Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Mohammed Abu Faysal on November 06, 2012, 11:50:34 AM
-
ক্রিকেটের প্রশাসক সংস্থা আই সি সি যে নতুন প্লেইং কন্ডিশনস বা বিধিমালা চালু করেছে - তাতে বলা হয়েছে যে রাতের বেলা টেস্ট ম্যাচ অনুষ্ঠানের সিদ্ধান্ত টেস্ট খেলিয়ে দেশগুলো নিজেরাই নিতে পারবে।
আইসিসি বলেছে, কোনো সফরের আগে স্বাগতিক দেশ আর সফরকারী দেশের ক্রিকেট কর্তারার নিজেরা কথা বলে ঠিক করে নেবেন যে দিনরাতের টেস্ট ম্যাচ কটায় শুরু হবে বা কখন শেষ হবে, কি রঙের বল ব্যবহার করা হবে।
রাতের টেস্ট ক্রিকেটে লাল বল আর থাকবে না
স্পষ্টত, একে দেখা হচ্ছে দিনরাতের টেস্ট ম্যাচের ব্যাপারে আইসিসির সবুজ সংকেত হিসেবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলেছেন নৈশ টেস্ট ক্রিকেট এখন অবশ্যম্ভাবী - এটা চালু হবেই।
টেস্ট ক্রিকেট যেহেতু পাঁচ দিনের - মতাই যারা কাজ করেন তারা যে টেস্ট ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য দিন-রাতের টেস্ট ম্যাচে মাঠে আসাটা অনেক সহজ হয়ে যাবে, এটাই হচ্ছে সাদারল্যান্ডের কথা।
তবে রাতের বেলা টেস্ট খেলা হলে যে বল ব্যবহৃত হবে তার রঙ কি হবে তা নিয়ে গবেষণা এখনো শেষ হয়নি।
ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার বলছেন, এই গবেষণা শেষ হলেই নৈশ টেস্ট ক্রিকেটের পথে আর কোন বাধা থাকবে না, এবং টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য এটা খুবই ইতিবাচক হবে।
-
I think, its not a good initiative to play test match at night.
-
I don't support playing test under flood light. Test cricket should remain to the place where it was before.