Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: snlatif on November 14, 2012, 07:01:58 PM

Title: বছরের বিশেষ দিনগুলো(১)
Post by: snlatif on November 14, 2012, 07:01:58 PM
সব দেশেই বছরজুড়ে বিভিন্ন বিশেষ দিবস উদযাপন করা হয়। কখনও কোন ঐতিহাসিক ঘটনা স্মরণ করতে (১লা মে), কখনো কোন প্রসঙ্গে সচেতনা সৃষ্টিতে (বিশ্ব এইডস দিবস) এসব দিবস পালন করা হয়। এসব দিবসের ক্ষেত্রে সাধারণত জাতিসংঘই অগ্রণী ভূমিকা নেয়। বিশ্বজুড়ে জাতিসংঘের দপ্তরগুলোয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সহজেই কোন বিশেষ দিনকে বিশ্বজনীন রুপ দেয়া যায়।

কিছু কিছু দিন রয়েছে যেগুলো কেবল কোন বিশেষ দেশ বা অঞ্চলেই পালিত হয় (শহীদ বুদ্ধিজীবি দিবস), আবার কিছু বিশেষ দিন রয়েছে যেগুলোর পটভূমি কোন বিশেষ দেশ বা অঞ্চলে হলেও বর্তমানে সারা পৃথিবীতেই পালিত হয় (ভ্যালেন্টাইনস ডে)।

বছরজুড়ে বাংলাদেশ ও সারা বিশ্বে যেসব বিশেষ দিবস পালিত হয়, তার একটি তালিকা দেবার চেষ্টা করা হল এখানে।

জানুয়ারি
১ লা জানুয়ারি   বিশ্ব পরিবার দিবস
৬ জানুয়ারি   বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিস (World Day - War Orphans )
১০ জানুয়ারি   শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস
১৯ জানুয়ারি   জাতীয় শিক্ষক দিবস
২০ জানুয়ারি   শহীদ আসাদ দিবস
২৪ জানুয়ারি   গণ অভ্যুত্থান দিবস
২৫ জানুয়ারি   কম্পিউটারে বাংলা প্রচলন দিবস
২৬ জানুয়ারি   আন্তর্জাতিক শুল্ক দিবস
২৭ জানুয়ারি   আন্তর্জাতিক হলোকস্ট স্মরণ দিবস
২৮ জানুয়ারি   তথ্য সুরক্ষা দিবস (Data Protection Day), সলঙ্গা দিবস

ফেব্রুয়ারি
২রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস
৪ ফেব্রুয়ারি   বিশ্ব ক্যান্সার দিবস
৫ ফেব্রুয়ারি   কাশ্মীর দিবস
৬ ফেব্রুয়ারি   International Day against Female Genital Mutilation
১২ ফেব্রিুয়ারি ডারউইন দিবস এবং বিশ্ব রোগী দিবস (World Day of the Sick)
১৪ ফেব্রুয়ারি   ভ্যালেন্টাইন’স ডে, সুন্দরবন দিবস
১৫ ফেব্রুয়ারি   বিশ্ব শিশু ক্যান্সার দিবস
২০ ফেব্রুয়ারি   বিশ্ব সামাজিক বিচার দিবস (World Day of Social Justice)
২১ ফেব্রুয়ারি   আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২২ ফেব্রুয়ারি   বিশ্ব স্কাউট দিবস
২৩ ফেব্রুয়ারি   বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস
২৪ ফেব্রুয়ারি   আল কুদস দিবস
২৮ ফেব্রুয়ারি   ডায়াবেটিস সচেতনতা দিবস

মার্চ
২ মার্চ   জাতীয় পতাকা দিবস
৩ মার্চ   বিশ্ব বই দিবস
৪ মার্চ   বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস
৮ মার্চ   আন্তর্জাতিক নারী দিবস
১১ মার্চ   রাষ্ট্রভাষা দিবস
১৩ মার্চ   আন্তর্জাতিক রোটারী দিবস
১৪ মার্চ   আন্তর্জাতিক নদী রক্ষা দিবস, বিশ্ব পাই (π) দিবস
১৫ মার্চ   বিশ্ব ভোক্তা অধিকার দিবস, পঙ্গু দিবস
১৭ মার্চ   বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস
২০ মার্চ   বিশ্ব শিশু ও যুব থিয়েটার দিবস
২১ মার্চ   বিশ্ব নিদ্রা দিবস (World Sleep Day), বিশ্ব বনায়ন দিবস, আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
২২ মার্চ   বিশ্ব পানি দিবস

(চলবে)
 

Source:Internet
Title: Re: বছরের বিশেষ দিনগুলো(১)
Post by: Narayan on November 28, 2012, 04:03:00 PM
২১ মার্চ ঘুমানোর জন্য সাধারন ছুটি ঘোষণা করা উচিৎ...।
Title: Re: বছরের বিশেষ দিনগুলো(১)
Post by: saratasneem on December 08, 2012, 03:18:39 PM
We should sincerely celebrate the special days. 
Title: Re: Special days of Year
Post by: tany on February 20, 2013, 05:09:18 PM
Very Useful post madam... :)