Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: Mohammed Abu Faysal on November 01, 2012, 10:50:01 AM
-
প্রযুক্তিপণ্য তৈরির পথে আরেকধাপ এগোলো ব্রিটিশ টেক কোম্পানি অ্যাডজিরো। এ বছরের শুরুতেই বাঁশ ব্যবহার করে তৈরি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিলো প্রতিষ্ঠানটি। সম্প্রতি লন্ডনে আয়োজিত ড্রয়েডকন ইভেন্টে বাঁশের স্মার্টফোনটির ব্যাপারে বিস্তারিত জানিয়েছে অ্যাডজিরো। খবর আইটেকপ্রেস
অ্যাডজিরো স্মার্টফোনটি তৈরিতে ব্যবহার করেছে প্রক্রিয়াজাতকৃত জৈবিক বাঁশ। ১৬ জিবি মেমোরিসমৃদ্ধ স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আর ১.৪ গিগাহার্টজের স্যামসাং এক্সিনোস কোয়াড-কোর প্রসেসর। আর স্মার্টফোনটি চলবে গুগলের অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমে।
তবে অ্যাডজিরো স্মার্টফোনটি পুরোপুরি বাণিজ্যিকভাবে তৈরি করতে পারছে না আর্থিক সংকটের কারণে। আর্থিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দাতাদের আকৃষ্ট করতে অনলাইন ফান্ডিং প্লাটফর্ম কিকস্টার্টার-এ নতুন প্রজেক্ট চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রাথমিক অবস্থায় স্মার্টফোনটির দাম ৭০০ ডলার নির্ধারণ করলেও প্রজেক্টটি অর্থায়নে অংশ নেয়া দাতারা স্মার্টফোনটি পাবেন ৫০০ ডলারের বিনিময়ে।
Ref:-http://tech.bdnews24.com/details.php?shownewsid=4370
-
57400 BDT :o ! keep it :)
-
Informative post..