Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on November 11, 2012, 03:00:11 PM
-
ছড়া
-
হুঁতুম-কাকে মিল মেলেছে
করতে বাজিঁ মাত,
দোয়েল-ময়নার সুর কাড়িয়া
মারবে তাদের জাত ।।
ছাগল-ভেড়ায় দল গড়েছে
এটেঁছে ভাই ফন্দি-
হোমিং বার্ডের ঘর বানাইয়া
শিয়াল করবে বন্দি ।।
চুনু-পুঁটির বাড় বাড়ে ঐ
হাটুঁ পানির ঝিলে-
মাছরাঙার সাধ জাগে তাই!
শিং মাছ খেতে গিলে ।।
ধরাকে আজ সরা ভেবে
ফন্দি আটেঁ কত! জানে কি?
সৃজন ধারার সৃষ্টি তারা
মনের খুশি মত ।।