Daffodil International University
Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: snlatif on November 14, 2012, 06:28:26 PM
-
মস্তিষ্কে জিন স্থাপন করে নতুন ধরনের চিকিৎসাপদ্ধতি বের করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের গবেষকেরা স্নায়ুরোগে আক্রান্ত কিছু ইঁদুরের ওপর গবেষণা করে এই পদ্ধতিতে সাফল্য পেয়েছেন। এতে স্নায়ুরোগের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিক সূচিত হলো। গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন-এ।
গবেষদের মতে, ওষুধের মাধ্যমে যাঁরা স্নায়ুরোগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাঁদের এই পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করা সম্ভব হবে। এই প্রক্রিয়ায় কিছু নিউরনে নতুন জিন যুক্ত করার জন্য একটি ভাইরাস ব্যবহার করা হয়েছে। গবেষকদের একজন রবার্ট ওয়াইকের মতে, স্নায়বিক চাপ কমাতে এই প্রথম জিন থেরাপি ব্যবহার করা হলো।
এই পদ্ধতিতে মস্তিষ্কের কোষের ক্ষমতা প্রকৃত অবস্থার চেয়ে বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে স্নায়বিক চাপ প্রশমিত হয়। এভাবে ইঁদুরের ওপর গবেষণায় দেখা যায়, মাত্র এক মাসের মধ্যে ইঁদুরগুলো সুস্থ হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, এ উদ্ভাবন খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রায় পাঁচ কোটি লোক স্নায়ুরোগে আক্রান্ত। এদের ৩০ শতাংশের ক্ষেত্রে ওষুধ কাজ করে না। বর্তমানে তাদের ক্ষেত্রে মস্তিষ্কে অস্ত্রোপচারের মাধ্যমে অথবা বৈদ্যুতিক শক দিয়ে চিকিৎসা দেওয়া হয়।
Source:Internet
-
Informative post..