Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Departments => Topic started by: M Z Karim on July 19, 2012, 06:43:49 PM
-
বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হলো এলিয়েন অনুসন্ধান!
(http://paimages.prothom-alo.com/resize/maxDim/340x1000/img/uploads/media/2012/07/19/2012-07-19-05-33-02-50079c0e3395c-article-0-0b88f2aa000005dc-177_634x423.jpg)
এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণী অনুসন্ধান-বিষয়ক একটি কোর্স বা শিক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়। কীভাবে এলিয়েনদের সন্ধান পাওয়া যেতে পারে, সে বিষয়ে এই কোর্সে পড়ানো হবে।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে এডিনবরা বিশ্ববিদ্যালয় অনলাইনে বিনামূল্যের এই কোর্স চালু করছে। এ কোর্সে ‘অ্যান ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোবায়োলজি অ্যান্ড দ্য সার্চ ফর এক্সট্রা-টেরিস্ট্রিয়াল লাইফ’ বিষয়টি পড়ানো হবে। এই কোর্সটি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড, প্রিন্সটন, বার্কলে ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এডিনবরায় চালু হতে যাচ্ছে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে কোর্সটি পড়াবেন অ্যাস্ট্রোবায়োলজির অধ্যাপক চার্লস ককেল।
নতুন কোর্স বিষয়ে অধ্যাপক ককেল জানিয়েছেন, দুই হাজার বছর আগেই গ্রিকরা বসবাসের উপযোগী আলাদা গ্রহের সন্ধান করেছে। ভবিষ্যতে এ ধরনের গ্রহের সন্ধান পাওয়ার বিষয়টি পরীক্ষা করে দেখার সুযোগ আসছে। এটি জ্যোতির্বিদ্যা পরিচিতির একটি কোর্স। এ কার্যক্রমে পৃথিবীকে জীবন ও বিবর্তনের পাশাপাশি ভিন্ন গ্রহের প্রাণীদের বিষয়েও আলোকপাত করা হবে।
Source : Internet
-
good job.
-
Informative post. Thanks for sharing the post with us
-
nice to know
-
Great job. & very informative post.
Thanks to sharing the post
-
Nice. Thanks for sharing the information...
-
May be some secrets can be revealed.
-
Very Interesting!!!!