Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: Mohammed Abu Faysal on November 11, 2012, 09:47:35 AM

Title: you can upload video in wikipedia.
Post by: Mohammed Abu Faysal on November 11, 2012, 09:47:35 AM
ভিডিও আপলোড করার সুবিধা চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া। তবে নিবন্ধিত ব্যবহারকারীরাই সুবিধাটি পাবেন। গত শুক্রবার উইকিপিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, বিনা মূল্যে শিক্ষামূলক ভিডিওচিত্র আপ করার সুযোগ থাকবে এতে। এত দিন শুধু টেঙ্টভিত্তিক তথ্য সেবা পাওয়া যেত উইকিপিডিয়ায়।
ভিডিও সেবাদানকারী প্রতিষ্ঠান ক্যালচুরা এবং সার্চ জায়ান্ট গুগলের সহায়তায় এইটিএমএল ফাইভ নামের ভিডিও প্লেয়ারটি চালু করা হয়েছে বলে জানিয়েছে উইকিপিডিয়া। এরই মধ্যে প্রায় ১৫ হাজার ভিডিও আপলোড হয়েছে সাইটটিতে।




সূত্র : ইন্টারনেট