা মিলছে না। এতে কৃষ্ণগহ্বরের সম্প্রসারণ তত্ত্ব বা অনুকল্প প্রশ্নের মুখে পড়েছে।
মহাবিস্ফোরণের (বিগ ব্যাং) প্রায় ৯০ কোটি বছর পরে গঠিত হয়েছিল ওই কৃষ্ণগহ্বর। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) জ্যোতির্বিদ্যা গবেষণা অনুষদের বিজ্ঞানী ফুয়ান বায়ান বলেন, আগের গবেষণার ভিত্তিতে বলা যেতে পারে এটিই সবচেয়ে বড় কৃষ্ণগহ্বর। একটি কৃষ্ণগহ্বর কতটা দ্রুত বৃদ্ধি পেতে পারে, তা নিয়ে প্রচলিত তত্ত্বে কিছু সীমা নির্দিষ্ট করে দেওয়া আছে। কিন্তু সেই তত্ত্বের তুলনায় এই কৃষ্ণগহ্বর অনেক বেশি বড়।
মহাশূন্যের কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল হচ্ছে গাণিতিকভাবে সংজ্ঞায়িত কোনো অঞ্চল, যার মহাকর্ষীয় শক্তি অত্যন্ত বেশি। এটি সব কিছুকে নিজের দিকে টেনে নিয়ে যায় এবং সেই অঞ্চল থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না, এমনকি আলো বা তড়িৎ চুম্বক তরঙ্গ পর্যন্ত নয়। সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী, অত্যন্ত ঘন সন্নিবিষ্ট বস্তুসমূহের ভর একত্র হয়েই একটি কৃষ্ণগহ্বর গঠিত হয়।
অত্যন্ত বেশি ভরের এসব কৃষ্ণগহ্বরের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের কৌতূহল ও গবেষণা বেশ পুরোনো। তাঁদের অনেকে দীর্ঘদিন ধরে মনে করতেন, কৃষ্ণগহ্বরের সম্প্রসারণ সীমিত পর্যায়ে সম্পন্ন হয়।
তত্ত্ব অনুযায়ী, ভর থাকার কারণেই কৃষ্ণগহ্বরগুলো বড় হয়। এরা বাইরে থেকে ভর টেনে নেয়। তাই একসময় তেজস্ক্রিয় চাপ তৈরি করার মাধ্যমে উত্তপ্ত হবে। আর সেই চাপের ফলে কৃষ্ণগহ্বর থেকে ভর ছিটকে যাবে।
বায়ান বলেন, দুটি বল রয়েছে যেগুলো একসঙ্গে ভারসাম্যপূর্ণভাবে কৃষ্ণগহ্বরের বৃদ্ধির সীমা নিয়ন্ত্রণ করে। তবে নতুন সন্ধান পাওয়া কৃষ্ণগহ্বরটির ক্ষেত্রে দেখা গেছে, ওই সীমা অনেক কম।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক শু-বিং উর নেতৃত্বে বিভিন্ন দেশের একদল বিজ্ঞানী সোলান ডিজিটাল স্কাই সার্ভে কর্মসূচির আওতায় ওই কৃষ্ণগহ্বরটি চিহ্নিত করেন। পর্যবেক্ষণের মাধ্যমে উত্তর গোলার্ধের ছবি ও তথ্য সংগ্রহের ওই প্রকল্পের সঙ্গে তুলনীয় স্কাইম্যাপার নামের আরেকটি কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে এএনইউ। এতে আরও কয়েকটি কৃষ্ণগহ্বর দেখা যেতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

