Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Muntachir Razzaque on November 22, 2012, 01:16:10 PM

Title: ফুসফুস ক্যানসার প্রতিরোধ
Post by: Muntachir Razzaque on November 22, 2012, 01:16:10 PM
অধ্যাপক, মেডিকেল অনকোলজি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

ফুসফুস ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফুসফুস ক্যানসার পুরুষদের এক নম্বর ক্যানসার হলেও নারীদের মধ্যে এ রোগীর সংখ্যা কম নয়। ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণও ফুসফুস ক্যানসার। অধিকাংশ ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে এ রোগ শনাক্ত হয়ে থাকে। তখন বিভিন্ন প্রকার উপসর্গ থাকে। ক্যানসার নিরাময় করার মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। চিকিৎসার বিভিন্ন আধুনিক পদ্ধতি ব্যবহার করেও ফুসফুসজনিত মৃত্যুর হার কমানো সম্ভব হচ্ছে না। তাই দেশে দেশে ফুসফুস ক্যানসার প্রতিরোধে জোর প্রচারণা চলছে। এ রোগের প্রতিরোধ অনেক সহজ, কার্যকর, সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদি। সাধারণত ৪৫ বছরের পর থেকে এ রোগে আক্রান্ত হতে দেখা যায়। বয়স বাড়ার সঙ্গে এ রোগের হারও বাড়তে থাকে।

ফুসফুস ক্যানসারের কারণ
ধূমপান ফুসফুস ক্যানসারের প্রধান কারণ। ১৯৫০ সাল থেকে অসংখ্য গবেষণায় প্রাপ্ত, এটি একটি প্রতিষ্ঠিত সত্য।
 ফুসফুস ক্যানসারের ৯০ শতাংশ কারণ প্রত্যক্ষ ধূমপান।
 যিনি দিনে এক প্যাকেট সিগারেটের ধূম পান করেন, তাঁর ফুসফুস ক্যানসার হওয়ার ঝুঁকি অধূমপায়ীর চেয়ে ২৫-৩০ গুণ বেশি। ফুসফুস ক্যানসারে আক্রান্ত রোগীর ৯০ শতাংশ ধূমপায়ী। তবে সব ধূমপায়ীই ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন না। প্রতি ১০ জন ধূমপায়ীর মধ্যে চারজনের ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
 ফুসফুস ক্যানসারের ঝুঁকির পরিমাণ ততই বেশি হয়; যত অল্প বয়সে ধূমপান শুরু করা হয়, যত বেশি পরিমাণে ধূমপান হয়, যত দীর্ঘদিন ধূমপানে অভ্যস্ত থাকা হয়।
 সিগারেটের ধোঁয়ায় প্রায় ৪০০ রকমের রাসায়নিক পদার্থ আছে। এর মধ্যে বেশির ভাগই ক্যানসার সৃষ্টিকারী উপাদান (কার্সিনোজেন)।
 ধূমপানে ঝুঁকির মাত্রা আরও বেড়ে যায় যদি অন্যান্য ঝুঁকিপূর্ণ কারণ থাকে।

অন্যান্য কারণ
 পরোক্ষ ধূমপান। ব্যক্তি নিজে ধূমপান করেন না। তবে দীর্ঘদিন পাশে থেকে অন্যের ধূমপানের ধোঁয়া গ্রহণ করেন। তাঁদের মধ্যে ফুসফুস ক্যানসারজনিত মৃত্যুর হার কম নয়। তাই পরোক্ষ ধূমপায়ীও এ রোগের জন্য ঝুঁকিপূর্ণ।
 বায়ুদূষণ, গাড়ি, কলকারখানা, জ্বালানি হিসেবে ব্যবহূত কাঠ, কয়লা ও অন্যান্য বর্জ্য পদার্থ পোড়ানো থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুকে দূষিত করে। দীর্ঘদিন এ ধরনের দূষিত বায়ুতে বসবাস করলে ফুসফুস ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, দীর্ঘদিন দূষিত বায়ুতে বাস করা আর দীর্ঘদিন পরোক্ষ ধূমপান করা ফুসফুস ক্যানসারের জন্য অনেকটা সমান ঝুঁকিপূর্ণ।
 কলকারখানায় ব্যবহূত হয়অ্যাসবেস্টোস। অ্যাসবেস্টোস এক প্রকার আঁশ-জাতীয় পদার্থ, যা বাতাসে ভেসে বেড়ায়। অ্যাসবেস্টোস ফুসফুসের ক্ষত সৃষ্টি করে এবং ফুসফুস ক্যানসারের ঝুঁকি নয় গুণ বাড়িয়ে দেয়। ধূমপায়ীরা এ পরিবেশে দীর্ঘ সময় অবস্থান করলে এ রোগের ঝুঁকি ৫০ থেকে ৯০ গুণ বেড়ে যায়। অ্যাসবেস্টোস থেকে সৃষ্ট হয় মেজোথেলিওমা নামক অন্য আরেক ধরনের ক্যানসার।

