Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on November 04, 2012, 12:15:41 PM
-
বাঙালীর দুগা পুজাঁ
বাংগালী সনাতন িহন্দুর পািরবািরক সামািজক এবং ধমীয় জীবেন শারদীয় দুগাঁ পুজাঁ সবেচেয় বড় এবং পুরাতন অােয়াজন। ইিতহােস উেল্লখ েয, মাকেন্ডয় অাংশ িবেশষ চন্ডী বিনত কািহনী অানুসাের েমধষমিনর অাশম সিন্নকটস্থ করালডাংগায় েবতসা নদীর তীের রাজা সুরথ ১ম দুগা েদবীর অারাধনা কেরন। ঈশবেরর সােথ িহন্দুেদর মূলত ভােবর সম্পক রেয়েছ। এই ভাব দুই অাংেশ িবভক্ত-একিট দাসঃ অপরিট-বা!স ভাব। িনেজেদর দাস ভািবত কের ঈশবেরর ভােব িবেভার থাকা এক ধরেনর সাধনা। অাবার িনেজেদর সন্তান রুেপ সিজ্জত কের ঈশ্বরেক মােয়র অাসেন ঠাই েদয়া অােরক ধরেনর সাধনা। এই দুই ভােবই- ভােবর গভীরতা অসীম। বাঙালীরা দুই ভােবই তােঁক অারাধনা কের। ঈশ্বেরর মাতৃরুেপর নাম দুগা। িতিন দুগিত নাশ কেরন বেল দুগা।অাবার দুগম নামক অসুরেক বধ কেরন বেল িতিন দুগা। জগেতর সব শিক্ত অার মায়ার অাধাঁর বেল িতিন-মহামায়া\মহাশিক্ত। িবিভন্ন গুন অার রুেপর উপর িভিত্ত কের তােক চন্ডী, কালী, তারা বা উমা থভৃিত নােম ডাকা হয়। দুগার পিরচয় মূলত শিক্তর েদবী িহসােব। িতিন ঈশ্বেরর শিক্তর থতীক।েকঁতার যুেগ রামচন্দঁ রাবন বেধ- দ্বাপর যুেগ অজুন এই েদবী পুজাঁ করেতন।
-
It's good to know the tradition, history and our own culture.
-
Thanks for your commend.