Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Sultan Mahmud Sujon on September 06, 2012, 08:47:01 PM

Title: সহজেই ফরম্যাট করুন রাইট প্রটেক্টেড পেনড্ø
Post by: Sultan Mahmud Sujon on September 06, 2012, 08:47:01 PM
তথ্য আদান-প্রদান করার ক্ষেত্রে পেনড্রাইভ একটি সহজ ও গুরুত্বপূর্ণ মাধ্যম । গুরুত্বপূর্ণ এই পেনড্রাইভটি ভাইরাসের কারণে বা অন্য কোন কারণে রাইট প্রটেক্টেড হয়ে যেতে পারে। অর্থাৎ রাইট প্রটেক্টেড হওয়া পেনড্রাইভটি পিসিতে প্রবেশ করালে লেখা আসে “This disk is write protected”। এমতাবস্থায় পেনড্রাইভটি ফরম্যাট করার প্রয়োজন হয়। কিন্তু দেখা যায় সাধারণ নিয়মে কিছু কিছু পেনড্রাইভ ফরম্যাট হয় না।

তখন ভিন্নধরণের পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন পরে পেনড্রাইভটি ফরমেট করার জন্য। নিচে পেনড্রাইভ ফরম্যাট করার দুটি পদ্ধতি দেয়া হল। আমি ২ নং পদ্ধতিতে দুটি পেনড্রাইভ ফরম্যাট করার চেস্টা করেছিলাম, তারমধ্যে একটি ফরমেট হয়েছে অপরটি হয়নি। এজন্য চেস্টা করুন ভাইরাসযুক্ত কম্পিউটারে যেন আপনার পেনড্রাইভ প্রবেশ না করা হয়।

রাইট প্রটেক্টেট পেনড্রাইভটি প্রথমেই একটি ভাল ইন্টারনেট সিকিউরিটি বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে স্ক্যান করে নিন তারপর নিচের যেকোন একটি পদ্ধতি ভালভাবে অনুসরণ করুন ।

পদ্ধতি ১¦ প্রথমে মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করে ম্যানেজ এ ক্লিক করুন। এরপর স্টোরেজ এর অধিনে থাকা ডিস্ক ম্যানেজমেন্ট এ একবার ক্লিক করুন, দেখবেন ডান পাশে পেনড্রাইভসহ সব ড্রাইভের তালিকা আসবে। সেখান থেকে পেনড্রাইভের উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।

(http://tech.priyo.com/files/users/u65837/Pendrive%20Format.JPG)

এই পদ্ধতি অনুযায়ী ফরম্যাট না হলে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন।

পদ্ধতি ২¦ প্রথমে রান এ গিয়ে টাইপ করুন "Regedit" এবং ওকে চাপুন । এবার "HKEY_LOCAL_MACHINE >> SYSTEM > >CurrentControlSet > >Control এ যান।

(http://tech.priyo.com/files/users/u65837/Write%20Protected.JPG)

এখন Control এর নিচে StorageDevicePolicies নামক একটি Key যোগ করতে হবে। এজন্য Control এর উপর রাইট ক্লিক করে New থেকে Key তে ক্লিক করুন। এরপর টাইপ করুন StorageDevicePolicies। এ অবস্থায় মেনুবার থেকে এডিট>নিউ>DWORD Valueতে যান। এখানে টাইপ করুন WriteProtect। WriteProtect এর উপর রাইট ক্লিক করে Modify এ ক্লিক করুন। এখন আপনার Value তে 1 থাকলে 0 করে দিন। ওকে করুন।


পিসি রিস্টার্ট করুন। এরপর সাধারণ নিয়মে পেনড্রাইভের উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট অপশনে গিয়ে ফরম্যাট করুন।
(http://tech.priyo.com/files/users/u65837/Write%20Protected2.JPG)
সহজেই ফরম্যাট করুন রাইট প্রটেক্টেড পেনড্রাইভকে
Title: Re: সহজেই ফরম্যাট করুন রাইট প্রটেক্টেড পেনড্Ã
Post by: Mohammed Abu Faysal on October 17, 2012, 01:10:29 PM
I can't format my pen drive in these system. So give me another system.
Title: Re: সহজেই ফরম্যাট করুন রাইট প্রটেক্টেড পেনড্Ã
Post by: Sultan Mahmud Sujon on October 17, 2012, 08:56:42 PM
Some case its not work properly because the pen drive totally dead or many problem that's it
Title: Re: সহজেই ফরম্যাট করুন রাইট প্রটেক্টেড পেনড্ø
Post by: Mohammed Abu Faysal on December 08, 2013, 04:43:24 PM
কাজের খাতিরে পেনড্রাইভের ব্যবহার অনেক। ভাইরাসে সংক্রমিত হলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। এমন হলে বিকল্প উপায়ে পেনড্রাইভ ফরম্যাট করে নিতে হবে। প্রথমে পেনড্রাইভ কম্পিউটারে লাগিয়ে সেটির ড্রাইভে ডান ক্লিক করে Format-এ ক্লিক করে ফরম্যাট করার চেষ্টা করে দেখুন, সেটি ফরম্যাট হয় কি না। না হলে Win key+R চেপে রান চালু করুন। এখানে cmd লিখে এন্টার বোতাম চাপুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানে format লিখে একটা স্পেস দিয়ে :M লিখে এন্টার চাপুন।
খেয়াল রাখুন এখানে :M হবে কম্পিউটারে পাওয়া আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার। প্রথমবার এন্টার চেপে পরে আরেকবার এন্টার চাপতে হবে। এভাবে পেনড্রাইভ ফরম্যাট করতে সময় বেশি লাগবে, কিন্তু সত্যিকারের কাজটি হবে। যদি ওপরের নিয়মে সন্তুষ্ট হতে না পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে আনলকার সফটওয়্যারটি ব্যবহার করা।
http://goo.gl/nRxjTw ওয়েব ঠিকানায় গিয়ে সফটওয়্যারটি (৩৯৪ কিলোবাইট) নামিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন।
এবার পেনড্রাইভে ডান ক্লিক করে Unlocker-এ ক্লিক করে পরের বার্তায় Yes চাপুন। আনলকের জন্য উইন্ডো চালু হবে। No action থেকে Delete বেছে নিয়ে ওকে বা আনলক করুন। পেনড্রাইভ কোনো কারণে লক হয়ে গেলে এটি করার প্রয়োজন হবে। যদি লক না থাকে, তাহলে একটি বার্তার মাধ্যমে তা জানিয়ে দেবে। আনলক খুলে নিয়ে পরেরবার আবার চেষ্টা করলে পেনড্রাইভ ফরম্যাট করা যাবে।


Ref: http://www.prothom-alo.com/technology/article/83380/%E0%A6%AF%E0%A7%87_%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD_%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F_%E0%A6%B9%E0%A7%9F_%E0%A6%A8%E0%A6%BE