Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Md. Mirazul Islam (Miraz)

Pages: 1 [2] 3
16
সহজেই অ্যানিমেশন ভিডিও তৈরির সফটওয়্যার

অফিসের কাজে কিংবা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের অংশ হিসেবে প্রায়ই অ্যানিমেশন ব্যবহার করে প্রেজেন্টেশন দিতে হয়। এটি তৈরি করা অনেকের কাছে রীতিমত কঠিন কাজ। তবে সঠিক টুলস ব্যবহার করলে কাজটি সহজে করে ফেলা যায়।এ ছাড়া বিভিন্ন কাজেও অনেক সময় ছোট অ্যানিমেশন ভিডিও তৈরির প্রয়োজন হয়। এ ধরনের কাজ সহজে করে দিবে ভিডিওস্ক্রাইব নামে হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরির সফটওয়্যারটি।

এক নজরে সফটওয়্যারটি ফিচারগুলো

এটির মাধ্যমে পছন্দমত টেক্সট, ফন্টযুক্ত ও তাতে অ্যানিমেশন দেয়া যাবে।হোয়াইট বোর্ড ভিডিও অ্যানিমেশনের ব্র্যাকগ্রাউডে পছন্দের মিউজিক দেওয়া যাবে।

চাইলে মিউজিক ছাড়াও ভিডিও অ্যানিমেশনে ভয়েস যুক্ত করা যাবে সফটওয়্যারটির সাহায্যে।

সহজেই রেখাচিত্রের মাধ্যমে ভিডিও তথ্য দেয়ার সুবিধা রয়েছে এতে।

ভিডিওকে আরও সুন্দর করতে সফটওয়্যারটিতে ডিফল্টভাবে অনেক ছবি রয়েছে।

চাইলে কম্পিউটার থেকে ছবি নিয়েও ভিডিওতে যুক্ত করা যাবে।সফটওয়্যারটি সাহায্যে তৈরি অ্যানিমেশন ভিডিও তৈরি পরে তা সরাসরি ফেইসবুক বা ইউটিউবে শেয়ার করা যাবে। চাইলে কম্পিউটারের হার্ডড্রাইভের সংরক্ষণের সুবিধা রয়েছে।

সফটওয়্যারটি এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

http://www.videoscribe.co/

সফটওয়্যারটি কিনতে আপনাকে মাসে ১২ ডলার ব্যয় করতে হবে। তবে ফ্রি সংস্করণটি ব্যবহার করে হোয়াইটবোর্ড অ্যানিমেশন তৈরি করা যাবে। সেক্ষেত্রে ভিডিওতে জল ছাপ থাকবে ও উচ্চ রেজুলেশনের ভিডিও পাওয়া যাবে না।

Reference Link: http://techshohor.com/software/82951

17
কর্মক্ষেত্রে সহায়ক কয়েকটি অ্যাপ

মোবাইল অ্যাপের দুনিয়া আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হচ্ছে। এখন শুধু সেলফি এডিট করাতেই অ্যাপ ব্যবহার থেমে নেই। কর্মক্ষেত্রেও এখন এর ব্যবহার বেড়েছে। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বা কাজের সুবিধার ক্ষেত্রে সহায়ক এমনই চারটি অ্যাপ নিয়ে থাকছে আজকের আয়োজন।

১. ওয়ান পাসওয়ার্ড

প্রতিটি অ্যাকাউন্টের নিশ্চিত করবে ওয়ান পাসওয়ার্ড। অ্যাকাউন্ট খোলার পর ওয়ান পাসওয়ার্ডে প্রবেশ করতে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। এই অ্যাপের মাধ্যমে পাসওয়ার্ড, ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র, ডেবিট ও ক্রেডিট কার্ড সেভ করা যাবে।

২. স্লাক

এটি একটি ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ। যা ব্যবহার করে সহকর্মীদের সঙ্গে আলোচনা, ফাইল শেয়ারিং কাজের তথ্য সংগ্রহ করা যাবে। যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে সে বিষয়গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে (প্রজেক্ট, টিম, লোকেশন) ভাগ করে রাখা যাবে। এটা দিয়ে গোপনীয় তথ্যগুলো টিম মেম্বারদের কাছে পাঠানো যাবে। স্লাক থেকে যেকোনো তথ্য খুঁজতে সার্চ অপশনও ব্যবহার করা যায়।

৩. অ্যাসেমব্লা

যারা সফটওয়্যার ডেভেলপ করেন তাদের জন্য অ্যাসেমব্লা খুব গুরুত্বপূর্ণ একটি আইওএস অ্যাপ। প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপটি ডেভেলপাররা ব্যবহার করেন মূলত কোড আর টাস্কের মধ্যে সমন্বয় ঘটাতে। এতে টাস্কের অগ্রগতি, ক্লায়েন্ট ও টার্গেট সম্পর্কিত তথ্য সেভ করার সুবিধা রয়েছে। আইফোন কিংবা আইপ্যাড থেকেই টাস্কের টিকিট তৈরি ও আপডেট করা যাবে।

৪. ইনভিশন

ডেভেলপাররা এখানে ডিজাইন আপলোড করে সেটির রিভিউ সম্পর্কে জানতে পারেন। ইন্সট্যান্ট ফিডব্যাক পাওয়ার কারণে অ্যাপ ডিজাইনিংয়ের ত্রুটিগুলো এখানে সহজেই ধরা পড়ে।

Reference Link: http://techshohor.com/software/81216

18
জনপ্রিয় ১০ অ্যাপের ৬টিই ফেইসবুকের, শীর্ষে হোয়াটসঅ্যাপ

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকায় আধিপত্য রেখেছে ফেইসবুক। শীর্ষ ১০ তালিকার ৬টিই ফেইসবুক ও এর অধিগ্রহণ করা সেবাগুলোর। তবে ওই তালিকায় একেবারে শীর্ষে হয়েছে হোয়াটসঅ্যাপ।

বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান স্টাটিস্টা ডটকম প্রিওরি ডেটার জরিপ তথ্যে অ্যাপগুলোর এই অবস্থানের কথা জানিয়েছে।  চলতি বছরের জুনে করা জরিপ ডেটায় এই  তালিকা করা হয়েছে।

