Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: snlatif on November 12, 2012, 12:05:08 PM

Title: ধূমপান কেন এবং কিভাবে ক্ষতিকর??
Post by: snlatif on November 12, 2012, 12:05:08 PM
ধূমপান কেন এবং কিভাবে ক্ষতিকর??

আমরা তো সবাই জানি ধূমপান ক্ষতিকর, কিন্তু কিভাবে  ক্ষতি করে তা আমরা কয়জন জানি!!!??আসুন জানার চেষ্টা করি...

তামাক এবং তামাকজাত দ্রোব্যের মধ্যে 60 এর অধিক ক্যান্সারজনক পদার্থ রয়েছে।তামাকের ধোয়াতে প্রায় 4000 এর মত পদার্থ যেমন বেনজিন, ACETONE, কার্বন মনোক্সাইড, এমনিয়া, হাইড্রোজেন সায়ানাইড এবং অন্যান্য বিষাক্ত পদার্থ থাকে। এগুলা ক্যান্সার উন্নয়নের কাজে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা যেমন মেজাজের গোলমাল, সিজোফ্রেনিয়ার এবং অন্যান্য স্নায়বিক রোগ তৈরি করে।এছাড়াও মানসিক সমস্যা, উন্মত্ততা তৈরি করে। তামাক এবং তামাকজাত দ্রব্যের প্রধান উপাদান হল Nicotine, যা আমাদের আমাদের শরীরে বেশিক্ষণ থাকেনা এবং এটা enzymes এর মাধ্যমে ভেঙ্গে যায় এবং অনেক রাসায়নিক বিক্রিয়া হয় যা দেহের জন্য ক্ষতিকর। নিকোটিন একটি অত্যন্ত আসক্তি পদার্থ,যা আমাদের মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তন করে।এই কারণে ধূমপায়ীদের অধিকাংশ ধূমপান ছারতে পারে না।ধূমপান আমাদের মস্তিষ্কের রসায়নে পরিবর্তন আনে এবং নিকোটিন ডোপামিন স্তর বৃদ্ধি করে, আমাদের মস্তিষ্ক ডোপামিন একটি নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। ডোপামিন আমাদের মস্তিষ্কের মধ্যে একটি রাসায়নিক পদার্থ যা অনুভূতির জন্য দায়ী।নিকোটিন প্রভাব খুব সংক্ষিপ্ত তাই যারা​নিকোটিন নেন মানে যারা ধূমপান করেন তারা আসক্ত হয়ে পরেন এবং ছারতে পারেন না।


Source:Internet
Title: Re: ধূমপান কেন এবং কিভাবে ক্ষতিকর??
Post by: Narayan on January 29, 2013, 11:17:14 PM
ohhhhhhhhhhh.... I am 100 KM away from tobacco.

Thanks for sharing.
Title: Re: ধূমপান কেন এবং কিভাবে ক্ষতিকর??
Post by: nayeemfaruqui on February 23, 2013, 04:16:05 PM
Thanks for sharing