Daffodil International University

Faculty of Humanities and Social Science => Journalism & Mass Communication => Topic started by: Md. Khairul Bashar on January 03, 2013, 03:57:32 PM

Title: computer controlled with eye
Post by: Md. Khairul Bashar on January 03, 2013, 03:57:32 PM
গত বছরেই প্রযুক্তি প্রতিষ্ঠান টোবি ঘোষণা দেয় এমন এক কম্পিউটারের, যেটি কি না চোখ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে। প্রযুক্তি বিশ্বে এমন অনেক ঘোষণাই সহসা বাস্তবে রূপলাভ করে না। তবে টোবির ঘোষণা পরিণত হয়েছে বাস্তবে। প্রোটোটাইপ থেকে বাস্তবেই তারা তৈরি করেছে চোখ দিয়ে নিয়ন্ত্রণযোগ্য কম্পিউটার। আর সেটি বাজারেও আসবে খুব অল্প সময়ের মধ্যেই। চোখ দিয়ে নিয়ন্ত্রণযোগ্য কম্পিউটার তৈরিতে টোবি তৈরি করেছে একটি ইউএসবি ডিভাইস, যার নাম 'রেক্স'। এটি কম্পিউটারের সাথে সংযুক্ত করে এর গেজ ইউজার ইন্টারফেস ব্যবহার করে চোখ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার। আর এই 'রেক্স' সবচেয়ে ভালো কাজ করে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮-এর সাথে। আকারে এটি একটি কলমের চাইতে সামান্য বড়। এটিকে বসাতে হয় পিসি মনিটরের নিচের অংশের সাথে। এটি কম্পিউটারের সামনে বসা ব্যবহারকারীর চোখের নড়াচড়া সনাক্ত করে। আর তার মাধ্যমেই পিসির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারে এটি।

(http://www.ittefaq.com.bd/admin/news_images/2013/01/03/thumbnails/image_8273.jpg)

পিসিকে নেভিগেট করা, জুম করা, স্ক্রল করা বা কোনো কিছু নির্বাচন করার কাজের জন্য তাই রেক্স ব্যবহার করলে আর প্রয়োজন হবে না মাউস বা কিবোর্ড। ইতোমধ্যেই রেক্সকে উন্মুক্ত করা হয়েছে ডেভেলপারদের জন্য। যেকোনো উইন্ডোজ ৮ সিস্টেমের সাথেই এটি কাজ করছে বলে জানিয়েছে তারা। সাধারণ ব্যবহারকারীদের জন্যও খুব শীঘ্রই এটি বাজারে আনবে টোবি। তবে প্রাথমিকভাবে মাত্র ৫ হাজার রেক্স তৈরি করবে তারা। পরে অবশ্য বড় পরিমাণেই এটি বাজারে ছাড়া হবে জানিয়েছে টোবি। টোবির এই নতুন প্রযুক্তি শারীরিকভাবে অক্ষমদের জন্য বড় ধরনের সহায় হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাছাড়া ভবিষ্যতের দিনগুলোতে কম্পিউটার এবং মানুষের মধ্যেকার সম্পর্ককে ভিন্ন ধারায় নিয়ে যেতেও রেক্স ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছে টোবি।

Source: http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMDNfMTNfMV8zM18xXzgyNzM=
Title: Re: computer controlled with eye
Post by: goodboy on January 04, 2013, 11:52:06 PM
interesting!! I've heard about it before!