এতে দেখা যায়, শীর্ষে থাকা হোয়াটসঅ্যাপ ওই এক মাসে প্লেস্টোর হতে প্রায় ৯৬ দশমিক ৩০ মিলিয়ন ডাউনলোড হয়েছে।দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ম্যাসেঞ্জার ও ফেইসবুক অ্যাপ যথাক্রমে ৭৫ দশমিক ৬৭ এবং ৩৯ দশমিক ৯৩ মিলিয়ন ডাউনলোড হয়েছে।

এছাড়া সপ্তম ও দশম স্থানে থাকা ফেইসবুক লাইট ও ম্যাসেঞ্জার লাইট যথাক্রমে ২৮ দশমিক ২৬ এবং ১০ দশমিক ৫২ মিলিয়ন ডাউনলোড হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে ছবি শেয়ারিং প্লাটফর্ম ইন্সটাগ্রাম। এটি একই সময়ে ৩৫ দশমিক ৭২ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে।

ষষ্ঠ স্থানে রয়েছে ভিডিও শেয়ারিং সেবা স্ন্যাপচ্যাট।

এছাড়া ফিডগেট স্পিনার ২২ দশমিক ৮০ মিলিয়ন ডাউনলোড নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

অষ্টম ও নবম স্থানে থাকা সাবওয়ে সাফারস ও স্পটিফাই মিউজিক যথাক্রমে ১২ দশমিক ১৮ মিলিয়ন এবং ১০ দশমিক ৫২ মিলিয়ন ডাউনলোড হয়েছে।

Reference Link: http://techshohor.com/news/83320

19
Germany Powers Up The World’s Largest “Artificial Sun”

Germany is one of the few countries that has majorly contributed to science and technology be it physics and chemistry to cars and consumer products. While Germany may be a world leader in innovation, boasting leading universities and research institutes alongside major engineering, IT and manufacturing industries, it isn’t exactly known for its year-round sunshine.

As a result, solar panels line Germany’s residential rooftops and top its low-slung barns. Also, more than twenty-two percent of Germany’s power is generated with renewables, of which close to quarter of that is provided by solar.

Now, German scientists are testing what they term as “the world’s largest artificial sun,” which they hope can make way for producing hydrogen to use as a green fuel in the future.

“Synlight” – a three storey electrically powered sun-lamp – constructed by the German Space Center (DLR) is being tested in Julich, a town located 30 kilometers (19 miles) west of Cologne. The Synlight experiment uses 149 xenon short-arc lamps normally found in cinemas to recreate the light from the Sun onto a single point, vaporizing water and producing hydrogen and oxygen. Each lamp claims producing roughly 4,000 times the wattage of the average light bulb. When this artificial sun is switched on, it produces an equivalent of 10,000 times the amount of solar radiation as intense as natural sunlight on Earth.

When all the lamps are swiveled to concentrate light on a single spot, the instrument can generate temperatures of around 3,500 degrees Celsius, which is around two to three times the temperature of a blast furnace.

“If you went in the room when it was switched on, you’d burn directly,” said Prof Bernard Hoffschmidt, a research director at the DLR.

According to DLR, these extremely high temperatures are necessary to carry out research on processes that use the Sun to produce solar fuels like hydrogen. Although hydrogen is considered by many as the green fuel of the future, as it produces no carbon emissions, producing it requires huge amounts of energy, which generally comes from burning fossil fuels.

Synlight itself consumes a large amount of energy. However, Hoffschmidt said that “In four hours the system uses about as much electricity as a four-person household in a year. Our goal is to eventually use actual sunlight to make hydrogen, rather than artificial light.”

While the DLR researchers have already accomplished splitting water into hydrogen and oxygen using the Sun in the laboratory, however, it has a long way to go to be scaled up for commercial use.

“I think commercial use will only really be possible when societies and governments realize that we cannot burn any more fossil fuels,” Hoffschmidt said.

Reference Link: https://www.techworm.net/2017/03/scientists-germany-fire-worlds-largest-artificial-sun.html

20
ই-লাইট : বাতিতে স্মার্টফোনের ছোঁয়া

স্মার্টফোন, স্মার্টটিভি, স্মার্টফ্রিজ, এমন কি স্মার্ট জ্যাকেটসহ আরও অনেক গ্যাজেটেই ফোন যুক্ত করে সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কারিশমায় সব কিছুই স্মার্ট হয়ে উঠছে।

তবে কিছুদিন আগে পর্যন্তও দৈনন্দিন ইলেক্ট্রনিকস যেমন- ফ্যান বা লাইটে এ সুবিধা ছিল না। ফিলিপস তাদের হিউ লাইটগুলোর মাধ্যমে নতুন যুগের সূচনা করে।

বাতির রঙ, কালার টেম্পারেচার ও ব্রাইটনেস বদলের সুবিধা মূলত জীবনকে সহজ করার জন্যই তৈরি করা হয়েছে। সঠিক রঙ, হোয়াইট ব্যালেন্স ও ব্রাইটনেস চোখের ওপর চাপ কমাতে সাহায্য করে।

হিউ লাইটের পথ ধরেই শাওমি তাদের ই-লাইট সিরিজে বেশ কিছু ডিভাইস নিয়ে এসেছে।

প্রতিটি ডিভাইসেরই মূলে রয়েছে ওয়াই-ফাইয়ের মাধ্যমে সেগুলো ফোন থেকে নিয়ন্ত্রণের সুবিধা। ডিভাইসগুলো শাওমি ইলাইট অ্যাপের মাধ্যমে ওয়াই-ফাই ব্যবহার করে সংযুক্ত থাকে – ফলে ব্যবহারকারী একই ফোন থেকে প্রতিটি ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন।

ডিভাইসগুলোর মূল সুবিধাও কাছাকাছি। এগুলোর আলোর রঙ, ঔজ্জ্বল্য ও অন – অফ করা যাবে ফোন থেকেই। সাধারণ বাতি যেখানে একটি রঙেই সীমাবদ্ধ, সেখানে ই-লাইটগুলোর রঙ নিজের মনমতো বদলে নেয়া যাবে।

