(http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s480x480/282359_464907676865920_1049064977_n.jpg)
দেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ পানিতে ভাসছে আগামী ৮ অক্টোবর। খুলনা শিপইয়ার্ড প্রায় দেড় বছর ধরে এটি নির্মাণ করেছে। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে আরও চারটি যুদ্ধজাহাজ পানিতে ভাসানো হবে। সেগুলোর নির্মাণকাজও এগিয়ে চলেছে।
জানা গেছে, ২৮৮ কোটি টাকা ব্যয়ে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণের জন্য ২০১০ সালের মে মাসে নৌবাহিনীর সঙ্গে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক ৩০ থেকে ৪২ মাসের মধ্যে এগুলো হস্তান্তর করার কথা রয়েছে। এর অংশ হিসেবে প্রথম জাহাজটির নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই জাহাজটি সমুদ্র উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় ব্যবহারের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত। নির্মাণ সংশ্লিষ্ট খুলনা শিপইয়ার্ডের এক কর্মকর্তা জানান, জাহাজটির গতিবেগ হবে ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল (প্রায় ৩৭ মাইল)। এটি ৫০ দশমিক ৪ মিটার লম্বা ও ৭ দশমিক ৫ মিটার চওড়া। পানির নিচে এর গভীরতা থাকবে ৪ দশমিক ১ মিটার। যুদ্ধজাহাজটিতে প্রতিপক্ষের বিমান ও জাহাজ বিধ্বংসী ৩৭ মিলিমিটারের দুটি কামান ও শুধু বিমান বিধ্বংসী ২৫ মিলিমিটারের আরও দুটি কামান থাকবে। এর ওজন হবে প্রায় ৭৫০ টন। (সকালের খবর)