Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: bipasha on October 06, 2012, 10:25:20 AM

Title: বাংলায় হাদিস
Post by: bipasha on October 06, 2012, 10:25:20 AM
যরত সাঈদ বিন আবিল হাসান (রাহঃ) বলেন, আমি একদা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) এর কাছে ছিলাম। তখন তাঁর কাছে এক ব্যক্তি এল। লোকটি এসে বলল-‘হে ইবনে আব্বাস! আমার উপার্জনের নির্ভরতা আমার হাতের সৃষ্টির উপর, আমি ছবি আঁকি’। হযরত আব্দুল্লাহ বিন আব
্বাস (রাঃ) বললেন-‘আমি তোমার কাছে সেই কথা বর্ণনা করছি, যা আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি, আমি রাসূল (সাঃ) কে এটা বলতে শুনেছি যে, যেই ব্যক্তি ছবি আঁকে, তাকে আল্লাহ তায়ালা শাস্তি দিতে থাকবেন যতক্ষণ না সে উক্ত ছবিতে প্রাণ দিতে পারে, আর সেই ব্যক্তি কোনদিন তাতে প্রাণ দিতে পারবে না’। একথা শুনে লোকটা দীর্ঘশ্বাস ফেলল। আর তার চেহারা পাংশু হয়ে গেল। তখন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) বললেন-“আরে ভাই! যদি তুমি বানাতেই চাও, তাহলে গাছের ছবি আঁকো। আর প্রত্যেক ঐ বস্তুর ছবি আঁকো, যাতে [পশু পাখির মত] প্রাণ নেই।

তাহাবী শরীফ, হাদীস নং-৬৪৩৪,
সহীহ বুখারী, হাদীস নং-২১১২,
মুসনাদে আবি ইয়ালা, হাদীস নং-২৫৭৭,
মুসনাদে আহমাদ, হাদীস নং-৩৩৯৪,
মু’জামে ইবনে আসাকীর, হাদীস নং-১১,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮৪৮

## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।