Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: tamim_saif on November 13, 2012, 03:11:38 PM

Title: বৈজ্ঞানিক সহায়তার আশ্বাস বেলারুশের প্রধা
Post by: tamim_saif on November 13, 2012, 03:11:38 PM
কৃষি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশকে বৈজ্ঞানিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচের।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্র-শিক্ষকদের এক সমাবেশে এক বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

(http://www.bdnews24.com/nimage/2012-11-13-15-01-38-DU-Press%20Release-HE%20Dr.%20Mikhail%20V.%20Myasnikovich.jpg)

তবে এ ক্ষেত্রে দেশীয় ব্যবসায়ী, কর্পোরেট প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন তিনি।
‘সায়েন্স এ্যান্ড টেকনোলজি ইন বেলারুশ, ক্রিয়েশন অব ইনোভেটিভ ইকোনমি: ভিউ টু দ্য ট্রান্সফর্মেশনাল প্রসেস’ শীর্ষক বক্তৃতায় মিয়াসনিকোভিচ বলেন, যে কোনো উন্নয়নের জন্যই বৈজ্ঞানিক নীতিমালার প্রয়োজন।
বাংলাদেশের উন্নয়নের জন্য কৃষিকে প্রধান হাতিয়ার উল্লেখ করে কৃষিক্ষেত্রে বাংলাদেশকে প্রযুক্তিগত সব সুবিধা দেয়ার কথা জানান তিনি। [/color]