Daffodil International University
Health Tips => Health Tips => Skin => Topic started by: Badshah Mamun on November 01, 2012, 03:03:27 PM
-
প্রতি নিয়ত বাড়ীতে, কর্মক্ষেত্রে অগ্নিদগ্ধ, গরম পানিতে হাত পুড়ে যাওয়া, বিদ্যুত লাইন থেকে ছোট খাটো দুর্ঘটনা ঘটে থাকে। আগুনে পোড়া, বা গরম পানি, গরম দুধ বা রান্নার সময় সামান্য পুড়ে যাওয়া অংশে অনেক ক্ষেত্রে ফোস্কা বা ব্লিস্টার হতে পারে।
এ ধরণের ফোস্কা পরিস্কারের জন্য কোন ধারালো জিনিষ যেমন: সূচ, ব্লেড ইত্যাদি দিয়ে সামান্য ছিদ্রকরে ফোস্কার ভিতরের পানি বের করে দিতে হবে। অনেকে ফোস্কার উপরের সবটুকু চামড়া তুলে ফেলে যা করা মোটেই উচিত নয়। কারণ উপরের চামড়াটুকুই উন্নতমানের ড্রেসিং বা বায়োলোজিক্যাল ড্রেসিং হিসাবে কাজ করে। সকল ধরণের পোড়াজনিত ক্ষত ভালভাবে পরিস্কার করার পর সেখানে লোকাল এন্টিবায়োটিক ক্রিম যেমন: সিল ক্রিম, ডার্মাজিন, বার্ণল ইত্যাদি দিয়ে ক্ষতস্থানে প্রলেপের মত লাগাতে হবে। এই এন্টিবায়োটিক ক্রিম ইনফেকশন কন্ট্রোল ছাড়াও প্রাথমিক ভাবে ব্যথা উপশম করে এবং শরীরের অতি প্রয়োজনীয় তরল পদার্থ নি:সরণ বন্ধ করে। তবে রোগীর অবস্থা খারাপ হলে বা দগ্ধের পরিমাণ বেশী হলে অবশ্যই রোগীকে যত দ্রুত সম্ভব স্থানীয় চিকিত্সক বা চিকিত্সা কেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে।
Source: http://new.ittefaq.com.bd/news/view/158861/2012-11-01/24
-
Good Post.