ফুসফুসের অন্যান্য রোগ
দীর্ঘদিন ফুসফুসের প্রদাহ স্থায়ী হলে ফুসফুসের বিভিন্ন নালি-প্রণালিতে পরিবর্তন হয়। ফুসফুসের বাতাস সহসা বের হয়ে আসতে পারে না এবং বিভিন্ন রোগ বা সমস্যা দেখা দেয়। যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস (সিওপিডি), এমফাইজেমা ইত্যাদি। যক্ষ্মা রোগ। এসব রোগী ধূমপায়ী হলে ফুসফুস ক্যানসার হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
 ফুসফুস ক্যানসারে আরও একটি ঝুঁকি র‌্যাডোন গ্যাস। তেজস্ক্রিয় ইউরেনিয়াম ভেঙে এর বাইপ্রোডাক্ট হিসেবে র‌্যাডন গ্যাস বাতাসে ছড়িয়ে যায়। ঘরে ও বাইরের বায়ুদূষণ ঘটায়। র‌্যাডন গ্যাস তেজস্ক্রিয়, ফুসফুসের ক্ষতি করে এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
 আর্সেনিক, ক্রোমিয়াম, নিকেল, অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, ইথার ইত্যাদি রাসায়নিক পদার্থ থাকা পরিবেশের মধ্যে দীর্ঘদিন অবস্থান করলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
 পারিবারিক ফুসফুস ক্যানসারের ইতিহাস থাকলে।
 একবার এক ফুসফুসে ক্যানসার হলে অপরটিতে আবার ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে।

ফুসফুস ক্যানসার প্রতিরোধের উপায়
কিছু কিছু নিয়মকানুন মেনে চললে, জীবনযাপন ও খাদ্যাভ্যাস পরিবর্তন করলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি অনেক কমে আসে।
 কখনো ধূমপান না করা। পরিবারের অন্যরাও যাতে ধূমপান করতে না পারে, সে রকম পরিবেশ গড়ে তোলা।
 ধূমপায়ী হলে, এখনই তা বন্ধ করে দেওয়া। ধূমপান বন্ধ করতে নিজে সক্ষম না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
 পরোক্ষ ধূমপানের শিকার না হওয়া। ধূমপায়ীদের সঙ্গে বসবাস বা কর্মক্ষেত্রে অবস্থান করলে তাদের খোলা জায়গায় ধূমপান না করার জন্য অনুরোধ করা। যেসব জায়গায় সব সময় ধূমপান চলে, সেসব জায়গায় অবস্থান না করা।
 কর্মক্ষেত্রের কার্সিনোজেন এড়িয়ে চলা। কর্মক্ষেত্রে যদি ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে, তাহলে চাকরির বিধিতে শারীরিক সুরক্ষার জন্য যেসব সতর্ক নিয়মকানুন আছে তা ঠিক ঠিকভাবে মেনে চলা। সুরক্ষার জন্য মুখে মাস্ক দেওয়া হলে, কাজের সময় তা ব্যবহার করাই উচিত।
 বাড়ির পরিবেশের প্রতি যত্নশীল হওয়া। ফুসফুস ক্যানসার প্রতিরোধে বাড়ির পরিবেশ ভালো রাখাও কম গুরুত্বপূর্ণ নয়। কর্মক্ষেত্রে যেমন ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে, বাড়িতেও বিভিন্ন কিছুতে এসব পদার্থ অগোচরে থাকতে পারে। বিশেষ করে রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহূত কাঠ, পাতা, কয়লা, পাটখড়ি, ময়লা কাগজ ইত্যাদি পোড়ানোর ধোঁয়া ঘরের ভেতরে গিয়ে ঘরের পরিবেশ দূষণ ঘটায়। ঘরের ভেতরের বাতাস যাতে বাইরে চলাচল করতে পারে, সে ধরনের ব্যবস্থা রাখা।
 নিয়মিত ব্যায়াম করা। এমনকি সপ্তাহে দুই দিন হালকা ধরনের ব্যায়ামও ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমায়।
 খাদ্যাভ্যাস পরিবর্তন করা। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি খাওয়া। বিভিন্ন প্রকার ফল ও শাকসবজিতে যে পরিমাণ ভিটামিন থাকে তা প্রক্রিয়াজাত ওষুধে পাওয়া যায় না। খুব সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন প্রকার ফল ও শাকসবজি খেলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমে যায়। পরিমাণের চেয়েও বিভিন্ন প্রকার ফল ও শাকসবজির গুরুত্ব অনেক বেশি।
অন্যদিকে ইনরগানিক ফসফেটযুক্ত খাবার ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ায়। ইনরগানিক ফসফেটযুক্ত খাবারের মধ্যে আছে প্রক্রিয়াজাত খাবার, যেমন: মাংস, ফাস্টফুড, বেকারি খাবার, পনির এবং বিভিন্ন কার্বোনেটেট কোলা ড্রিংক ইত্যাদি। অতিরিক্ত চর্বিজাতীয় খাবারও ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ ধরনের খাবার কম খাওয়ার অভ্যাস করা।
 গ্রিন-টি পান করার অভ্যাস করা। নিয়মিত গ্রিন-টি পান করলে ধূমপানে সৃষ্ট কোষের ক্ষতি কিছুটা কম হয়। এর ফলে ফুসফুসে ক্যানসারের ঝুঁকি কম থাকে।