শাওমির দাবি অনুযায়ী, ১৬ মিলিয়ন কালার কম্বিনেশন পর্যন্ত করা সম্ভব। ইচ্ছে অনুযায়ী কালার ও হোয়াইট ব্যালেন্স ঠিক করে নেয়ার সুবিধা যেমন মজার, তেমনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে বেশ কাজের।

১। ই-লাইট আরজিবিডব্লিউ বাল্ব

- ৯ ওয়াট
- ১৬ মিলিয়ন কালার
- ১৭০০কে-৬৫০০কে হোয়াইট ব্যালেন্স
- ৬০০ লুমেন পর্যন্ত ব্রাইটনেস
- মূল্য : ২০০০-৩০০০ টাকা

ই-লাইট সিরিজের প্রথম ডিভাইসটি হচ্ছে ই-লাইট আরজিবিডব্লিউ এলইডি বাল্ব। এটির ডিজাইন পুরোপুরি আর দশটি এলইডি বাল্বের মতই। ফলে বাসার যে কোনও লাইটের হোল্ডারেই এটি ব্যবহার করা যাবে। ফুল কালার রেঞ্জ ও ব্রাইটনেস বদল করার সুবিধা সম্বলিত বাল্বটি ওয়াল হোল্ডার ছাড়াও ল্যাম্প ও ঝাড়বাতির সঙ্গেও ভালোভাবে কাজ করবে।। ডিজাইনের দিক থেকে ফিলিপস হিউয়ের সাথে এটির বেশ ভালো মিল রয়েছে। দেখতে কোন আকারের বাল্বটির ওপরের অংশে রয়েছে লাইট ডিফিউজার ও নীচের অংশটি অ্যালুমিনিয়ামের ওপর প্লাস্টিক কোটিং দিয়ে তৈরি।এটি ১৭০০কে থেকে ৬৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার দেখাতে সক্ষম ও সর্বোচ্চ ৬০০ লুমেন আলো পাওয়া যাবে।

২। ই-লাইট বেডসাইড ল্যাম্প

- ১০ ওয়াট
- ১৬ মিলিয়ন কালার
- ১৭০০-৬৫০০কে হোয়াইট ব্যালেন্স
- ৩০০ লুমেন পর্যন্ত ব্রাইটনেস
- টাচ ডায়ালের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য
- মূল্য : ৪০০০-৫০০০ টাকা

দ্বিতীয় বাল্বটি শাওমি মূলত বিছানার পাশের টেবিলে রাখার জন্য তৈরি করেছে। ছোট সিলিন্ডারের মত দেখতে এটি একেবারে ১৭০০কে থেকে শুরু করে ৬৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার দিতে সক্ষম। আলোর রঙও বদলে ফেলা যাবে সহজেই। এটিতে বাড়তি সুবিধা হিসেবে রয়েছে সর্বোচ্চ ৪টি পর্যন্ত রঙ নিজ থেকেই সাইকেল করার মোড। একই সঙ্গে ওপরে অবস্থিত টাচ সেন্সরের মাধ্যমে ব্রাইটনেস বাড়ানো-কমানো, কালার বদল ও স্লিপ টাইমার দেয়ারও সুবিধা রয়েছে। তবে টাচ সেন্সর ছাড়াও ডিভাইসটি ই-লাইট অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে।

৩। এমআই-জা ডেস্কটপ ল্যাম্প

- ৬ ওয়াট
- ২৭০০-৬৫০০কে হোয়াইট ব্যালেন্স
- ১%-১০০% ব্রাইটনেস নিয়ন্ত্রনের সুবিধা
- ডায়ালের মাধ্যমে নিয়ন্ত্রনযোগ্য
- মূল্য : ৩০০০-৪০০০ টাকা

সিরিজের তৃতীয় ডিভাইসটিও একটি ল্যাম্প। এটি মূলত ডেস্কে কাজ করার জন্য তৈরি। এতে রঙ বদলানোর সুবিধাটি রাখা হয়নি। কেননা ডেস্ক ল্যাম্পে সেটির প্রয়োজনও নেই। কালার টেম্পারেচার ও ব্রাইটনেস কমানো বাড়ানোর সুবিধা অবশ্য বাদ দেয়া হয়নি। একইভাবে বাদ পরেনি ডায়ালের মাধ্যমে ফিচার দুটি নিয়ন্ত্রণের সুবিধাও। বিশেষ ফিচার হিসেবে সময় অনুসারে আলো কমিয়ে চোখের ওপর চাপ কমানোর জন্য  একটি টাইমার যুক্ত করা হয়েছে ।

৪। এমআই লাইটস্ট্রিপ

- ১২ ওয়াট
- ২ মিটার লম্বা
- ১৬ মিলিয়ন কালার
- ১%-১০০% ব্রাইটনেস নিয়ন্ত্রনের সুবিধা
- দেশের বাজারে আপাতত নেই
- মূল্য : চীনে ৩০ ডলার

৫। এমআই এলইডি প্যানেল

- ২৮ ওয়াট
- ২৭০০-৬৫০০কে হোয়াইট ব্যালেন্স
- ০.১-১৮০০ লুমেন পর্যন্ত ব্রাইটনেস
- দেশের বাজারে আপাতত নেই
- মূল্য: চীনে ৭৫ ডলার

উপরের তিনটি ডিভাইসই মূলত আলাদা লাইটিং ডিভাইস হিসেবে তৈরি করা হয়েছে। সিরিজের শেষ দুটি ডিভাইস তৈরি করা হয়েছে ঘরের সঙ্গে লাইটিং প্রযুক্তি একেবারে খাপ খাওয়ানোর জন্য। এমআই লাইট স্ট্রিপ ও ওয়াল এলইডি প্যানেল বলা যেতে পারে যথাক্রমে ই-লাইট বাল্ব ও ডেস্ক ল্যাম্পের দেয়াল ও সিলিংয়ে লাগানোর জন্য তৈরি সংস্করণকে।এলইডি স্ট্রিপগুলো ১৬ মিলিয়ন কালার দেখাতে সক্ষম ও ওয়াল এলইডি প্যানেলগুলো কালার টেম্পারেচার ও ব্রাইটনেস বদলে ঘরে আলো দেয়ার জন্য তৈরি।

