Daffodil International University

IT Help Desk => News and Product Information => Topic started by: snlatif on November 14, 2012, 06:37:20 PM

Title: নকিয়া ‘হেয়ার’ ব্র্যান্ড
Post by: snlatif on November 14, 2012, 06:37:20 PM
নকিয়া ব্র্যান্ডের পাশাপাশি নতুন আরেকটি ব্র্যান্ড নাম তৈরি করছে ফিনল্যান্ডের এ প্রতিষ্ঠানটি। নতুন ব্র্যান্ডটির নাম ‘হেয়ার’। নকিয়ার ‘অভি’ ব্র্যান্ডের মত ‘হেয়ার’ ব্র্যান্ডের অধীনে বিভিন্ন পণ্য ও সেবা বাজারে আনছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ফোর্বস অনলাইন।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ‘হেয়ার’ ব্র্যান্ড নাম ব্যবহার করে ট্যাবলেট, মুঠোফোন, গাড়িতে ব্যবহূত প্রযুক্তি, পরিধেয় বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত প্রযুক্তি সেবা আনতে যাচ্ছে নকিয়া। ভবিষ্যতের নতুন মুঠোফোন প্ল্যাটফর্মের জন্য এ ব্র্যান্ডটি চালু করছে প্রতিষ্ঠানটি।
নতুন ব্র্যান্ডের অধীনে নকিয়া যে কেবল উইন্ডোজনির্ভর প্ল্যাটফর্মেই যুক্ত থাকবে না; আইওএস প্ল্যাটফর্মের জন্য মজিলার সঙ্গে মিলে ‘হেয়ার ম্যাপস’ অ্যাপ্লিকেশন তৈরির বিষয়টি সে ইঙ্গিত দেয়। অ্যান্ড্রয়েডের জন্যও অ্যাপ্লিকেশন তৈরি করবে নকিয়া।
হেয়ার ব্র্যান্ডটিকে আরও সমৃদ্ধ করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি থ্রিডি ম্যাপ সেবা আর্থমাইন কেনার পরিকল্পনা করেছেন নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ।

Source:Internet