প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও এর উপায়
প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে প্রায় সব ধরনের ক্যানসারই নিরাময় করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে হলে এ রোগ সম্পর্কে জানতে হবে এবং প্রতিরোধেও সচেতন হতে হবে। ফুসফুস ক্যানসারের জন্য নিজে কতটা ঝুঁকিপূর্ণ, তা জানা জরুরি। একেবারে প্রাথমিক পর্যায়ে এ রোগের তেমন কোনো লক্ষণ থাকে না। তবে নিম্নলিখিত সমস্যাগুলোকে ফুসফুস ক্যানসারের সংকেত হিসেবে গণ্য করা হয়।
 দীর্ঘস্থায়ী কাশি। কাশির জন্য চিকিৎসা করা হয়েছে। কয়েক সপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু কাশি আর সারছে না। কাশির মাত্রা বেড়েই যাচ্ছে। প্রায় দুই-তৃতীয়াংশ ফুসফুস ক্যানসার রোগীর কাশি উপসর্গ থাকে।
 কাশির সঙ্গে রক্ত পড়া।
 বুকে, পিঠে বা হাতে ব্যথা অনুভব করা বা অস্বস্তি বোধ হওয়া। কাশি বা শ্বাসকষ্ট হওয়ার আগেও এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। বুকে-পিঠে কোনো ধরনের আঘাত পাওয়ার ঘটনাও ঘটেনি।
 প্রায়ই জ্বরে আক্রান্ত হওয়া। অ্যান্টিবায়োটিক খাওয়ার পর জ্বর সেরে গেল, কিছুদিন পর আবার জ্বরে আক্রান্ত হওয়া।
 এমনিতে তেমন কোনো শ্বাসকষ্ট নেই। তবে কাজকর্ম করতে গেলে বা সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট বোধ হওয়া।
 খাওয়ার রুচি কমে যাওয়া
 প্রায়ই ফুসফুসে প্রদাহ (ব্রংকাইটিস) হওয়া।
 ওজন কমে যাওয়া
 দুর্বলতা
 আথ্রাইটিস বা হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা।
 ক্লাবিং অর্থাৎ আঙুলের মাথার বিশেষ পরিবর্তন (ফুলে যাওয়া) ক্যানসার শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে গেলে আরও অনেক উপসর্গ ও চিহ্ন দেখা দিতে পারে।
ফুসফুসের অন্যান্য রোগ, বিশেষ করে যক্ষ্মা হলে উল্লিখিত উপসর্গগুলো হয়ে থাকে। ‘যক্ষ্মা হয়েছে’ নিশ্চিত না হয়ে শুধু লক্ষণ দেখে অনেকের যক্ষ্মা রোগের চিকিৎসা শুরু হয়ে যায়। অনেক ক্যানসার রোগীই তাই পাঁচ-সাত মাস দেরি করে আসেন। রোগ দেরিতে শনাক্ত হয়।

