Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Ramadan and Fasting => Topic started by: ishaquemijee on July 30, 2012, 09:09:43 AM
-
'আল্লাহম্মাজ আল নি ফিহি মিনাল মওতাওক্কালিনা আলাইকা ওয়াজআলনি ফিহি মিনাল ফায়িজিনা লাদাইকা ওয়াজআলনি ফিহি মিনাল মুকাররাবিনা ইলাইকা বি ইহছানিকা ইয়া গাইয়াতাত তালেবীন।'
অনুবাদ : হে আল্লাহ! এ দিনে তোমার উপর ভরসা ও তাওয়াক্কুল করার তাওফীক দান করো। তোমার মহানুভবতা দ্বারা আমাকে সফলকামদের অন্তর্ভুক্ত করো। আমাকে তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করো। তোমার অনুগ্রহের শপথ করে বলছি হে অনুসন্ধানকারীদের সর্বশেষ গন্তব্য।