10
পাহাড়ের ভেতর সংরক্ষণাগার। সেখানে রাখা হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের বীজ। এই বীজ অক্ষত থাকবে শতাব্দীর পর শতাব্দী। প্রাকৃতিক ও মানবসৃষ্ট—কোনো বিপর্যয়ই সেগুলো নষ্ট করতে পারবে না।
নরওয়ের উত্তর মেরু এলাকার দ্বীপপুঞ্জ এসভালবার্ডে অবস্থিত একটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে সংরক্ষণাগারটি। এসভালবার্ড গ্লোবাল সিড ভল্ট নামের এ সংরক্ষণাগারটি ২০০৮ সালে উদ্বোধন করা হয়। তবে এত দিন সেখানে কেবল বিভিন্ন ধরনের খাদ্যশস্যের বীজ রাখা হচ্ছিল। এবার নেওয়া হয়েছে বনজ উদ্ভিদের বীজ সংরক্ষণের উদ্যোগ। বিভিন্ন জাতের বনজ উদ্ভিদের বীজের প্রথম চালান এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে।
প্রথম চালানে নরওয়ে স্প্রাস এবং স্কট পাইনগাছের বীজের নমুনা সংরক্ষণাগারে রাখা হয়েছে। গবেষকেরা আশা করছেন, এ নমুনাগুলো বিশ্বের প্রাকৃতিক বনের উদ্ভিদের দীর্ঘমেয়াদি জিনগত পরিবর্তনের ওপর নজর রাখতে সাহায্য করবে।
বীজ সংরক্ষণাগারটি তৈরি করা হয়েছে স্পিটসবারজেন দ্বীপের একটি বেলেপাথরের পাহাড়ের ১২০ মিটার গভীরে। সেখানে রয়েছে জোরালো নিরাপত্তাব্যবস্থা। বীজগুলো চার ভাঁজের একধরনের বিশেষ প্যাকেটে রাখা হয়। এতে করে আর্দ্রতা ঢুকতে পারে না।
এ ধরনের সংরক্ষণাগারের জন্য স্পিটসবারজেন দ্বীপকে আদর্শ হিসেবে বিবেচনা করার অন্তত দুটি কারণ রয়েছে। একটি হচ্ছে এখানে ভূমির অভ্যন্তরীণ গঠনমূলক ক্রিয়াকলাপ (টেকটোনিক অ্যাক্টিভিটি) অনুপস্থিত। দ্বিতীয়টি হচ্ছে বরফাচ্ছাদিত অঞ্চল (পার্মাফ্রস্ট)। স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩০ মিটার উঁচুতে অবস্থিত। ফলে বরফের পৃষ্ঠভাগ গলে গেলেও সংরক্ষণাগারটি শুষ্ক থাকবে। আর স্থানীয়ভাবে খনি থেকে উত্তোলিত কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে শীতলীকরণ যন্ত্রগুলো চলে। এগুলো বীজগুলোর জন্য আন্তর্জাতিকভাবে আদর্শ মানের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামানোর ব্যবস্থা করে দেয়।
সংরক্ষণাগারটির জন্য বীজ সংগ্রহের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর একটি ন্যাচারাল রিসোর্স ইনস্টিটিউট ফিনল্যান্ড। প্রতিষ্ঠানটির গবেষক মারি রুসানেন বলেন, এ উদ্যোগের মাধ্যমে নির্দিষ্ট কিছু গাছের বর্তমান জিনগত গঠনকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা যাবে। মানবসৃষ্ট বা প্রাকৃতিক কোনো বিপর্যয় এগুলোকে ক্ষতি করতে পারবে না।
স্কট পাইন (pinus sylvenstris) ও নরওয়ে স্প্রাসের (picea abies) এই নমুনা বীজগুলো সংগ্রহ করা হয়েছে ফিনল্যান্ড ও নরওয়ের বিভিন্ন প্রাকৃতিক বন থেকে। উত্তর ইউরোপ ও উত্তর আটলান্টিকের বিভিন্ন এলাকা নিয়ে গঠিত নর্ডিক দেশগুলোর বেশ কিছু সংস্থার একটি সংঘ এই প্রথম চালানের বীজগুলো সরবরাহ করেছে। প্রথম চালানে ওই দুটি প্রজাতি বেছে নেওয়ার কারণ হচ্ছে, তারা অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে।
এসভালবার্ড গ্লোবাল সিড ভল্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লোবাল ক্রপ ডাইভার্সিটি ট্রাস্টের (জিসিডিটি) কর্মকর্তা ব্রায়ান লেইনফ বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, হিমায়িত ওই সংরক্ষণাগারে বনজ গাছের বীজ রাখার সিদ্ধান্ত নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তিনি বলেন, ‘বনজ গাছের প্রজাতিগুলোর জিনগত বৈচিত্র্য অনেকগুলো কারণে প্রভাবিত হয়। এর মধ্যে জলবায়ু পরিবর্তন ও বন ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকাণ্ড বনজ গাছের প্রজাতিগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এসভালবার্ড ভল্টে নতুন আসা অন্যান্য বীজের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর থেকে পাঠানো সয়াবিন, যব, মসুর, জোয়ার (ভুট্টাজতীয় খাদ্যশস্য) ও গম এবং আফ্রিকা মহাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান আফ্রিকা রাইস থেকে পাঠানো প্রায় আড়াই হাজার ধানবীজের নমুনা।