ফুসফুস ক্যানসার স্ক্রিনিং
ফুসফুস ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু কোনো ধরনের রোগের উপসর্গ এখনো দেখা দেয়নি তাদের ফুসফুস ক্যানসার হয়েছে কি না, তা খুঁজে দেখা। এ জন্য চিকিৎসক বিভিন্ন প্রকার পরীক্ষা করার জন্য পরামর্শ দিতে পারেন। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে রোগ নিরাময় করা সহজ হয়। আন্তর্জাতিক বিভিন্ন ক্যানসার সংগঠন দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসার স্ক্রিনিং বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার পরীক্ষা: যেমন বুকের এক্স-রে, কফের প্যাথলজি পরীক্ষা (সাইটোলজি) ও বুকের লো ডোজ সিটি স্ক্যান তুলনামূলক গবেষণা করে দেখা হচ্ছে। উদ্দেশ্য, ফুসফুস ক্যানসারজনিত মৃত্যুর হার কমিয়ে আনা।
Title: Wireless sensor network (WSN) for Blood Pressure manipulation
Post by: tamim_saif on November 22, 2012, 07:02:50 PM
Wireless sensor network (WSN) technology and the overall miniaturization of their associated hardware are leading to several potential applications in the medical industry. In particular, the ability to remotely monitor patient vital signs in real time from a centralized location is a growing area of interest .System is  developed using commodity hardware, comprised a Bluetooth-enabled home BP monitor, a mobile phone to receive and transmit data, a central server for data processing, a fax-back system to send physicians’ reports, and a BP alerting system.

Blood pressure is measured using oscillometric method when cuff is placed around patient’s upper arm, electric compressor is used to inflate it and electronic pressure sensor is used to detect blood flow.

Another system includes an ARM-based blood pressure monitor with a ZigBee wireless transmission module and a PC-based management unit with graphic user interface and database.
Title: POTENTIAL HEALTH EFFECTS:household chemical products
Post by: tamim_saif on November 24, 2012, 01:00:57 PM
Accidents or incorrect use of household chemical products may cause immediate health effects, such as burns and poisoning.
There can also be longer-term health effects from chemicals. When these occur, they are usually the result of exposure to certain chemicals over a long period of time.

Depending on the chemical, these longer-term health effects might include:
• organ damage
• weakening of the immune system
• reproductive problems and birth defects
• effects on the mental cognitive or physical development of children
• cancer 


Title: Finding LCM of Several Integers, PHP Code
Post by: msu_math on November 26, 2012, 09:57:36 AM
The  function NumLCM($A, $B) returns the least common multiple (LCM) of the integers contained in $A and $B. The function NumNLCM($A) calls NumLCM() repeatedly and returns LCM of several integers contained in the array $A.

function NumLCM($A, $B)
 {
      if($A<0) { $A = -$A; }
      if($B<0) { $B = -$B; }
      if($A>=$B) { $bigger=$A; }
      else  { $bigger=$B; }
      for($n=$bigger;$n<$A*$B;$n+=$bigger)
          {
               if($n%$A==0 && $n%$B==0) { $lcm=$n.""; return $lcm; }
          }
      $lcm=$A*$B.""; 
      return $lcm;   
 }

function NumNLCM($A)
  {
       $nlcm=$A[1]; $i =1;
       while($A[$i] != NULL)
            {
                  $nlcm = NumLCM($nlcm, $A[$i]);
                  $i++;
            }
       return $nlcm;
  }
Title: Facebook offering e-retailers sales tracking tool
Post by: M Z Karim on November 27, 2012, 09:36:48 AM
Facebook offering e-retailers sales tracking tool [/color]

Facebook will begin rolling out on Friday a new tool which will allow online retailers to track purchases by members of the social network who have viewed their ads.

The tool is the latest of the new advertising features Facebook is offering to convince marketers that steering advertising dollars to the company will deliver a payoff.

Facebook, with roughly 1 billion users, has faced a tough reception on Wall Street amid concerns about its slowing revenue growth.

"Measuring ad effectiveness and outcomes is absolutely crucial to all types of businesses and marketers," said David Baser, a product manager for Facebook's ads business who said the "conversion measurement" tool has been a top customer request for a long time.

The sales information that advertisers receive is anonymous, said Baser. "You would see the number of people who bought shoes," he said, using the example of an online shoe retailer. But marketers would not be able to get information that could identify the people, he added.

The conversion tool is specifically designed for so-called direct response marketers, such as online retailers and travel websites that advertise with the goal of drumming up immediate sales rather than for longer-term brand-building.