সব কয়টি ডিভাইস নিয়ন্ত্রণের জন্য শাওমি তৈরি করেছে ই-লাইট অ্যাপ। ঝামেলাবিহীন অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক ই-লাইট ডিভাইস এক সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন ই-লাইট পেয়ার করা ও প্রয়োজনে টাইমার সেট করা – সবকিছুই নিয়ন্ত্রণ করবে এই একটি অ্যাপ।

কিছু কিছু ক্ষেত্রে লাইটিং পুরো পরিবেশই বদলে দেয়ার ক্ষমতা রাখে। সেটি যদি সহজেই ফোন থেকে নিয়ন্ত্রণ করা সম্ভ হয়, তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে বলা যেতে পারে, এ ডিভাইসগুলো হয়ত কারো কাছে প্রয়োজনীয় নয়; কিন্তু ব্যবহারে বেশ মজা রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না।

Reference Link: http://techshohor.com/product-reviews/77285

21
চাবি মানিব্যাগ খুঁজে দেবে নাট স্মার্ট ট্র্যাকার

ছোটখাট কিন্তু জরুরি জিনিস, যেমন চাবি বা ওয়ালেট হঠাৎ খুঁজে না পাওয়া গেলে ভোগান্তি চরমে উঠতে দেরি হয় না। বিশেষত যাদের এসব জিনিস সহজেই হারিয়ে ফেলার প্রবণতা রয়েছে, তাদের জন্য খুবই কাজের একটি গ্যাজেট ব্লুটুথ ট্র্যাকার।

প্রযুক্তি এখন জীবন যাপনকে অনেক সহজ করেছে। এ ডিভাইস তার একটি দারুণ উদাহরণ। স্বল্প মূল্যের একটি ট্র্যাকার হচ্ছে নাট ব্লুটুথ ট্র্যাকার ২।

ক্ষুদ্রাকৃতির এ ডিভাইস ব্লুটুথের মাধ্যমে ফোনের সঙ্গে সংযুক্ত হয়ে সেটির সঙ্গে রাখা যে কোনও কিছুর অবস্থান বের করার কাজটি করে থাকে।

এক নজরে নাট ব্লুটুথ ট্র্যাকার

- ব্লুটুথ ৪.০ কানেকশন
- ৩ মাস পর্যন্ত ব্যাটারি লাইফ, কয়েন-সেল লিথিয়াম ব্যাটারি
- ফোন থেকে হারানো ডিভাইসে অ্যালার্ম বাজানোর সুবিধা
- ডিভাইস থেকে হারানো ফোনে অ্যালার্ম বাজানোর সুবিধা
- ডিভাইস রেঞ্জের বাইরে চলে গেলে তাৎক্ষণিকভাবে সেটি ব্যবহারকারীকে জানানোর সুবিধা

গঠন

নাট ট্র্যাকার২ ডিভাইসটির গঠন খুবই ছোট আকৃতির। চতুষ্কোন প্লাস্টিকের বক্সের এ যন্ত্রে রয়েছে নাট লোগো ও একটি বাটন। পুরোটি প্লাস্টিকে তৈরি হলেও, খুবই উন্নতমানের প্লাস্টিক ব্যবহার করায় সহজেই নষ্ট হয়ে যাবার সম্ভাবনা নেই।

ডিভাইসটি খুলে ফেলার পর দেখা যাবে একটি কয়েন-সেল ব্যাটারি লাগানোর স্থান রয়েছে। নাটের দাবি অনুযায়ী একটি ব্যাটারিতে ডিভাইসটি প্রায় তিন মাস পর্যন্ত কাজ করতে সক্ষম।

ডিভাইসের উপরের বাটনটি দেখে সেটি পাওয়ার বাটন মনে হলেও, ডিভা‍ইসটিতে আসলে কোনও পাওয়ার বাটন নেই। খুবই কম শক্তি ব্যবহার করায় এটি সবসময়ই চালু থাকে। বাটনটির মূল কাজ হচ্ছে অ্যালার্ম বন্ধ করা ও ফোনে অ্যালার্ম বাজানো।

ব্যবহারের নিয়ম

নাট ডিভাইসটি ব্যবহার করতে হলে প্রথমেই ফোনে সেটির অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে যাবার পর সেটির মাধ্যমে ডিভাইসটি পেয়ার করে নেবার পর আর কোনও কাজ নেই।

এবার নাটটি যে জিনিস খুঁজে বের করার জন্য প্রয়োজন সেটির সঙ্গে সংযুক্ত করে দিলেই হবে। হারানো জিনিসটি খুঁজে পেতে ফোনের অ্যাপ থেকে অ্যালার্ম বাজালেই ডিভাইসটি বাজতে শুরু করবে – এরপর শব্দ শুনে তা বের করে নেয়া যাবে সহজেই।

এ ছাড়া ডিভাইসটি একটি নির্দিষ্ট দূরত্বে চলে যাওয়ার সাথে সাথে ফোনে অ্যালার্ম বাজতে শুরু করবে ও শেষ কোথায় সেটি দেখা গিয়েছিল সেটির তথ্য জানাবে।

এমনকি অনান্য নাট ব্যবহারকারীদের মাঝে তথ্য ছড়িয়ে দেয়ার অপশন দেওয়া যাবে, যাতে অন্য কেউ খুঁজে পেলে যোগাযোগ করতে পারে।

শুধু ট্র্যাকারটি হারিয়ে গেলে ফোন থেকে খুঁজে পাওয়াই নয়, ফোন হারিয়ে গেলে ট্র্যাকারের বাটনটি চেপে ধরে ফোনে অ্যালার্ম বাজিয়ে সেটিও বের করা যাবে।

ট্র্যাকারটির মূল সমস্যা বলা যেতে পারে ব্যাটারিটি রিচার্জেবল নয়। ফলে সেটি কিছু মাস পর পর বদল করতে হবে।

এ ছাড় ট্র্যাকারটি পানি-নিরোধক নয়। এ কারণে সেটি বাইরে বৃ্ষ্টির মাঝে ব্যবহার করার মত জিনিসের সাথে চালানো যাবে না। তবে দাম অনুসারে এ টুকু সমস্যা মেনে নেয়া যায়।

