Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: bipasha on October 06, 2012, 10:22:14 AM
-
কোন একজন ইসলামকে আক্রমন করলে তার জন্য সমগ্র ধর্মীয় গোষ্ঠীর উপর আক্রমন করার অনুমতি কেউ তাদেরকে দেয় নাই। না "কুরআন" না "হাদিস" এই ক্ষমতা দিয়েছে তাদেরকে। এই সকল নামধারী অশিক্ষিত, অজ্ঞ মুসলিম রক্তগরম তখনই করে যখন তাদের ফরজ-সুন্নাহ কামাই দেয়ার পাল্লা ভারী হয়ে যায়। এটা সুস্পষ্টভাবে "ইসলামের আর শারী'য়ার" লংঘন।
► "আল্লাহ ফাসাদ ও দাঙ্গা-হাঙ্গামা পছন্দ করেন না।" (বাকারাঃ ২০৫)
► "লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না, আর পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে না।" (হুদঃ ৮৫)
-
(http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash4/3037_423609967701971_2052531869_n.jpg)