Such advertisers have long flocked to Google Inc's Web search engine, which can deliver ads to consumers at the exact moment they're looking for information on a particular product.

But some analysts say there is room for Facebook to make inroads if it can demonstrate results.

"The path to purchase" is not as direct on Facebook as it is on Google's search engine, said Debra Aho Williamson, an analyst with research firm eMarketer. But she said that providing information about customer sales conversion should help Facebook make a stronger case to online retailers.

"It lets marketers track the impact of a Facebook ad hours or days or even a week beyond when someone might have viewed the ad," said Williamson. "That allows marketers to understand the impact of the Facebook ad on the ultimate purchase."

Marketers will also have the option to aim their ads at segments of Facebook's audience with similar attributes to consumers that have responded well to a particular ad in the past, Baser said.

Online retailer Fab.com, which has tested Facebook's new service, was able to reduce its cost per new customer acquisition by 39 percent when it served ads to consumers deemed most likely to convert, Facebook said. Facebook defines a conversion as anything from a completed sale, to a consumer taking another desired action on a website, such as registering for a newsletter.

NEW OPPORTUNITIES

Shares of Facebook, which were priced at $38 a share in its May initial public offering, closed Thursday's regular session at $22.17.

In recent months, Facebook has introduced a variety of new advertising capabilities and moved to broaden its appeal to various groups of advertisers.

Chief Operating Officer Sheryl Sandberg said in October that Facebook saw multi-billion revenue opportunities in each of four groups of advertisers: brand marketers, local businesses, app developers and direct response marketers.

Facebook does not disclose how much of its ad revenue, which totaled $1.09 billion in the third quarter, comes from each type of advertiser. Pivotal Research Group analyst Brian Wieser estimates that brand marketers and local businesses account for the bulk of Facebook's current advertising revenue.

Earlier this year, Facebook introduced a similar conversion measurement service for big brand advertisers, such as auto manufacturers, partnering with data mining firm Datalogix to help connect the dots between consumer spending at brick-and-mortar and Facebook ads.

And Facebook has rolled out new marketing tools for local businesses such as restaurants and coffee shops, including a revamped online coupon service and simplified advertising capabilities known as promoted posts.

The new conversion measurement tool is launching in testing mode, but will be fully available by the end of the month, Facebook .

Source : Internet
Title: বোতল নিজেই পানি তৈরী করবে !
Post by: Md. Khairul Bashar on November 27, 2012, 10:01:14 AM
যুক্তরাষ্ট্রের গবেষকেরা এক ধরনের বোতল তৈরি করেছেন যা বাতাসের আর্দ্রতা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয় পানি তৈরি করতে পারে। মরুভূমিতে চলার সময় বা পানির উৎস থেকে দূরে থাকলে এ বোতল ব্যবহার করে প্রতি ঘণ্টায় তিন লিটার পানি তৈরি করা সম্ভব হবে। এজন্য বোতলে অবশ্য সামান্য পানি থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের এনবিডি ন্যানো নামের একটি নতুন প্রতিষ্ঠান পানি তৈরির ক্ষেত্রে ‘বায়োমিমিক্রি’ নামের এ পদ্ধতিটি উদ্ভাবন করেছেন। মরুভূমিতে বসবাসকারী এক ধরনের পোকা থেকে অনুপ্রাণিত হয়ে এ পদ্ধতি উদ্ভাবন করেছেন এনবিডি ন্যানোর গবেষকেরা। তাই এ পদ্ধতিটির নাম রাখা হয়েছে ‘বায়োমিমিক্রি’ বা পরিবেশ থেকে অনুপ্রাণিত পদ্ধতি।
গবেষকেরা জানিয়েছেন, নামিব মরুভূমির বিশেষ ধরনের পোকা যেভাবে আর্দ্রতা শোষণ করে সে পদ্ধতি ব্যবহারে করেই পানি সংরক্ষণের উপযোগী বোতল তৈরি করা হয়েছে। বোতলে হাইড্রোফিলিক ও হাইড্রোফোবিক নামের উপাদান ব্যবহার করে আর্দ্রতা কাজে লাগিয়ে পানি তৈরি করে এ বোতল।
 
গবেষক মিগুয়েল গ্যালভেজ এ প্রসঙ্গে জানিয়েছেন, পরিবেশ থেকে অনুপ্রাণিত হয়ে প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহূত নকশা তৈরি করা হয়েছে। তবে এ গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ পদ্ধতির সাহায্যে বোতলে সামান্য পরিমাণ পানি রেখে পুরো বোতল পানি তৈরি করা হয় যা গোবি বা আতাকামা মরুভূমি অঞ্চলে টিকে থাকতে সাহায্য করতে পারে।

