Daffodil International University
General Category => Common Forum => Topic started by: ksohel on September 10, 2012, 05:26:03 PM
-
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি (ডি আই ইউ) এর মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস ডিপার্টমেন্টের ছাত্রছাত্রিদের অংশগ্রহণে ৬-৯-১২ তারিখে অনুষ্ঠিত হল ড্রয়িং পোর্টফলিও প্রদর্শনী। এই প্রদর্শনী মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের একটি নিয়মিত আয়োজন। প্রতি সেমিস্টার শেষে ছাত্রছাত্রিরা তাদের আঁকা সকল শিল্পকর্ম নিয়ে আয়োজন করে এই প্রদর্শনী। ৩০ জন ছাত্রছাত্রী এই প্রদর্শনীতে অংশ নেয়। বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ সৈয়দ আখতার হোসেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগীয় প্রধান এবং শিক্ষক শিক্ষিকাসহ এই প্রদর্শনী ঘুরে দেখেন।
অমিত সম্ভাবনাময় এই মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস বিষয়টি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির একটি নতুন সংযোজন। প্রযুক্তির সাথে সৃষ্টিশীলতা যোগ করার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করবে এই বিষয়। এই বিষয়ে পাশ করে ছাত্রছাত্রিরা ছবি নির্মাতা প্রতিষ্ঠান, টিভি চ্যানেল, অ্যানিমেশন ও কার্টুন চলচ্চিত্র, চলচ্চিত্রের স্পেশাল এফেক্ট, বিজ্ঞাপনী সংস্থা, প্রিন্ট মিডিয়া, সফটওয়ার ইত্যাদি শিল্পের সাথে জরিত হয়ে তাদের সৃষ্টিশীল গুনাবলির সফল প্রয়োগ করে প্রতিষ্ঠিত হতে পারবে। দেশে বিদেশে এই মাল্টিমিডিয়া বিশেষজ্ঞদের রয়েছে প্রচুর চাহিদা।