মূল্য : ট্র্যাকারটি ৭০০-১০০০ টাকায় দেশের বাজারেও পাওয়া যাবে।

একনজরে ভাল

- হালকা, শক্তপোক্ত
- স্বল্পমূল্য
- ভাল ব্যাটারি লাইফ

একনজরে খারাপ

- ব্যাটারিটি রিচার্জেবল নয়
- পানি নিরোধী নয়

Reference Link: http://techshohor.com/product-reviews/76856

22
নাম না জানা ৮ দরকারি ওয়েবসাইটের খোঁজ

প্রতিদিন আমরা গুটিকয়েক ওয়েব পেইজের বাইরে অন্য কোনো ওয়েবসাইটে তেমন একটা যাই না। এর মূল কারণ হচ্ছে, আমরা আসলে জানিই না সারা বিশ্বে কতো বিচিত্র ধরনের ওয়েবসাইটের অস্তিত্ব আছে।আজকের আয়োজনে স্বল্প পরিচিত কিন্তু কার্যকরী কয়েকটি ওয়েবসাইটের খোঁজ দেওয়া হলো-

আরওই এডিস

এই ওয়েবসাইটে গেলে প্রথমেই চোখে পড়বে পৃথিবীর মানচিত্র। সেখানে পৃথিবীজুড়ে চলা বিভিন্ন দুর্যোগপূর্ণ ঘটনার খবর জানানো হয় বিভিন্ন রকমের সংকেত দিয়ে। কোথায় ভূমিকম্প বা ঝড় হচ্ছে, মহামারি ছড়িয়েছে, সহিংসতা কিংবা টেকনলোজিকাল ডিজাস্টার (হ্যাকিং) চলছে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব তথ্য জানাবে আরওই এডিস।

নামবিও

জীবিকার প্রয়োজনে প্রায়ই মানুষকে এক শহর থেকে অন্য শহরে চলে যেতে হয়। শহর বদল করার পর কারো মাসিক খরচ কমবে নাকি বাড়বে সেটি জানিয়ে দেবে তথ্যভিত্তিক ওয়েবসাইট নামবিও। ওয়াবসাইটটিতে ঢুকে ঢাকা আর রাজশাহীর নাম লিখলে শহর দুটিতে বসবাসের খরচে কতোটা পার্থক্য রয়েছে তা জানা যাবে। যেমন নামবিও জানিয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে ঢাকা ও রাজশাহীর পার্থক্যটা প্রায় ৭০ শতাংশ।

হ্যাভবিনপনড

অনলাইনে হ্যাকারদের কাছ থেকে নিজেকে নিরাপদ রাখতে কিছু সতর্কতা মেনে চলতে হয়। কিন্তু ইতোমধ্যে আমাদের কোনো অ্যাকাউন্ট (জিমেইল, ফেইসবুক) হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা তা খতিয়ে দেখার উপায় কী? এর সহজ সমাধান হলো হ্যাভবিনপনড। ওয়েবসাইটটিতে গিয়ে নিজের ইমেইল ঠিকানা দিলেই জানা যাবে নিজের ব্যবহৃত কোনো অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা।

একাডেমিক আর্থ

কোর্সেরা, এডএক্স ও খান একাডেমির মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন কোর্স সম্পন্ন করা যায়। এসবের বাইরেও একাডেমিক আর্থ নামে একটি ওয়েবসাইট আছে। যেখানে ঘরে বসে কোর্স করে ডিগ্রি নেওয়ার পাশাপাশি বিশ্বের নামকরা সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের লেকচার শোনা যাবে। সাইটির মূল স্লোগান হচ্ছে ‘সবারই বিশ্বমানের শিক্ষা গ্রহণের অধিকার আছে’।

নো এক্সকিউজ লিস্ট

এখানে একাডেমিক কোর্স করার পাশাপাশি ছবি আঁকা, রান্না, কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, ই-বুক, গান সম্পর্কেও জ্ঞান অর্জন করা যায়। নতুন কিছু শেখার ক্ষেত্রে নোএক্সকিউজলিস্ট নামে এই ওয়েবসাইটটিই হতে পারে আপনার পথ প্রদর্শক।

সাইন্স-হাব

যারা থিসিসের কাজে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করছেন তাদের জন্য এই ওয়েবসাইটি একটি গুপ্তধন। সাইন্স-হাব নামে এই ওয়েবসাইটটি থেকে পেওয়াল আর সাবস্ক্রিপশনের ঝামেলা ছাড়াই যেকোনো জার্নাল পেপার নামানো যাবে। তবে ডাউনলোড করার আগে ইউআরএল, পিএমআইডি ও ডিওআই প্রবেশ করিয়ে জার্নাল পেপারটির লক খুলতে হবে।

ক্রেডেল

নিখুঁতভাবে সিভি (জীবন বৃত্তান্ত) তৈরি করাটা চাকরি খোঁজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমরা প্রায়ই অন্যদের সিভি দেখে নিজের সিভিটা তৈরি করে থাকি। কিন্তু যার সিভি দেখে নিজের সিভিটা তৈরি করে নিচ্ছি তারটা কি আদর্শ? এই প্রশ্নের জবাব খুঁজতে ঢুঁ মারতে পারেন সিভি ডিজাইনের ওয়েবসাইট ক্রেডেলে।  ওয়েবসাইটটি আপনাকে পেশদারদের মতো সিভি তৈরি করতে সাহায্য করবে।

রেডিও গার্ডেন

প্রতিবেশী দেশগুলোর রেডিও স্টেশনে টিউন করে গান শুনতে চাইলে ভিজিট করতে পারেন রেডিও গার্ডেন। আরবি, সিংহলি, বাংলা, হিন্দি কিংবা ইংরেজি যেকোনো ভাষার গানই শোনা যাবে এখানে।

Reference Link: http://techshohor.com/news/83493

23
Seven things you didn’t know about YOUR own password

Here are seven different ways in which hackers can crack even the strongest password you have created for various websites and devices -

The internet is a fantastic place, we’re sure you agree. Business or pleasure, you can stay in touch people from around the globe, entertain yourself, entertain others, complete your weekly grocery shopping, book a holiday, you name it, the internet will allow the opportunity to do it. However, as amazing as the internet is, security-wise, it can leave a lot of people vulnerable. Nowadays, many passwords are easy to crack as people simply aren’t following the correct procedures.

