Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: Mohammed Abu Faysal on January 07, 2013, 09:32:59 AM
-
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এবার বাজারে নিয়ে আসছে আইফোন মিনি। মূলত বর্তমানে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে আইফোনের নতুন ছোট এ সংস্করণ বাজারে ছাড়ার ব্যাপারে ভাবছে অ্যাপল। সম্প্রতি এ তথ্য জানিয়েছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস।
গবেষণার তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারের শীর্ষত্ব ধরে রাখতে বিভিন্ন দাম ও শ্রেণীর স্মার্টফোন বাজারে নিয়ে আসছে স্যামসাং। আর এসব ফোনের মাধ্যমে চলতি বছর নিজেদের বিক্রি ৩৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা স্যামসাংয়ের। এর যথেষ্ট কারণও রয়েছে বলে মনে করছেন বাজারবিশেষজ্ঞরা। তাঁদের মতে, স্মার্টফোনের বাজারে কম দামের স্মার্টফোন তৈরি করে শীর্ষে আছে স্যামসাং। আর এ অবস্থায় বাজারে নিজেদের অবস্থান জানানোর জন্য অ্যাপলকেও তুলনামূলক কম দামে স্মার্টফোন আনতে হবে। আর এ জন্যই অ্যাপলের এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন এ আইফোন মিনি বাজারে আনতে পারে অ্যাপল। এ বছর স্মার্টফোন বাজার ২৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলেও গবেষণায় উঠে এসেছে। স্মার্টফোন বিক্রির মধ্যে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এশিয়া, চীন, উত্তর আমেরিকা। নতুন বছর ঘিরে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা প্রায় ২৯ কোটি আর অ্যাপলের ১৮ কোটি ইউনিট। ২০০৭ সালে প্রথম আইফোন এনে বাজারে হইচই ফেলে দেয় অ্যাপল। তবে এর চেয়ে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন এনে বাজারে শীর্ষ স্থান দখল করে নেয় স্যামসাং।
Ref: http://www.prothom-alo.com/detail/date/2013-01-07/news/319239