11
দিনে কয়েক কাপ কফি পান করলে ধমনিতে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো মারাত্মক সমস্যা এড়ানো সহজ হতে পারে। এতে হৃদ্‌রোগের ঝুঁকি কমতে পারে অনেকটাই। কোরিয়ার একদল গবেষক এ কথা জানিয়েছেন। এ গবেষণা প্রতিবেদন হার্ট সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ওই গবেষকেরা ২৫ হাজারেরও বেশি নারী-পুরুষের ওপর জরিপ চালান, যাঁরা নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করান। দিনে তিন থেকে পাঁচ কাপ কফি পান করে অভ্যস্ত—এমন স্বেচ্ছাসেবীদের মধ্যে হৃদ্‌রোগের উপসর্গ তুলনামূলক কম দেখা যায়। কফি পান করা হৃৎপিণ্ডের জন্য ভালো কি না, ওই ফলাফলের মধ্য দিয়ে সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। জনপ্রিয় এই পানীয়তে রয়েছে ক্যাফেইন নামের উদ্দীপক উপাদান এবং আরও কিছু উপাদান। মানবদেহে সেগুলোর প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। বিবিসি

12
আমাদের এই পৃথিবী থেকে ১১৭ আলোকবর্ষ দূরে একটি প্রাচীন নক্ষত্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, আকারে সূর্যের ২৫ ভাগের ১ ভাগ কেপলার ৪৪৪ নামের একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবীসদৃশ পাঁচটি গ্রহ। খবর আইএএনএসের।
নাসার কেপলার মহাকাশযান থেকে পাওয়া তথ্য চার বছরেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে একদল গবেষক অতিপ্রাচীন এই নক্ষত্র ও তার সংসারের খোঁজ পাওয়ার দাবি করেছেন। গবেষকেরা বলছেন, এই নক্ষত্রটি ১ হাজার ১২০ কোটি বছরের পুরোনো হতে পারে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক টিগো ক্যাম্পনেট এই গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দাবি, ‘নতুন আবিষ্কৃত এই পাঁচটি গ্রহ এক হাজার ৩৮০ বছরের বিশ্বমণ্ডল সৃষ্টির ধাপে ধাপে তৈরি হয়েছে। এর খোঁজ পাওয়ার মাধ্যমে মিল্কিওয়ে ছায়াপথের ভেতর প্রাচীন জীবনের উৎস খুঁজে পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনার দুয়ার খুলে গেল।
এই নক্ষত্রটির যে পাঁচটি গ্রহ রয়েছে সেগুলোর আকার বুধ ও বৃহস্পতির মতো হতে পারে। এই গ্রহগুলো নক্ষত্রটির এত কাছে আবর্তন করছে যে তাদের কক্ষপথ পরিভ্রমণ করতে ১০ দিনের মতো সময় লাগে। সেই হিসাবে গ্রহগুলো বুধ গ্রহের মতো উত্তপ্ত ও বসবাসের অযোগ্য হতে পারে।
আইওয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক স্টিভ কাউলার বলেন, ‘কেপলার ৪৪৪ অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র, যা বাইনোকুলার দিয়ে পর্যবেক্ষণ করা যায়। ছায়াপথের অন্যতম প্রাচীন নক্ষত্র এটি। এটি ছায়াপথের প্রথম প্রজন্মের নক্ষত্রগুলোর মধ্যে পড়ে।
কাউলার আরও বলেন, ‘আদিম এই নক্ষত্র ও তার গ্রহগুলোর আবিষ্কার থেকে আমরা বুঝতে পারি যে, আমাদের সৌরজগৎ সৃষ্টির ৭০০ কোটি বছর আগে ওই গ্রহগুলো তার নক্ষত্রের চারপাশে তৈরি হতে শুরু করেছিল। দীর্ঘদিন ধরেই নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহের সৃষ্টির বিষয়টি আমাদের মিল্কিওয়ে ছায়াপথের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়।’
অ্যাস্ট্রোফিজিক্যাল সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা বলছেন, পাথুরে পৃথিবীসদৃশ এক্সোপ্লানেট থেকে শুরু করে অন্য নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা পৃথিবীর সমান আকারের গ্রহের সন্ধান পাওয়ার মাধ্যমে মহাকাশের ভিন্ন ভিন্ন পরিবেশের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে এবং ছোট ছোট বিশ্ব তৈরির বিষয়টিও আমাদের নজরে আসছে। আমাদের সামনে এত দিন গ্রহ সৃষ্টির বিষয়ে যে অজানা বিষয়গুলো ছিল, তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে।