There are a number of things that people are unaware of when it comes to the internet and we’re on hand to make your life easier to make you aware of seven little facts you didn’t know about the internet.

1. You should change your password regularly and when you do, ask yourself how long will it take to crack my password. Change it every three months, between 60-90 days is the appropriate time frame and should certainly be no less than this. Changing your password often enhances security and reduces the chance of it being cracked.

2. As technology advances, unfortunately, so do hackers. Say ten years ago, a typical 7-character password would have taken several years to crack but now, it takes just a matter of hours.

3. It only takes 0.29 milliseconds to crack a 7-character password made up of all lowercase letters. However, a 12-character password consisting of mixed lower case letters would take almost 200 years to crack! Thus it’s definitely worth extending your password a few characters, even if it’s just repeating the word, or spelling it again, but backwards. Those extra characters really can save you a lot of stress. Though, be sure to avoid common names.

4. A simple password consists of lower case letters only whilst a complex password will consist of both upper and lower case letters as well as numbers and special characters. For example, the password “ghiouhel” would take just four hours, seven minutes to crack whilst something similar such as ghiouH3l would take up to six months to crack and by that time, you will have already changed your password twice!

5. Frighteningly, your password may have been cracked recently without you even being aware. Thankfully, however, there a few tell-tale signs that your password has been cracked. This may consist of your contacts may complain of receiving spam messages from your e-mail address, or you may find a number of failed send receipts, messages in your sent folder may not have actually sent, and the login location of your account does not match your recently visited locations.

6. Sometimes, you may receive an email urging you to change your password immediately. More often than not, it’s worth ignoring these emails, or changing the password of your own accord rather than following the link provided in said e-mail. Check the email address you received the message from and make sure it’s from the actual company and not a phishing account. For example, if you do receive a Reset Password email, make sure it’s from Google and not from an email ending in “@google.chrome.to”.

7. Never ever write down your password! If you do have to write it down, try to encrypt it. For example, if your password is “6LiohyetuP!”, write it down as “6*********!”, but obviously, only if you remember everything in the asterisks.

Reference Link: https://www.techworm.net/2017/07/seven-things-didnt-know-password.html

24
How to recover deleted photos from your Android smartphone/tablet and even from broken and even BRICKED Android devices

There may be some situations when you have accidentally deleted the photos from your Android device or lost by the attack of some malware or virus. In other cases, you might accidentally break the screen of your device or the device gets bricked after installing a new ROM or rooting.

Follow the guide below on this article to recover your precious photos. This article will cover all your inquiry by the step by step guide.

Part 1: How to recover deleted photos from Android phones

In this part, we are going to discuss how we can retrieve pictures from Samsung Galaxy S/Note Moto LG OnePlus Sony and all Android devices.

The revolutionary toolkit Android Data Recovery gives you the best in the market features with a very easy user interface. Also, it has the most success rate in the market in comparison with any other of its competitors. This toolkit supports over 6000+ Android devices around the world. Now, let’s have a look how to use this FORecovery tool to recover deleted photos from Android step by step.

Step 1: First of all, download the “Android Data Recovery” and install it on your PC or MAC (Yes, it is supported for MAC also).

Step 2: Run the application on your PC and click on “Data Recovery” option from all the options given.

Now, you need to connect the device from which you want to retrieve photos with a data cable.

Step 3: You might be asked to allow “USB debugging mode” if you haven’t enabled it on your Android phone before. Just follow the instructions you will in the window below.

Step 4: Your device is successfully connected now and you can see a window containing many types of files that can be recovered. Deselect all and select only the “Gallery” option. Click “next” to continue further.

Step 5: In this step, you can see two modes, one is “Standard mode” and the other is “Advanced Mode”. For your first try, “Standard Mode” is recommended. Accept the warning message and click “Next” to continue.

If it doesn’t work, you can switch to the advanced one as a second try later.

Step 6: The process of scanning has started now. This process will take a while to complete. Keep your device connected to the computer in the whole process.

Step 7: After the scan process is over, you can be able to view all the found photos of your gallery. Click on “gallery” at the left side menu for the preview. Now, check on the photos that you want and click on “Recover” at the bottom to save the photo back on your Android device.

Part 2: How to recover photos on broken Android devices

This part is dedicated to all when the device is a broken or unusable condition, and the digitizer doesn’t work or the screen is completely black. The “Android Data Recovery” will allow you the freedom to retrieve photos from a broken device. To do so, follow the step by step instructions below.

Note that currently this function only works for Samsung Galaxy S/Note series smartphones and Tab series tablets, other Android brands will be supported soon.

Step 1 : Firstly click on “Data Extraction (Damaged Device)” from the middle of the dashboard.

Step 2 : Now, you can see a lot of data types that can be restored by this process. Check on “Gallery” to go on.

Step 3: Here, you can find two situations for your damaged Android device. One is “Touch does not work or cannot access the phone” and the other is “Black or broken screen”. Select the proper situation for your damaged device and continue.

Step 4: In this step, choose the name and model of your device carefully. Selecting the wrong device can brick your device. So, be very careful at this step.

Step 5: After selecting the proper model, you’ll be directed on the screen on how to boot in downloading mode. Follow the steps and boot your Samsung Galaxy in downloading mode.

Step 6: Now, your device will start in download mode and the toolkit will automatically analyse it and install recovery. This may take some time to complete.

Step 7: Next the toolkit, start scanning your device for data on it. After completion of the scan, you can see the found data of your device.

Now, check your desired photos and clicking the “Recover” at the bottom.

Reference Link : https://www.techworm.net/2017/07/recover-deleted-photos-android-smartphonetablet.html

25
Science and Information / Best iGaming companies of 2017
« on: July 10, 2017, 02:23:40 PM »
Best iGaming companies of 2017

iGaming has become very popular and is growing at a faster rate than even the land-based casinos. In this post, we’re going to look at those iGaming companies that have been responsible for this growth and why they are so interesting.