Title: Re: বোতল নিজেই পানি তৈরী করবে !
Post by: raju on November 27, 2012, 03:34:39 PM
nice get this info. Hope the world with huge population can survive only when innovation can cress imagination like this. 
Title: Re: বোতল নিজেই পানি তৈরী করবে !
Post by: Md. Khairul Bashar on November 27, 2012, 04:45:31 PM
thank you sir................
Title: তথ্যপ্রযুক্তি ব্যবহারে ঢাকার অবস্থান ২৩
Post by: fernaz on November 27, 2012, 05:26:29 PM
নেটওয়ার্ক সোসাইটি সিটি ইনডেক্সে ঢাকা শীর্ষ ২৫টি শহরের মধ্যে স্থান করে নিয়েছে। বিশ্বের নেটওয়ার্ক সোসাইটি সিটি ইনডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২৩। তথ্যপ্রযুক্তি ও কারিগরি উন্নয়নের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন হয়েছে—এমন শহরগুলোকে নেটওয়ার্ক সোসাইটি সিটি বলা হয়।
সিটি ইনডেক্সের শীর্ষস্থান অর্জন করেছে নিউ নিউইয়র্ক সিটি। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের দিল্লির অবস্থান ১৬, মুম্বাইয়ের ১৯ এবং পাকিস্তানের করাচীর ২৫তম। সম্প্রতি সুইডেন ভিত্তিক টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন ও আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান আর্থার ডি লিটলটনের যৌথ উদ্যোগে এই সিটি ইনডেক্স তৈরির কাজ শেষ হয়েছে।
Title: Re: তথ্যপ্রযুক্তি ব্যবহারে ঢাকার অবস্থান ২৩
Post by: nmoon on November 27, 2012, 06:08:21 PM
The position of Dhaka in the ranking of Network Society City Index is 23rd. This is inspiring because this sector is growing gradually.
Title: QPR weather the storm
Post by: tamim_saif on November 28, 2012, 09:52:49 AM
Pathetic fallacy is a literary term for when the weather in a scene or paragraph reflects the mood. It's also a condensed way of describing Harry Redknapp's first match as QPR manager.
(http://soccernet-assets.espn.go.com/design05/images/2012/1127/harryredknapptouchline_275x155.jpg)
On what was a wet evening on Wearside, torrential downpour in the region had left some questioning if the game would even go ahead - memories of Reading earlier in the season the evidence cited. Fears were averted however, and a drab affair ensued, which should come as little surprise to those who know Redknapp's management history. Impressive debuts are not really something he's associated with.
Title: Australia news:Third umpire interventions thrown out in mid-season
Post by: tamim_saif on November 28, 2012, 12:08:27 PM
Nov 28, 2012:

Fierce player opposition has spurred a rapid Cricket Australia back-flip over the use of a third umpire intervention system in domestic limited overs games.
 
Title: Teeth Wash
Post by: Shamim Ansary on November 28, 2012, 01:58:12 PM
(http://i45.tinypic.com/313hd2o.jpg)
Title: Re: তথ্যপ্রযুক্তি ব্যবহারে ঢাকার অবস্থান ২৩
Post by: Narayan on November 28, 2012, 03:58:19 PM
একদিন আমরা শীর্ষে উঠবো... এ লক্ষে কাজ চালিয়ে যাওয়া উচিৎ।
Title: Its an Inter University photography Exhibition!!
Post by: TOFAZZAL on November 29, 2012, 02:07:53 AM
   Its an Inter University photography Exhibition!!

CALL for PHOTOGRAPHS::

"Categories include:

1. PORTRAIT
2. LIFE
3. NATURE
4. MOMENT
5. STILL LIFE
6. ARCHITECTURE
7. FINE ARTS
8. PHOTOSTORY
9. MISFITS

The submission process is as follows:

• Submit @ exposure.bupc@gmail.com with your
Name,
ID,
University,
Department,
Contact number,
TITLE OF THE PHOTO
Category
( description optional)

• You must rename the photo as such:
"your name_contact number_title of the photo"

In case of photo series/ story mail all the pictures in a single mail along with the description and rename the photos with:
your name_ contact number_[PS] number and title of the photo(if they have different titles) or just mention that it is a photo series.

• You have the liberty of submitting photographs under any or all of the above mentioned categories. However, the overall limit is 15 photos.