13
কিছু কিছু ছায়াপথের অকালমৃত্যু ঘটে। খুব অল্প বয়সেই নিশ্চিহ্ন হয়ে যায় কোটি কোটি নক্ষত্র, তারায় সৃষ্ট ছায়াপথ। কিন্তু কেন? অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন, নতুন তারা সৃষ্টির জন্য প্রয়োজনীয় গ্যাস যখন ফুরিয়ে যায়, তখনই মৃত্যুর দিকে এগিয়ে যায় ছায়াপথ।
বিজ্ঞানীরা বলেন, এই মহাবিশ্বে দুই ধরনের ছায়াপথের দেখা মেলে। এর একটি হচ্ছে ‘নীল’ আরেকটি ‘লাল’। নীল ছায়াপথ অর্থাৎ সেখানে নতুন নতুন তারার জন্ম অব্যাহত আছে আর লাল ছায়াপথে নতুন তারার উত্পত্তি থেকে গেছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক আইভি ওং ছায়াপথ হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, দুই বিলিয়ন বা ২০০ কোটি বছর পার হলেই নীল ছায়াপথ লাল হতে শুরু করে এবং ধীরে ধীরে মৃত্যুর দুয়ারে চলে যায়। কিন্তু কিছু কিছু ছায়াপথ আরও তরুণ বয়সে অর্থাৎ ১০০ কোটি বছরের মধ্যেই মারা যায়। মহাকাশের হিসাবে যা খুব কম সময়।
গবেষকেরা চারটি ছায়াপথের বিভিন্ন পর্যায় বিশ্লেষণ করে এই ফল পেয়েছেন। ‘মান্থলি নোটিশেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।
গবেষক ওং জানিয়েছেন, নতুন তারা সৃষ্টির শেষ দশায় ছায়াপথ থেকে অধিকাংশ গ্যাস বের হয়ে যায়। তবে এই গ্যাস কীভাবে শেষ হয়ে যায়, সে সম্পর্কে কোনো তথ্য বিজ্ঞানীদের কাছে নেই। তবে তাঁরা ধারণা করেন, ছায়াপথের বিশাল বিশাল ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরে হারিয়ে যায় এই গ্যাস। বিজ্ঞানীরা আরও মনে করেন, পার্শ্ববর্তী কোনো গ্যালাক্সিও শুষে নিতে পারে মৃতপ্রায় প্রতিবেশী গ্যালাক্সির সব গ্যাস। (আইএএনএস)

14
মধ্যবর্তী পরীক্ষামূলক যান (আইএক্সভি):
ইএসএর ফ্রেন্স গায়ানার উৎক্ষেপণ প্যাড কউরু থেকে ভেগা উৎক্ষেপণকারী যানের সাহায্যে উৎক্ষেপণ
৩২০ কিমি ওপরে উৎক্ষেপণকারী যান থেকে বিচ্ছিন্ন হবে
৪৫০ কিমি উচ্চতায় ঘণ্টায় ২৫ হাজার কিমি ভ্রমণ করবে
নিয়ন্ত্রণ নজেল
ঘণ্টায় ২৭ হাজার কিমি গতিবেগে ভ্রমণের পর ১২০ কিমি ওপর থেকে পৃথিবীতে ফিরে আসার পথে বায়ুমণ্ডলে প্রবেশ করবে
বায়ুমণ্ডলে নিয়ন্ত্রণ অংশ খুলে যাবে
নিয়ন্ত্রিত অবতরণের জন্য ২৬ কিমি ওপরে থাকতে প্যারাস্যুট খুলে যাবে
প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে এবং বেলুন এটিকে ভাসিয়ে রাখবে

