Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: arefin on August 22, 2012, 02:08:37 PM
-
(http://www.banglanews24.com/images/imgAll/2012August/odeskEditB20120805065030.jpg)
অনলাইন আউটসোর্সিং সাইট ওডেস্কের আর্থিক হিসাবে বাংলাদেশ তৃতীয় অবস্থানে। আর সরাসরি অর্থ উত্তোলনের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশ দ্রুতই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আউটসোর্সিং বাজার হয়ে উঠবে। কথাগুলো বাংলানিউজকে জানিয়েছিলেন বাংলাদেশ সফরে আসা ওডেস্কের শীর্ষ কর্মকর্তা ম্যাট কুপার।
সেপ্টেম্বরে এ সমস্যার সমাধান হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন ম্যাট কুপার। কিন্তু বাংলাদেশি ফ্রিল্যান্সারদের এরই মধ্যে সুখবর দিয়েছে ওডেস্ক। তবে আনুষ্ঠানিকতা নয়, একেবারে ঘরোয়া অনলাইন বার্তায় এ তথ্য দিয়েছে ওডেস্ক।
এর ফলে দেশি ফ্রিল্যান্সাররা এখন থেকে নিজেদের আয় সরাসরি বাংলাদেশি টাকায় নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলনের সুযোগ পাবেন। এত দিন ওডেস্ক থেকে টাকা পেতে তৃতীয় পক্ষের কোনো পেমেন্ট পদ্ধতির দ্বারস্থ হতে হতো। কিন্তু দেশি ওডেস্ক ব্যবহারকারীরা এখন লগইন করার পর এ বিষয়ে বার্তা পেতে শুরু করেছেন।
গত কমাস আগে ওডেস্ক ওয়্যার ট্রান্সফার পরীক্ষায় সফল হয়। এরপরই দেশি ওডেস্ক ফ্রিল্যান্সারদের জন্য সরাসরি অর্থ উত্তোলনের এ সুবিধা অবমুক্ত করা হলো। এখন থেকে দেশি ওডেস্ক গ্রাহকেরা নিজের অ্যাকাউন্টে লগইন করে সেটিংস থেকে ওয়ালেটে গিয়ে উইথড্রয়াল মেথডে ‘সেটআপ নাও’ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ওডেস্কের প্রেরিত অর্থ সরাসরি সংগ্রহ করতে পারবেন।
-
Thanks for sharing..
-
স্যার আমাদের র্ভাসিটিতে ওডেস্কের একটি র্শট কোর্স এর ব্যাবস্থা করা গেলে মনে হয় ভালো হতো।
-
Great Idea :)
-
Khoj niye dekhen, already amader unite outsourcing er upore onek workshop kora hoyeche. May be short course o suru hobe.
-
বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা দিয়ে অর্থ উপার্জনের আউটসোর্সিং পদ্ধতিটি বেশ জনপ্রিয়।বাংলাদেশের মত অধিক জনসংখ্যার দেশে এটি বৈদেশিক মুদ্রা আয়ের একটি সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও যথাযথ ধারণা ও সঠিক প্রশিক্ষণের অভাবে এক শ্রেণীর অসাধু প্রতারকের কারসাজিতে আউটসোর্সিংয়ে আগ্রহীরা প্রতারিত হচ্ছেন এবং এই খাত থেকে বাংলাদেশ ভালো উপার্জণ করতে পারছেনা।
সুসংবাদ হলো, ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জনের পদ্ধতি সর্ম্পকে সঠিক ধারণা ও প্রশিক্ষণ দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তরা ক্যাম্পাসে আউটসোর্সিং ও ইন্টানেটে অর্থ উপার্জন বিষয়ক স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।কোর্সের মধ্যে ওডেক্স, বিডিং, মাইক্রোওয়ার্কার্স, ব্লগিং, গুগল অ্যাডসেন্স, এসইও, লিঙ্ক বিল্ডিং, ডাটা এন্ট্রি, পিটিসি, ফ্রিল্যান্সিং মানি ট্রান্সফার ইত্যাদি বিষয় ব্যাবহারিকভাবে শেখানো হচ্ছে।আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ: উত্তরা ক্যাম্পাস, বাড়ী নং ০৪, রোড নং ০৭, সেক্টর ০৩, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।ফোন ৮৯২২৬৬০, ৮৯২২০১০; মোবাইল ০১৭১৩৪৯৩১৪১, ০১৮১১৪৫৮৮৪১;