Playtech

Even though Playtech has been making headlines recently for their acquisitions in finance, they are still primarily an iGaming company, with this division generating the majority of their revenues. As reported by www.topratedcasinosites.co.uk, the company designs and develops online gaming platforms, which it then offers to other companies. Besides their online gaming business, they also have land-based casinos in Europe, which offer players the real-life experience.

By combining land-based casinos with their iGaming offerings, Playtech is the complete package, and they have even integrated the two services. Through Playtech IMS, an innovative feature, players can seamlessly shift from the land-based games and continue playing on their mobile phones. It is a unique feature to Playtech, and solidifies the company among the top iGaming companies of 2017.

Among the best acquisitions made by Playtech was that of Virtue Fusion in 2010. Virtue Fusion is perhaps the top provider of bingo games worldwide, and this added to Playtech’s portfolio of iGaming offerings. Bingo has been around since the early 20th century, and it is favored because it has a very high random chance. Playtech went further by providing very lucrative jackpots of around €1 million and often going above €2 million.

Catena Media

Whereas Playtech was started almost two decades ago, Catena Media was only founded in 2012. Even so, the company has grown rapidly to make it to the top iGaming companies of 2017. They have followed Playtech’s playbook, though, opting to acquire already promising companies rather than build them from the ground up. This actually makes sense, considering that they are in the same business – developing apps for online gambling websites.

Catena Media was first drawn to the Nordic region where gambling is very restrictive, which they did by acquiring Finix Invest. This was their first dive into iGaming, before which they were focused on generating leads for online gambling companies. With Finix Invest, though, they got into the iGaming industry and became a dominant fixture. Following the first acquisition, several others followed and by 2016 Catena Media was listed on the Nasdaq First North.

This year, Catena Media expanded their business around the world with acquisitions that got them to penetrate the US markets as well as other European countries. Their revenue for the first quarter of 2017 was €15.23 which was 104% Year-on-Year. The number of new clients was also up by 20% from the last quarter of 2016, showing very strong signs of growth.

NetEnt

Since it was founded in 1996, NetEnt has become a global leader in iGaming by providing iGaming platforms to some of the world’s leading online gambling providers. NetEnt currently hosts more than 100 online casinos with some major clients like Slots Million and 888 Casino. However, NetEnt has become a favorite iGaming company for most because of their unique and exciting games which set them apart from the rest. The company has a global presence and is also listed on the Stockholm Nasdaq exchange.

Microgaming

Long before any of the above was even conceived, Microgaming was there. In fact, they pride themselves in being among the pioneers of the iGaming industry. Since 1994, Microgaming has kept up with trends by constantly innovating new games and providing them directly to the players. Gaming platforms can be downloaded to your computer, from where it is easy to participate in any of the hundreds of available games.

Reference Link: https://www.techworm.net/2017/07/best-igaming-companies-2017.html

26
Benefits of Sweet & Sour Honey Lemon Tea

Tea is a comparatively healthy alternative to coffee and soda. Lemon is nature’s antiseptic and is packed with vitamin C, and honey is nature’s energy booster. Thus, honey and lemon tea have several health benefits. Apart from the health benefits, this herbal tea has a pleasant sweet and sour taste.

Honey not only acts as a natural energy booster but improves the immune system. It provides strength to the body because of its carbohydrate content. Honey has the power to keep the sugar levels constant, and the glucose in the honey can be absorbed easily by the body. Besides, honey is a natural remedy for several ailments like cuts, burns, hangovers, sore throats, sleeplessness, etc. Lemon also has antiviral and antibacterial properties and it is a good antioxidant. Thus, both lemon and honey with their immune strengthening properties help to fight common ailments.

Benefits of Honey Lemon Tea

Honey and lemon tea uses the benefits of both honey and lemon to help the body and mind. The benefits of lemon honey tea include the following:

1. Honey lemon tea acts as a body cleanser and removes toxins from the body.

2. It aids in digestion and provide a calming effect on the stomach.

3. It detoxifies the body and boosts the immune system of the body.

4. Honey and lemon tea is an effective home remedy for common ailments like colds and sore throats. This is because it is packed with antioxidants, vitamins and minerals. Honey lemon tea also relieves coughs effectively. This herbal tea is full of natural enzymes and vitamin C from lemon and honey that help coat the throat and soothe it.

5. It helps to cure skin disorders and reduce acne due to its antioxidant property.

6. It helps to lose weight as both honey and lemon are fat burning foods.

7. Honey lemon tea helps not only to energize the body but also energize the mind, owing to its calming effect.

8. Antioxidants in honey and lemon tea can reduce the risks of skin cancer and help in maintaining a healthy skin.

9. Owing to its antibacterial, antifungal and natural antioxidant properties, honey lemon tea helps to prevent infections and diseases.

10. An excess of consumption of alcohol can lead to a hangover, an unpleasant, bad taste in the mouth and an uneasy stomach. Lemon honey tea is an excellent remedy for hangovers. The fructose in honey prevents rapid changes in alcohol levels.

Honey Lemon Tea Recipe

Honey lemon tea recipe is simple. Boil the water and add tea leaves. Drain the boiled tea into a cup and add honey to it. Add one spoon of lemon juice to this. You can prepare this great energy booster in microwave as well.

Take water in a mug and add honey and microwave it for 1 minute and 30 seconds.

Add lime juice and stir well till the honey gets dissolved. Adding sugar is optional.

Drinking honey and lemon tea in the morning on an empty stomach can be very beneficial. It works as an excellent detox agent. Besides cleansing your body, it can uplift your mood and can drive out lethargy.

Calories in Honey Lemon Tea

Several types honey lemon tea are available. A cup of honey and lemon tea without any sweetener will have 64 calories, whereas 16 oz. bottle of iced tea will have 160 calories. Thus, honey lemon tea is also a good option for those who are looking to lose weight as it has far fewer calories than other beverages.

It is always best to check with your doctor before making any drastic dietary changes.