দৈর্ঘ্য: ৫ মিটার
উচ্চতা: ১.৫ মিটার
প্রস্থ: ২.২ িমটার
ওজন: ২ টন

ইউরোপের মহাকাশ সংস্থা (ইএসএ) গাড়ি আকারের একটি মনুষ্যবিহীন মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে যাচ্ছে। পাখাবিহীন এই যানটি ভবিষ্যতে পুনরায় ব্যবহারের উপযোগী করে নকশা করা হয়েছে। ‘মধ্যবর্তী পরীক্ষামূলক যান (আইএক্সভি)’ নামে মহাকাশযানটির উৎক্ষেপণ করা হবে।
আগামীকাল বুধবার আন্তর্জাতিক মান সময় ১৩টায় ফ্রেন্স গায়ানার ইএসএর স্পেস প্যাড কউরু থেকে ভেগা রকেটে করে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। পাঁচ মিটার লম্বা এই যানটির ওজন দুই টন।
উৎক্ষেপণের ১৮ মিনিট পর ভূপৃষ্ঠের ৩২০ কিলোমিটার ওপরে উৎক্ষেপণযান থেকে এটি বিচ্ছিন্ন হবে। শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে এটি ৪৫০ কিলোমিটার পর্যন্ত যাবে।
তারপর আবার পৃথিবীতে ফিরে আসবে। প্রশান্ত মহাসাগরে নামার সময় গতি কমানোর জন্য এটি প্যারাস্যুট ব্যবহার করবে। পরে বিশ্লেষণের জন্য এটিকে একটি জাহাজ উদ্ধার করবে।
আইএক্সভির প্রকল্প ব্যবস্থাপক জিওরগই টিউমিনো বলেন, ‘এর মাধ্যমে আমরা মহাকাশে যেতে সক্ষম, কক্ষপথে অবস্থানে সক্ষম এবং কক্ষপথ থেকে ফিরে আসতে সক্ষম হব। এটিই মহাকাশবিজ্ঞানের সবচেয়ে জটিল অংশ।’
টিউমিনো আরও বলেন, ‘যানটিতে ইনফারেড ক্যামেরাসহ তিন শতাধিক ইন্দ্রিয়গ্রাহ্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। প্রথম উড্ডয়নেই এটি এমন কিছু তথ্য সরবরাহ করবে, যা সম্বন্ধে আমরা এখনো জানি না এবং ভূপৃষ্ঠ থেকে এর ভবিষ্যদ্বাণীও করা যাবে না। এ জন্য আমাদের উড্ডয়ন অভিজ্ঞতার প্রয়োজন।
এ সময় এই উদ্ভাবনী নকশার সঙ্গে বিশ্বাসযোগ্যতা এবং পরিকল্পিত কৌশলের মিল থাকবে বলে বিজ্ঞানীরা প্রত্যাশা করছেন।
মহাকাশশিল্পে কোনো মহাকাশযানের পৃথিবীতে ফিরে আসাকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে মনে করা হয়। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে মহাকাশযান কলম্বিয়া পৃথিবীতে ফিরে আসার সময় বায়ুমণ্ডলের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয় এবং যানটি বিধ্বস্ত হলে এর আরোহী নয়জন মহাকাশচারী মারা যান।
পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের কারণে মহাকাশযানের গতি কমে এবং এর উপরিভাগের তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পায়। ফিরে আসার সময় মহাকাশযানের অবতরণের মাপজোখ যদি মাত্রাতিরিক্ত হয়, তবে সেটি পুড়ে যেতে পারে। আর যদি কম হয়, তবে এটি আবার মহাকাশে ফিরে যেতে পারে অথবা সেটি সম্পূর্ণভাবে অবতরণের স্থানের লক্ষভ্রষ্ট হতে পারে।
আর আইএক্সভির মহাকাশযানটিতে এসব চ্যালেঞ্জ মোকাবিলার বৈশিষ্ট্যগুলোর সন্নিবেশ করা হয়েছে। এএফপি

15
Faculty Sections / মঙ্গলে মেঘের চিহ্ন
« on: March 05, 2015, 05:11:51 PM »
মঙ্গলে সুবিশাল মেঘের চিহ্ন শনাক্ত করা হয়েছে। তবে এটি কী এবং কীভাবে সেখানে তৈরি হলো, সেসব বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন। জ্যোতির্বিদেরা ক্যামেরায় তোলা ছবিতে ২০১২ সালের মার্চে প্রথম ওই মেঘ দেখতে পান। অস্বাভাবিক ওই মেঘ দেখে প্রথমে তাঁরা ক্যামেরার ত্রুটি বলে ধরে নিয়েছিলেন। কিন্তু পরে আরও কয়েকজন জ্যোতির্বিদ সেই একই মেঘের উপিস্থিতি শনাক্ত করেন। প্রায় ১০ দিন ধরে এই মেঘ গঠিত হয় এবং আকার পরিবর্তন করে। কয়েক সপ্তাহ পর একই ধরনের আরেকটি মেঘের দেখা পান বিজ্ঞানীরা। এসব মেঘ মঙ্গলপৃষ্ঠের ১২৫ থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) ওপরে অবস্থান করে। এ ব্যাপারে নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, মেঘের উপস্থিতি পাওয়ার ফলে মঙ্গল গ্রহ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা পাল্টেছে। হাফিংটন পোস্ট

Pages: [1] 2 3 ... 9