Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: Mohammed Abu Faysal on November 11, 2012, 10:02:27 AM

Title: 3D photo in Google Earth Seven.
Post by: Mohammed Abu Faysal on November 11, 2012, 10:02:27 AM
বর্তমানে গুগল আর্থ ব্যবহারকারীরা ১১ হাজারের বেশি দর্শনীয় স্থানের ত্রিমাত্রিক ছবি দেখতে পারছেন। ফ্রান্সের আভিগনোন, টেক্সাসের অস্টিন, জার্মানির মিউনিখ, আরিজোনার ফিনিক্স ও জার্মানির মানহায়েমের মতো বেশ কিছু এলাকার ত্রিমাত্রিক রূপ আচিরেই গুগল আর্থ সেভেনে দেখা যাবে। গুগল আর্থ সেভেন থ্রিডি ম্যাপিং সফটওয়্যার গুগল আর্থের সর্বশেষ সংস্করণ গুগল আর্থ সেভেন পিসি ব্যবহারকারীরা এখন থেকে ডাউনলোড করতে পারছেন। গুগল আর্থের প্রোডাক্ট ম্যানেজার পিটার বার্চ জানিয়েছেন, মোবাইল ডিভাইস ও পিসি দিয়ে বিশ্বের যেকোনো জায়গা থেকে ঘুরে আসা এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তব। মোবাইল ডিভাইসে যারা গুগল আর্থ ব্যবহার করছেন, তাদের জন্য গুগল ট্যুর গাইড নামে একটি নতুন ফিচার যোগ করেছে গুগল আর্থ সেভেনে। এর মাধ্যমে নতুন জায়গাগুলোর ত্রিমাত্রিক ছবি ভ্রমণপ্রেমীরা দেখতে পারবেন গ্রাহকেরা। ভ্রমণের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই তাদের কাছে গুগল আর্থ অত্যন্ত জনপ্রিয়। চীনের মহাপ্রাচীর, যুক্তরাজ্যের স্টোনহেঞ্জের মতো স্থানগুলো ঘোরার সময় উইকিপিডিয়া থেকে স্থান-সম্পর্কিত তথ্য জানা যাবে মোবাইল ডিভাইসের মাধ্যমে। এন্ড্রয়েড, আইওএস, মাইক্রোসফট উইন্ডোজ সমর্থনকারী গুগল আর্থ সেভেনে বোলডার, বোস্টন, শার্লট, ডেনভার, লরেন্স, লং বিচ, লস অ্যাঞ্জেলস, পোর্টল্যান্ড, সান আন্তোনিও, সান ডিয়াগো, সান্তা ক্রুজ, সিয়াটল, তামপা, টাকসন, রোম, সান ফ্রান্সিসকো বে এরিয়ার (পেনিনসুলা ও ইস্ট বে) ত্রিমাত্রিক রূপ দেখা যাবে।

(http://www.dailynayadiganta.com/new/wp-content/uploads/2012/11/com-21.gif)

Ref: http://www.dailynayadiganta.com