Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: tamim_saif on November 13, 2012, 04:03:11 PM

Title: এক মাসের জন্য নিষিদ্ধ আমের খান, ঢাকা, নভেম্ব&
Post by: tamim_saif on November 13, 2012, 04:03:11 PM
লিমিটেড কোম্পানি হতে যাওয়ার সুখবর শোনানোর দিনে একটা দুঃসংবাদ পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তাদের ব্যবস্থাপক আমের খানকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।

গত মৌসুমের ব্রাদার্স-আবাহনী ম্যাচ নিয়ে একটি বেসরকারী টিভি চ্যানেলে বিভ্রান্তিকর তথ্য দেয়ায় এই শাস্তি দেয়া হয়েছে আমের খানকে।

সোমবার পেশাদার লিগ কমিটির সভাপতি ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুশের্দী জানিয়েছেন এ তথ্য।
কিছু দিন আগে বেসরকারী টিভি চ্যানেল ‘চ্যানেল ৭১’কে আমের খান বলেছিলেন, “পাতানো ম্যাচ শুধু আমরাই খেলি না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন আবাহনীও খেলে।”

তবে লিগ কমিটির জিজ্ঞাসাবাদের সামনে এ কথা অস্বীকার করেন ব্রাদার্সের ব্যবস্থাপক। ‘চ্যানেল ৭১’ তার বক্তব্য বিকৃত করে প্রচার করার দাবিও করেন তিনি।

তবে তার দাবিতে কর্ণপাত করেনি লিগ কমিটি। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, “বিভ্রান্তিকর তথ্য দেয়ার দায় এড়াতে পারেন না আমের খান। তাই পেশাদার লিগ কমিটি তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।”