• Photograph submission requirements include:

-2400 pixel at least on the longer side
- 300 dpi resolution.
- No watermarks. (Please note, BUPC holds the rights to disqualify all photos which do not meet the above mentioned requirements.)
- Any kind of photomanipulation is welcome. But not photo-montages.

• SUBMISSION DEADLINE: 30th NOVEMBER, 2012

submission process: http://www.facebook.com/media/set/?set=a.375900385818954.88463.374886325920360&type=1
 (http://www.facebook.com/media/set/?set=a.375900385818954.88463.374886325920360&type=1)
More info : http://www.facebook.com/exposure2013bupc (http://www.facebook.com/exposure2013bupc)

any queries: call 01672321272 or 01552361709
Title: Elk more concerned by human behavior than their natural predators
Post by: tamim_saif on November 29, 2012, 11:57:22 AM
University of Alberta researchers discovered that elk are more frequently and more easily disturbed by humans such as ATV drivers than by their natural predators like bears and wolves.
Title: Scientists Identify Depression and Anxiety Biomarker in Youths
Post by: tamim_saif on November 29, 2012, 12:15:33 PM
ScienceDaily (Nov. 28, 2012) — Scientists have discovered a cognitive biomarker -- a biological indicator of a disease -- for young adolescents who are at high risk of developing depression and anxiety.

Their findings were published on 28 November, in the journal PLOS ONE.
Title: Researchers Identify Ways to Exploit 'Cloud Browsers' for Large-Scale, Anonymous
Post by: tamim_saif on November 29, 2012, 12:34:45 PM
ScienceDaily (Nov. 2012) — Researchers from North Carolina State University and the University of Oregon have found a way to exploit cloud-based Web browsers, using them to perform large-scale computing tasks anonymously. The finding has potential ramifications for the security of "cloud browser" services.
Title: Ekistics (Golden Sea Lake Resort )_Beijing, PR of China
Post by: sahadat_185 on November 29, 2012, 02:15:34 PM
The Golden Sea Lake Resort master plan envisions the creation of a new destination resort that carefully integrates a series of residential neighbourhoods, resort hotels and recreation amenities into the stunning natural landscape of the lake and its surrounding pristine forests and mountain ridges. The primary recreation and real estate components focus on two 18-hole championship golf courses configured to fit into the existing landform of mountain slopes and the dramatic lakeshore waterfront. EKISTICS’ master plan has been carefully designed to maximize the opportunities afforded by the natural topography which in turn ensures a series of spectacular and unique waterfront experiences around the site. A majority of the single family villas are sited in locations that provide lake, natural landscape and golf views reinforcing the resort character of the development.
Resort hotels celebrate the varying characteristics of their location, from a 5-star waterfront marina hotel and resort that extends into the lake from a peninsula, to a unique mountain top hotel and commercial village that offers panoramic views over the lake and glimpses of the Great Wall of China in the distance.
Title: Need Volunteers for Trade Fair events in Dhaka & Chittagong
Post by: TOFAZZAL on November 29, 2012, 06:42:58 PM
        Need Volunteers for Trade Fair events in Dhaka & Chittagong

