Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on September 16, 2012, 02:50:21 PM
-
বচন
-
ফুল কলিতে বসলো মেলা
মজল কত ভ্রমর,
চাপরাসীদের চাঁপকানীত-
শুরু হল চরচর।।
------------------
গোলাপ জবার আসরেতে
ফুটল এ'কি ধুতরা ফুল,
মহাজিনর ম'হরতে-
বেধেঁ গেল গন্ডগুল।।
---------------------
টিক্কুলিতে তেল মেখে ঐ
বেনী বােঁধ গুরুশা,
যার ভাল তার র‘সেন-
ফকির মিয়ার ফিঁক দশা।।
--------------------
অ-ধরার ধরা হল সা'রা
বাজি বাদ্য গুন গুন,
ধরনীর বুকেঁ বসল ঝেকে-
নতুন ডাঁকের নবারুন।।
-------------------
ডাকা-ডাকিত পালা গানে
কে বেশীরে যৌক্তকি?
চাঁপা বাজির আড্ডা খানায়-
ঔষধ হল হরতকি।।