Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: Mohammed Abu Faysal on October 11, 2012, 10:07:43 AM
-
ইন্টারনেটে বিনা মূল্যে কথা বলার মাধ্যম স্কাইপে হামলা চালিয়েছে 'ওয়ার্ম' ম্যালওয়্যার। এ হামলার ফলে উইন্ডোজচালিত কম্পিউটারেও ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যার। জানা গেছে, স্কাইপের মাধ্যমে সহজেই কম্পিউটারে হামলা চালানোর সুযোগ থাকায় বর্তমানে হ্যাকারদের আক্রমণের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছেন স্কাইপ ব্যবহারকারীরা।
স্কাইপের ইন্সট্যান্ট মেসেজ বিভাগে lol is this your new profile pic? বার্তায় ক্লিক করলেই কম্পিউটারে ট্রোজান হর্স নামের ভাইরাসযুক্ত একটি ফাইল ডাউনলোড হয়ে যায়। আর এর মাধ্যমে কম্পিউটারে থাকা সব তথ্য নিজেদের দখলে নিয়ে নেয় সাইবার অপরাধীরা।
বিষয়টি স্বীকারও করেছে স্কাইপ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি জড়িত থাকায় একে গুরুত্বের সঙ্গে নিয়েছে স্কাইপ। ম্যালওয়্যার আক্রমণের বিষয়টি সম্পর্কে আমরা সচেতন আছি এবং বিষয়টি দ্রুত সমাধানের জন্য আমরা কাজ করছি।
ম্যালওয়ারে আক্রমণ থেকে রক্ষা পেতে স্কাইপের সর্বশেষ সংস্করণ ব্যবহারের পাশাপাশি সর্বশেষ নিরাপত্তা সুবিধা ব্যবহার করতে হবে। একই সঙ্গে অপরিচিত কোনো ব্যক্তির পাঠানো লিংকে প্রবেশ করা থেকেও নিজেদের বিরত রাখতে হবে।
-
লেবানন, ইরানসহ কয়েকটি দেশে নতুন করে হামলা চালিয়েছে কম্পিউটার ভাইরাস 'ফ্লেম'। জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাব। গুপ্তচরবৃত্তির জন্য বিশেষভাবে তৈরি ভাইরাসটির এবারের নাম 'মিনিফ্লেম'। বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের লাখ লাখ কম্পিউটারে আক্রমণ করে ফ্লেম। ক্যাসপারস্কি ল্যাবের কর্মকর্তা আলেকজান্ডার গোস্তেব জানিয়েছেন, বড় ধরনের গুপ্তচর কার্যক্রম পরিচালনার জন্য মিনিফ্লেম খুব কার্যকর। যেকোনো কম্পিউটারের তথ্য চুরি এবং কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে সাইবার টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে ফ্লেমকে। এটি তৈরি করতে এক ডজনেরও বেশি প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে। এখন পর্যন্ত ছয়টি প্রোগ্রাম শনাক্ত করতে পেরেছে ক্যাসপারস্কি ল্যাব।