References

http://www.umm.edu/patiented/articles/how_acute_sinusitis_treated_000062_8.htm

http://www.umm.edu/patiented/articles/how_symptoms_of_colds_mild_flu_treated_000094_6.htm

Link: http://www.home-remedies-for-you.com/blog/honey-lemon-tea-recipe.html

27
পকেট সেন্স দূরে রাখবে পকেটমারকে

ব্যস্ত এই নগরীতে বাসে ওঠার সময় কিংবা শপিং বা মেলায় পকেটমারের খপ্পরে কমবেশি প্রায় সবাই পড়েছেন। হালের আমলে মানিব্যাগের বদলে বেশি খোয়াতে হচ্ছে প্রিয় ফোনটি।

ফোনটির সঙ্গে সঙ্গে ব্যক্তিগত অনেক ছবি ও তথ্যও বেহাত হচ্ছে। যখন পকেটমার ফোনটি পকেট থেকে হাতিয়ে নেয়, তখন ব্যবহারকারীরা তা টেরও পান না। যদি এমন হয় আপনার পকেট থেকে ফোনটি কেউ তোলার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে, তাহলে কেমন হয়।

কাঙ্খিত এ কাজ করা সম্ভব করে তুলেছে একটি অ্যাপ। দারুণ এ অ্যাপের নাম পকেট সেন্স।

Play store Link: https://accounts.google.com/ServiceLogin?service=googleplay&passive=0&authuser=0&continue=https%3A%2F%2Fplay.google.com%2Fstore%2Fapps%2Fdetails%3Fid%3Dcom.miragestacks.pocketsense%26rdid%3Dcom.miragestacks.pocketsense

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

১. ফোন পকেটে থাকা অবস্থায় কেউ এটি ধরে টান দিলেই অ্যালার্ম বেজে উঠবে। অবশ্য অ্যাপটিতে পকেট সেন্স মুড অন থাকতে হবে।

২. অ্যাপটিতে থাকা চার্জিং সেন্সর মুডটি অন করলে কেউ চার্জ অবস্থা ফোনটি টান দিলেও অ্যালার্ম বাজবে।

৩. চমৎকার আরেকটি মুড হলো মোশন সেন্সর মুড। এটি অন থাকলে ফোনটি অবস্থান একটু এদিক-সেদিক হলেই অ্যালার্ম বাজবে।

৪. অ্যাপটির সেটিংস থেকে চাইলে অ্যালার্মের মিউজিক পরিবর্তন করে নেওয়া যাবে।

৫. কত সময় পরে অ্যালার্ম বাজবে তা নির্ধারণ করে নেওয়া যাবে।

৬. অ্যাপটির একটু অসুবিধা হলো আপনি যদি ফোনে ফ্লিপ কভার ব্যবহার করেন তাহলে পকেট সেন্স মুডটি কাজ করবে না।

গুগল প্লেস্টোরে ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটির বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করে নেয়া যাবে। এখন পর্যন্ত অ্যাপটি ৫০ হাজারের মতো ডাউনলোড হয়েছে।

Link: http://techshohor.com/software/79412

28
@@ মাস্টারকার্ডকে সুরক্ষিত করতে আসছে এবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর @@
[/b]

মাস্টারকার্ড সিস্টেমে এবার অ্যাড হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন থেকে কার্ড চুরি হয়ে গেলেও আর কোনও ভয় নেই।  দক্ষিণ আফ্রিকায় মাস্টারকার্ডে এই টেকনোলজি দু’টির সফল পরীক্ষা চালানোর পর আত্মপ্রকাশ করতে চলেছে এটি।  জানা গিয়েছে, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত মোবাইলের মতোই কাজ করবে এই কার্ডটি।  জিনিস কেনাকাটার সময় ইউজারদের সেন্সরের উপর আঙুল রাখতে হবে।  যার ফলে কার্ড থাকবে অনেক বেশি সুরক্ষিত।  এছাড়া কার্ডটি টার্মিনালের ইলেক্ট্রিসিটি ব্যবহার করবে, ফলে এর নিজস্ব ব্যাটারির প্রয়োজন হবে না।  এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদিও এই কার্ড-ব্যবস্থা বায়োমেট্রিক প্রযুক্তির বিচক্ষণ প্রয়োগ।

Link:http://www.bdictnews24.com/archives/1723

29

সৌরশক্তি বা বৈদ্যুতিক চার্জে মানসম্পন্ন, হাই-স্পিড বাইক

মানসম্পন্ন, হাই-স্পিড বাইক তৈরি করে সাড়া জাগিয়েছেন নেত্রকোনার তরুণ ইঞ্জিনিয়ার। চালানো যাবে সৌরশক্তি বা বৈদ্যুতিক চার্জে।

https://www.facebook.com/rtvonline/videos/10154966783419644/


30
Now you can send money internationally through Facebook Messenger

Sending money on Facebook is finally international.

A new bot released on Facebook Messenger on Sunday lets users send money to and from the United States, United Kingdom, Canada, Australia or Europe.

Powered by Transfer Wise, the bot completes money transfers and guides users through the process.

Transfer Wise customers on the company's own app already send and receive almost $1 billion a month. The app boasts that it allows transfers without the usual fees charged by banks or hidden in exchange rates. Instead, Transfer Wise uses the current exchange rate and charges an upfront fee, usually based on 1 percent or so of the money being transferred.

Transfer Wise's app allows customers to send money in plenty of other currencies outside North America and Europe, but its selection of currencies available on Facebook Messenger will be more limited.

Along with sending money, the Facebook bot will notify users about changing exchange rates and send alerts when it's a particularly good time to exchange a currency.

Facebook has allowed users to send each other money through Messenger for several months, but only domestically. Transfer Wise's bot will be the first to facilitate international money transfers. That's a big deal — even Venmo is limited outside the United States.

“Our mission at Transfer Wise is to bring faster, cheaper, and more convenient international money transfers to everyone in the world. Building the Transfer Wise bot for Messenger is a great step in that direction," Transfer Wise Head of Global Partnerships Scott Miller said in a statement. "It’s also a powerful example of how our API can be used to seamlessly integrate Transfer Wise into almost any messaging, bank or business payment system.”

Facebook and Transfer Wise have been linked before — most notably in rumors that the social network would buy the fin tech startup. No acquisition yet, but a bot is a promising start.

Source : http://mashable.com/2017/02/21/facebook-messenger-bot-transferwise/#nwvsuB_BpqqQ

Pages: 1 [2] 3