(30 female & 20 Male). To apply please send your CV with 3 update photographs to the following e-mail id: globewinmail@gmail.com. For any detail information please call to +01772114652.
Title: কোমল পানীয়তে ক্যান্সার
Post by: rumman on November 30, 2012, 03:30:22 PM
আজকাল ভূরিভোজের পর কোমল পানীয় পান যেন ফ্যাশনে পরিণত হয়েছে। যুক্তি হলো, হজমে সহায়ক। কিন্তু এভাবে বেশি নয়, দিনে একবার ৩০০ মিলিলিটার কোমল পানীয় গ্রহণে পুরুষের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৪০ শতাংশ বেড়ে যায়। একটি গবেষণার তথ্য উল্লেখ করে সুইডেনের একদল বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন। 'আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন' সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞানীরা আট হাজারের বেশি পুরুষের ওপর এই গবেষণা চালান। ৪৫ থেকে ৭৩ বছর বয়সী এসব পুরুষকে প্রায় ১৫ বছর পর্যবেক্ষণে রাখা হয়। গবেষণার শুরুতে তাঁরা সুস্থ দেহের অধিকারী ছিলেন। প্রত্যেককেই তাঁদের খাদ্য ও পানীয় গ্রহণের অভ্যাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।
গবেষণার ফল সম্পর্কে লুন্ড ইউনিভার্সিটির গবেষক ইসাবেল ড্রেক বলেন, 'এসব পুরুষের মধ্যে যাঁরা প্রচুর কোমল পানীয় পান করেছেন তাঁদের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে প্রায় ৪০ শতাংশ।'
গবেষণা প্রতিবেদনে বলা হয়, কোমল পানীয়তে ব্যবহৃত শর্করা বা চিনি মানব শরীরের ইনসুলিন অবমুক্ত করে দেয়। এই ইনসুলিন টিউমার কোষ বৃদ্ধিতে সহায়তা করে। কোমল পানীয়ের পাশাপাশি ভাত, কেক, বিস্কুট ও শর্করা জাতীয় খাবার বেশি খেলেও এ রোগের আশঙ্কা বাড়তে পারে। বংশপরম্পরাও এ রোগ বিস্তারে ভূমিকা রাখে। প্রস্টেট ক্যান্সার রোধে পরিমিত সুষম খাদ্য ও পানীয় গ্রহণের প্রতি গুরুত্ব দিয়েছেন গবেষকরা। সূত্র : টেলিগ্রাফ।
(http://)
Title: Re: কোমল পানীয়তে ক্যান্সার
Post by: Md. Khairul Bashar on December 01, 2012, 09:36:47 AM
How dangerous it is! I think it's high time for the government to take proper steps to make people aware about this threat.
Title: Formalin
Post by: Shamsuddin on December 01, 2012, 09:23:15 PM
চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে ফরমালিন মেশানো দুই হাজার কেজি লইট্যা মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
Title: Re: ফরমালিন: ২ হাজার কেজি লইট্যা মাছ জব্দ
Post by: tamim_saif on December 02, 2012, 11:35:44 AM
we should pray for our district Fish Officers so that they can stop this hated activities.
Title: Re: Finding LCM of Several Integers, PHP Code
Post by: msu_math on December 05, 2012, 06:51:52 PM
Sample codes:

<?php
$A[0] = 4; $A[1] = 6; $A[2] = 12; $A[3] = 16;
$lcm = NumNLCM($A);
echo "LCM of 4, 6, 12 and 16 is ".$lcm;
?>

Output: LCM of 4, 6, 12 and 16 is 48
Title: Re: ফরমালিন: ২ হাজার কেজি লইট্যা মাছ জব্দ
Post by: saratasneem on December 08, 2012, 03:19:52 PM
What can be done?
Title: Re: Formalin
Post by: tanzina_diu on December 31, 2012, 04:03:02 PM
Government should design a very strict policy to reduce the use of formalin.
Title: Re: Formalin
Post by: nmoon on January 15, 2013, 04:31:53 PM
Yes, Govt. should take necessary steps for this poison.
Title: Re: Finding LCM of Several Integers, PHP Code
Post by: msu_math on February 03, 2013, 10:25:59 AM
Sample codes:

<?php
$A[0] = 5; $A[1] = 3; $A[2] = 2; $A[3] = 7;
$lcm = NumNLCM($A);
echo "LCM of 2, 3, 5 and 7 is ".$lcm;
?>

Output: LCM of 2, 3, 5 and 7 is 210
Title: Re: Formalin
Post by: bcdas on February 04, 2013, 02:46:28 PM
Our government should take main role regarding the fact and we should change our self.
Title: Re: তথ্যপ্রযুক্তি ব্যবহারে ঢাকার অবস্থান ২৩
Post by: nayeemfaruqui on February 19, 2013, 05:08:59 PM
that's ok. Improving our ranking needs a while....
Title: Re: তথ্যপ্রযুক্তি ব্যবহারে ঢাকার অবস্থান ২৩
Post by: Tajmary on February 19, 2013, 10:49:03 PM
Thanks..for the useful post..
Title: Re: Formalin
Post by: Tajmary on February 19, 2013, 10:56:27 PM
Very informative post..thanks..
Title: Re: Formalin
Post by: tany on February 19, 2013, 11:20:36 PM
Very informative post..
Title: Re: তথ্যপ্রযুক্তি ব্যবহারে ঢাকার অবস্থান ২৩
Post by: tany on February 20, 2013, 12:13:54 AM
thanks for sharing..
Title: Re: Formalin
Post by: nayeemfaruqui on February 20, 2013, 09:39:35 AM
We have to be careful about formalin.
Title: Re: ফুসফুস ক্যানসার প্রতিরোধ
Post by: nayeemfaruqui on February 20, 2013, 12:35:08 PM
Thanks for sharing this...